ETV Bharat / state

Haridevpur Murder : ব্যক্তির রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য হরিদেবপুরে

author img

By

Published : Mar 9, 2022, 11:06 AM IST

তিনদিন ধরে মেয়ে কোনও যোগাযোগ করতে পারেনি বাবার সঙ্গে ৷ তারপর মঙ্গলবার হঠাৎই মৃত্যুর খবর (Unnatural death in Haridevpur) ৷ পুলিশের প্রাথমিক অনুমান মাথা থেঁতলে খুন করা হয়েছে ৷ যদি তাই হয় তবে খুনের নেপথ্যে কারা ? কাদের সন্দেহ করছে মৃতের পরিবার ?

Haridevpur Crime
হরিদেবপুরে খুন

হরিদেবপুর, 9 মার্চ : এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল খোদ কলকাতার বুকে ৷ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার জিয়াদার গোট এলাকায় ৷ মঙ্গলবার রাতে বাপ্পা ভট্টাচার্য নামে এক ব্যক্তির দেহ উদ্ধার তাঁর বাড়ির দোতলার বাথরুম থেকে (Unnatural death in Haridevpur police suspects murder)। তিনি ওই বাড়িতে একাই থাকতেন বলে জানা গিয়েছে ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ।

স্থানীয়দের মারফত জানা গিয়েছে, একটি চায়ের কোম্পানিতে কাজ করতেন বাপ্পা । গত তিনদিন ধরে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিল না মেয়ে । মঙ্গলবার রাতে প্রতিবেশীর থেকে খবর পেয়ে বাড়িতে এসে দেখে বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে । দোতলার ঘরে ঢুকে দেখা যায় বিছানাপত্র থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, সব লন্ডভন্ড অবস্থায় রয়েছে । ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়া গিয়েছে । এমনকি রক্তের দাগ ছিটকে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে । ওই ঘরের বাথরুমের ভিতরে পড়ে থাকতে দেখা যায় বাপ্পা ভট্টাচার্যের রক্তাক্ত দেহ । দেহে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাথা থেঁতলে বাপ্পাকে খুন করা হয়েছে । মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে অফিসের দু'জন বন্ধু আসার কথা ছিল । ওই দুই বন্ধুর উপরই প্রাথমিকভাবে সন্দেহ করছে তাঁর পরিবার । খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ । দেহটি ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে । রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে বলেই মত গোয়েন্দাদের ।

আরও পড়ুন : Deganga Murder case : স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধুকে খুন, ধৃত দুই

হরিদেবপুর, 9 মার্চ : এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল খোদ কলকাতার বুকে ৷ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার জিয়াদার গোট এলাকায় ৷ মঙ্গলবার রাতে বাপ্পা ভট্টাচার্য নামে এক ব্যক্তির দেহ উদ্ধার তাঁর বাড়ির দোতলার বাথরুম থেকে (Unnatural death in Haridevpur police suspects murder)। তিনি ওই বাড়িতে একাই থাকতেন বলে জানা গিয়েছে ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ।

স্থানীয়দের মারফত জানা গিয়েছে, একটি চায়ের কোম্পানিতে কাজ করতেন বাপ্পা । গত তিনদিন ধরে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিল না মেয়ে । মঙ্গলবার রাতে প্রতিবেশীর থেকে খবর পেয়ে বাড়িতে এসে দেখে বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে । দোতলার ঘরে ঢুকে দেখা যায় বিছানাপত্র থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, সব লন্ডভন্ড অবস্থায় রয়েছে । ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়া গিয়েছে । এমনকি রক্তের দাগ ছিটকে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে । ওই ঘরের বাথরুমের ভিতরে পড়ে থাকতে দেখা যায় বাপ্পা ভট্টাচার্যের রক্তাক্ত দেহ । দেহে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাথা থেঁতলে বাপ্পাকে খুন করা হয়েছে । মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে অফিসের দু'জন বন্ধু আসার কথা ছিল । ওই দুই বন্ধুর উপরই প্রাথমিকভাবে সন্দেহ করছে তাঁর পরিবার । খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ । দেহটি ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে । রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে বলেই মত গোয়েন্দাদের ।

আরও পড়ুন : Deganga Murder case : স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধুকে খুন, ধৃত দুই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.