ETV Bharat / state

Child Death: আর জি করে শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা - আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) শিশুমৃত্যু । মৃত শিশুর মাথায় রয়েছে আঘাতের চিহ্ন । শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় শিশুটির (Child Death) । হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে পরিবার ।

unnatural-child-death-at-rg-kar-medical-college-and-hospital
Child Death: আর জি করে শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা
author img

By

Published : Nov 5, 2022, 2:28 PM IST

Updated : Nov 5, 2022, 3:10 PM IST

কলকাতা, 5 নভেম্বর: শিশুর অস্বাভাবিক মৃত্যু (Unnatural Child Death) ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ৷ পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতিতে ওই শিশুর মৃত্যুর (Child Death) হয়েছে ৷ এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তা হল - শুক্রবার গভীর রাতে ওই শিশুর মৃত্যু হয়েছে ৷ তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷

পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার দেগঙ্গার এক গর্ভবতী মহিলা গত 28 অক্টোবর ভর্তি হয়েছিলেন আর জি কর হাসপাতালে । সেখানে 31 অক্টোবর সন্তানের জন্মও দেন তিনি । তবে পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তাঁদের জানায় যে মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে । তবে আচমকাই পাঁচদিনের মধ্যে শুক্রবার রাত দেড়টা নাগাদ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে সদ্যোজাতের মৃত্যু হয়েছে ।

তবে ঠিক কী কারণে মৃত্যু হয় ওই সদ্যোজাতের তা এখনও স্পষ্ট নয় । তবে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে বিক্ষোভও দেখান মৃতের পরিবারের সদস্যরা । যদিও এই বিষয়ে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

প্রসঙ্গত, দিন কয়েক আগে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতর থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ ওই মহিলাও সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি ছিলেন ৷ কন্যা সন্তানের জন্মও দেন তিনি ৷ তার পরই তাঁর অস্বাভাবিক মৃত্যু হয় ৷ তার আগে তিনি বেশ কয়েকঘণ্টা নিখোঁজ ছিলেন ৷

কলকাতার দু’টি হাসপাতাল যেখানে মেডিক্যাল কলেজ রয়েছে, সেখানে পর পর রোগী মৃত্যু হওয়ায়, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষগুলি কি রোগীদের নিয়ে উদাসীন হয়ে পড়েছে, আপাতত এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহল থেকে ৷

আরও পড়ুন: কন্যাসন্তান জন্মানোর পর রহস্যমৃত্যু মায়ের, শহরের হাসপাতালে রক্তাক্ত দেহ উদ্ধার

কলকাতা, 5 নভেম্বর: শিশুর অস্বাভাবিক মৃত্যু (Unnatural Child Death) ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ৷ পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতিতে ওই শিশুর মৃত্যুর (Child Death) হয়েছে ৷ এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তা হল - শুক্রবার গভীর রাতে ওই শিশুর মৃত্যু হয়েছে ৷ তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷

পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার দেগঙ্গার এক গর্ভবতী মহিলা গত 28 অক্টোবর ভর্তি হয়েছিলেন আর জি কর হাসপাতালে । সেখানে 31 অক্টোবর সন্তানের জন্মও দেন তিনি । তবে পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তাঁদের জানায় যে মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে । তবে আচমকাই পাঁচদিনের মধ্যে শুক্রবার রাত দেড়টা নাগাদ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে সদ্যোজাতের মৃত্যু হয়েছে ।

তবে ঠিক কী কারণে মৃত্যু হয় ওই সদ্যোজাতের তা এখনও স্পষ্ট নয় । তবে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে বিক্ষোভও দেখান মৃতের পরিবারের সদস্যরা । যদিও এই বিষয়ে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

প্রসঙ্গত, দিন কয়েক আগে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতর থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ ওই মহিলাও সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি ছিলেন ৷ কন্যা সন্তানের জন্মও দেন তিনি ৷ তার পরই তাঁর অস্বাভাবিক মৃত্যু হয় ৷ তার আগে তিনি বেশ কয়েকঘণ্টা নিখোঁজ ছিলেন ৷

কলকাতার দু’টি হাসপাতাল যেখানে মেডিক্যাল কলেজ রয়েছে, সেখানে পর পর রোগী মৃত্যু হওয়ায়, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষগুলি কি রোগীদের নিয়ে উদাসীন হয়ে পড়েছে, আপাতত এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহল থেকে ৷

আরও পড়ুন: কন্যাসন্তান জন্মানোর পর রহস্যমৃত্যু মায়ের, শহরের হাসপাতালে রক্তাক্ত দেহ উদ্ধার

Last Updated : Nov 5, 2022, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.