ETV Bharat / state

ভিনরাজ্যের শ্রমিকদের সাহায্যের নির্দেশ দিয়ে মুখ্যসচিবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের - পরিযায়ী শ্রমিকদের সাহায্যে

ভিনরাজ্যের শ্রমিকদের জন্য সবরকম ব্যবস্থার নির্দেশ দিয়ে আজ মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

image
নবান্ন
author img

By

Published : Apr 16, 2020, 8:06 PM IST

কলকাতা, 16 এপ্রিল : ভিনরাজ্যের শ্রমিকদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে হবে ৷ এই মর্মে আজ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । অন্য রাজ্যগুলিকেও এই মর্মে চিঠি পাঠানো হয়েছে বলে খবর । রাজ্যের বিভিন্ন কাজে আটকে পড়া শ্রমিকদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি লকডাউন মেনে চলতেও বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক ।

ভিনরাজ্যের বহু শ্রমিক লকডাউনের কারণে এরাজ্যে আটকে পড়েছে । কোরোনা পরিস্থিতির মাঝে তাঁদের থাকা, খাওয়া, ওষুধ ও চিকিৎসা সহ যাবতীয় বন্দোবস্ত যথাযথভাবে করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । এই মর্মে আজ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে একটা চিঠি দেয় তারা ।

শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্য রাজ্যের মুখ্যসচিবদেরও চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । ভিন রাজ্যের শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থার পাশাপাশি রাজ্যের বাসিন্দারা যাতে লকডাউন মেনে চলে তার জন্য সার্বিক নির্দেশিকা দেওয়া হয়েছে ।

আজ নবান্নে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই কোরোনা মোকাবিলায় একযোগে কাজ করছে রাজ্য সরকার‌ ।

কলকাতা, 16 এপ্রিল : ভিনরাজ্যের শ্রমিকদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে হবে ৷ এই মর্মে আজ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । অন্য রাজ্যগুলিকেও এই মর্মে চিঠি পাঠানো হয়েছে বলে খবর । রাজ্যের বিভিন্ন কাজে আটকে পড়া শ্রমিকদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি লকডাউন মেনে চলতেও বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক ।

ভিনরাজ্যের বহু শ্রমিক লকডাউনের কারণে এরাজ্যে আটকে পড়েছে । কোরোনা পরিস্থিতির মাঝে তাঁদের থাকা, খাওয়া, ওষুধ ও চিকিৎসা সহ যাবতীয় বন্দোবস্ত যথাযথভাবে করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । এই মর্মে আজ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে একটা চিঠি দেয় তারা ।

শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্য রাজ্যের মুখ্যসচিবদেরও চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । ভিন রাজ্যের শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থার পাশাপাশি রাজ্যের বাসিন্দারা যাতে লকডাউন মেনে চলে তার জন্য সার্বিক নির্দেশিকা দেওয়া হয়েছে ।

আজ নবান্নে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই কোরোনা মোকাবিলায় একযোগে কাজ করছে রাজ্য সরকার‌ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.