ETV Bharat / state

Dharmendra Pradhan: অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন কেন, উনি কি বিচারক? কটাক্ষ ধর্মেন্দ্র প্রধানের - তৃণমূল কংগ্রেস

Dharmendra Pradhan slams Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ তাঁর প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন কেন, উনি কি বিচারক ?

Dharmendra Pradhan Abhishek Banerjee
Dharmendra Pradhan Abhishek Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 6:18 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

কলকাতা, 14 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা মোদি সরকারের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ তিনি জানতে চাইলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন কেন ? উনি কি বিচারক ?

Dharmendra Pradhan
বিজেপির সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

বৃহস্পতিবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক কর্মসূচি ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেককে নিশানা করেন তিনি ৷ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব নিয়ে তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারক নন । আইন তার নিজের পথেই চলবে ।’’

Dharmendra Pradhan
বিজেপির সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

উল্লেখ্য, গত এক-দেড় বছরে বেশ কয়েকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ৷ কখনও কয়লাপাচার কাণ্ডে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ আবার কখনও নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সমন পেয়ে হাজিরা দিয়েছেন তিনি ৷ গতকাল, বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দেন ইডি-র অফিসে ৷

যতবার তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন, ততবারই তিনি বাইরে এসে বিজেপি, কেন্দ্রের মোদি সরকার ও কেন্দ্রীয় এজেন্সিগুলির সমালোচনা করেছেন ৷ বুধবারও একই কথা শোনা গিয়েছে তাঁর মুখে ৷ সেই প্রেক্ষিতেই ধর্মেন্দ্র প্রধান প্রশ্ন তুলেছেন যে অভিষেক কেন এত ভয় পাচ্ছেন ?

Dharmendra Pradhan
বিজেপির সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

তাই নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই সদস্যের আরও বক্তব্য, ‘‘যিনি দোষী সাব্যস্ত হবেন, তিনি যাবেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় অনাবশ্যকভাবে যেন বিচারপতি হতে না যান । তিনি ফরেনসিক ল্যাবরেটারির ইনচার্জও নন । আসলে ব্যাপারটা কিছুটা এরকম দাঁড়াচ্ছে যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খায়নি । উনি তাহলে কেন ভয় পাচ্ছেন ?’’

Dharmendra Pradhan
বিজেপির সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

শুধু অভিষেক নয়, নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসেরও সমালোচনা করেছেন ৷ তাঁর কথায়, বাংলার যা অবস্থা দাঁড়িয়েছে, এখানে শুধু নারদা বা সারদাই নয়, এখানে কয়লাপাচার থেকে শুরু করে গরুপাচার বেআইনি ড্রাগস সবকিছুই হয় এখানে । তিনি বলেন, "আমার মনে হয় বাংলার দুর্নীতিগ্রস্ত সরকারের হাতে রয়েছে । আপনার বাড়িতে যদি টাকার পাহাড় পাওয়া যায় তাহলে এজেন্সিতে তদন্ত করবেই ।"

আরও পড়ুন: যাঁর বিরুদ্ধে এত অভিযোগ ইডি তাঁকে না ডেকে কি আমাকে ডাকবে ? অভিষেককে কটাক্ষ সুকান্তর

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

কলকাতা, 14 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা মোদি সরকারের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ তিনি জানতে চাইলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন কেন ? উনি কি বিচারক ?

Dharmendra Pradhan
বিজেপির সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

বৃহস্পতিবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক কর্মসূচি ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেককে নিশানা করেন তিনি ৷ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব নিয়ে তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারক নন । আইন তার নিজের পথেই চলবে ।’’

Dharmendra Pradhan
বিজেপির সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

উল্লেখ্য, গত এক-দেড় বছরে বেশ কয়েকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ৷ কখনও কয়লাপাচার কাণ্ডে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ আবার কখনও নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সমন পেয়ে হাজিরা দিয়েছেন তিনি ৷ গতকাল, বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দেন ইডি-র অফিসে ৷

যতবার তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন, ততবারই তিনি বাইরে এসে বিজেপি, কেন্দ্রের মোদি সরকার ও কেন্দ্রীয় এজেন্সিগুলির সমালোচনা করেছেন ৷ বুধবারও একই কথা শোনা গিয়েছে তাঁর মুখে ৷ সেই প্রেক্ষিতেই ধর্মেন্দ্র প্রধান প্রশ্ন তুলেছেন যে অভিষেক কেন এত ভয় পাচ্ছেন ?

Dharmendra Pradhan
বিজেপির সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

তাই নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই সদস্যের আরও বক্তব্য, ‘‘যিনি দোষী সাব্যস্ত হবেন, তিনি যাবেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় অনাবশ্যকভাবে যেন বিচারপতি হতে না যান । তিনি ফরেনসিক ল্যাবরেটারির ইনচার্জও নন । আসলে ব্যাপারটা কিছুটা এরকম দাঁড়াচ্ছে যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খায়নি । উনি তাহলে কেন ভয় পাচ্ছেন ?’’

Dharmendra Pradhan
বিজেপির সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

শুধু অভিষেক নয়, নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসেরও সমালোচনা করেছেন ৷ তাঁর কথায়, বাংলার যা অবস্থা দাঁড়িয়েছে, এখানে শুধু নারদা বা সারদাই নয়, এখানে কয়লাপাচার থেকে শুরু করে গরুপাচার বেআইনি ড্রাগস সবকিছুই হয় এখানে । তিনি বলেন, "আমার মনে হয় বাংলার দুর্নীতিগ্রস্ত সরকারের হাতে রয়েছে । আপনার বাড়িতে যদি টাকার পাহাড় পাওয়া যায় তাহলে এজেন্সিতে তদন্ত করবেই ।"

আরও পড়ুন: যাঁর বিরুদ্ধে এত অভিযোগ ইডি তাঁকে না ডেকে কি আমাকে ডাকবে ? অভিষেককে কটাক্ষ সুকান্তর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.