কলকাতা, 7 অক্টোবর: তৃণমূল সে দিন বকেয়া পাওনার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখাই করতে চায়নি ৷ ওরা মিথ্যে কথা বলছে ৷ কলকাতায় এসে এ ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দিল্লি বিক্ষোভের তুমুল সমালোচনা করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৷
শনিবার তিনি বলেন, "আমি সে দিন আড়াই ঘণ্টা অপেক্ষা করেছিলাম ৷ ওরা প্রথমে বলে 5 জন দেখা করবে ৷ পরে বলে 10 জন ৷ আমি কোনওটাতেই আপত্তি করিনি ৷ প্রকৃতই দেখা করতে চাইলে এমন করত না তৃণমূল ৷"
বাংলার সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে বারবার অভিযোগ করেছে রাজ্যের শাসকদল ৷ তার জবাব দিয়ে এ দিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই অভিযোগ সর্বৈব মিথ্যে ৷
আরও পড়ুন: দার্জিলিঙে আজ রাজ্যপালের সঙ্গে বৈঠকে তৃণমূল, কলকাতায় তৃতীয় দিনেও ধরনায় অটুট অভিষেক
তাঁর দাবি, "ইউপিএ আমলে 9 বছরে মনরেগায় বাংলাকে দেওয়া হয়েছে 14 হাজার 400 কোটি টাকা ৷ আর এখনও পর্যন্ত বাংলাকে এই প্রকল্পের জন্য দিয়েছে 54 হাজার কোটি টাকা দিয়েছে আমাদের সরকার ৷ কোথায় পক্ষপাতিত্ব করছি ! 14 গুণ বেশি দিচ্ছি ৷ আবাস যোজনাতেও 9 বছরে ইউপিএ সরকার বাংলাকে দিয়েছে 4 হাজার 414 কোটি টাকা ৷ আর নরেন্দ্র মোদির সরকার আবাস যোজনায় বাংলাকে দিয়েছে 30 হাজার কোটি টাকা ৷"
আজ সকালে কলকাতা বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা সল্টলেকে বিজেপির পার্টি অফিসে চলে যান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৷ এ দিন দুপুরের বিমানেই তাঁর কলকাতা থেকে লখনউ ফিরে যাওয়ার কথা ৷