ETV Bharat / state

Calcutta National Medical College: কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের হস্টেলে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার - কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ

ন্যাশনাল মেডিক্যাল কলেজে ডাক্তারি বিভাগের এক ছাত্রীর রহস্যমৃত্যু(Calcutta National Medical College)। এলাকায় চাঞ্চল্য ৷

Calcutta National Medical College
কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ
author img

By

Published : Aug 1, 2022, 7:38 PM IST

Updated : Aug 1, 2022, 11:01 PM IST

কলকাতা, 1 অগস্ট: ন্যাশনাল মেডিক্যাল কলেজে এক ছাত্রীর রহস্যমৃত্যু(Unnatural death of a student at Calcutta National Medical College and hospital)। মৃতের নাম প্রদীপ্তা দাস ৷ হস্টেলের রুম থেকে মিলেছে তাঁর দেহ । সোদপুরের বাসিন্দা এই ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে হস্টেলে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রদীপ্তার বন্ধুরা জানান, বিকাল 4টে পর্যন্ত ক্লাস করে প্রদীপ্তা । তারপর রুমে আসার পর থেকেই দরজা বন্ধ থাকে তাঁর ঘরের । বন্ধুরা ডাকাডাকি করতে গেলে দরজা না খোলায় সন্দেহ হয় । তাঁরা দরজা ভেঙে ঢুকে ঘরে ঢুকে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে প্রদীপ্তা । দ্রুত তাঁকে উদ্ধার করে এমার্জেন্সি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরিবারের তরফে প্রদীপ্তার বাবা ও দিদি হাসপাতালে এসে দেহ শনাক্ত করেন ।

জানা যাচ্ছে পড়াশোনার চাপ নিয়ে বেশ কিছু সমস্যা ছিল তাঁর । একজন ডাক্তারের পরামর্শও নেয় । তবে এই রকম আচরণ আন্দাজ করতে পারেনি কেউই । এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য ।

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের হস্টেলে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

আরও পড়ুন : স্কুলের ভিতরে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কলকাতা, 1 অগস্ট: ন্যাশনাল মেডিক্যাল কলেজে এক ছাত্রীর রহস্যমৃত্যু(Unnatural death of a student at Calcutta National Medical College and hospital)। মৃতের নাম প্রদীপ্তা দাস ৷ হস্টেলের রুম থেকে মিলেছে তাঁর দেহ । সোদপুরের বাসিন্দা এই ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে হস্টেলে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রদীপ্তার বন্ধুরা জানান, বিকাল 4টে পর্যন্ত ক্লাস করে প্রদীপ্তা । তারপর রুমে আসার পর থেকেই দরজা বন্ধ থাকে তাঁর ঘরের । বন্ধুরা ডাকাডাকি করতে গেলে দরজা না খোলায় সন্দেহ হয় । তাঁরা দরজা ভেঙে ঢুকে ঘরে ঢুকে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে প্রদীপ্তা । দ্রুত তাঁকে উদ্ধার করে এমার্জেন্সি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরিবারের তরফে প্রদীপ্তার বাবা ও দিদি হাসপাতালে এসে দেহ শনাক্ত করেন ।

জানা যাচ্ছে পড়াশোনার চাপ নিয়ে বেশ কিছু সমস্যা ছিল তাঁর । একজন ডাক্তারের পরামর্শও নেয় । তবে এই রকম আচরণ আন্দাজ করতে পারেনি কেউই । এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য ।

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের হস্টেলে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

আরও পড়ুন : স্কুলের ভিতরে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Last Updated : Aug 1, 2022, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.