ETV Bharat / state

আশার আলো রাজ্যের দূরশিক্ষা বিশ্ববিদ্যালয়গুলিতে - দূরশিক্ষা

অবশেষে দূরশিক্ষা চালিয়ে যাওয়ার নিয়ম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিছুটা শিথিল করায় খানিকটা স্বস্তি পেল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি । সম্প্রতি গেজেট বিজ্ঞপ্তি জারি করে UGC জানিয়েছে , NAAC-এ 4-এর মধ্যে 3.01 স্কোর থাকলে বা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে (NIRF) প্রথম 100টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিগত দুটি সাইকেলে অন্তত একবার জায়গা পেলে যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান ওপেন বুক এবং দূরশিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোর্স অফার করার জন্য আবেদন করতে পারবে ।

Distance Education
Distance Education
author img

By

Published : Sep 12, 2020, 12:33 PM IST

কলকাতা , 12 সেপ্টেম্বর : 3.26 নয় , 3.01 NAAC রেটিং থাকলেই দূরশিক্ষা ব্যবস্থা চালিয়ে যাওয়ার জন্য আবেদন করা যাবে ৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্যের দূরশিক্ষা ব্যবস্থা থাকা বিশ্ববিদ্যালয়গুলি।

2018 সালে দূরশিক্ষা সংক্রান্ত বিধি 2017 সংশোধন করে নতুন বিধি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৷ যেখানে স্পষ্ট ভাবে বলা ছিল , দূরশিক্ষার জন্য যেকোনও বিশ্ববিদ্যালয়ের NAAC-এর মূল্যায়নে ন্যূনতম 3.26 রেটিং থাকতে হবে ৷ কিন্তু, পশ্চিমবঙ্গের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা থাকলেও, পর্যাপ্ত রেটিং ছিল না । তাই ওই বিশ্ববিদ্যালয়গুলিতে 2018-19 শিক্ষাবর্ষে দূরশিক্ষা ব্যবস্থা হারানোর আশঙ্কা ঘনিয়ে এসেছিল ৷ সেই সময় বন্ধ হয়ে গেছিল দূরশিক্ষা ব্যবস্থায় ভরতি প্রক্রিয়াও । রাজ্যের রবীন্দ্রভারতী , কল্যাণী , বিদ্যাসাগর , বর্ধমান ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষার বিভিন্ন কোর্স করানো হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শর্ত কেউই পূরণ করতে পারেনি । পরে রাজ্যের তরফে দিল্লিতে গিয়ে আবেদনের ভিত্তিতে দুই বছরের জন্য দূরশিক্ষা ব্যবস্থা চালিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছিল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি ‌। দফায় দফায় আবেদনের ভিত্তিতে মিলেছিল দূরশিক্ষার বিভিন্ন কোর্সে ছাত্র ভরতির ছাড়পত্র ।

সেই সময়ে পাওয়া ছাড়পত্রের মেয়াদ 2020-21 শিক্ষাবর্ষে ফুরিয়ে যাচ্ছিল । বহুদিন ধরেই দূরশিক্ষা ব্যবস্থা নিয়ে তাই অনিশ্চয়তায় সম্মুখীন ছিল বিশ্ববিদ্যালয়গুলি । 2020-2021 শিক্ষাবর্ষে তারা আদেও ছাত্র ভরতি করতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা । অবশেষে দূরশিক্ষা চালিয়ে যাওয়ার নিয়ম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিছুটা শিথিল করায় খানিকটা স্বস্তি পেল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি । সম্প্রতি গেজেট বিজ্ঞপ্তি জারি করে UGC জানিয়েছে , NAAC-এ 4-এর মধ্যে 3.01 স্কোর থাকলে বা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে (NIRF) প্রথম 100টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিগত দুটি সাইকেলে অন্তত একবার জায়গা পেলে যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান ওপেন বুক এবং দূরশিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোর্স অফার করার জন্য আবেদন করতে পারবে । তবে , NAAC স্কোর এবং NIRF ব়্যাঙ্কিংয়ের এই মাপকাঠি 2020-2021 শিক্ষাবর্ষ অর্থাৎ, 2020 সালের জুলাই মাস থেকে 2021 সালের জানুয়ারি সেশন পর্যন্ত বৈধ বলে গণ্য করা হবে । 2021-2022 শিক্ষাবর্ষের জন্য 2021 সালের জুলাই মাস থেকে আবার পর্যালোচনা করবে UGC । এছাড়া, 2019-2020 শিক্ষাবর্ষ পর্যন্ত দূরশিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোর্স অফার করার জন্য 3.26 NAAC স্কোর অর্জন করার মুচলেকা দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে অনুমোদন পেয়েছিল যে সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, তাদের আরও এক বছর ছাড় দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে । বলা হয়েছে, 2019-2020 শিক্ষাবর্ষের মধ্যে 3.26 NAAC স্কোর অর্জন করার মুচলেকা দিয়েছিল যে সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং 2020 সালের 29 ফেব্রুয়ারি পর্যন্ত NAAC-এর কাছে আবেদন করেছে , তারা 2020-2021 শিক্ষাবর্ষ পর্যন্ত ওপেন এবং দূরশিক্ষা ব্যবস্থা চালিয়ে যেতে পারবে ।

রাজ্যে দূরশিক্ষা ব্যবস্থায় সবথেকে বেশি পড়ুয়া রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । এই মাধ্যমে প্রতি বছর 20-22 হাজার পড়ুয়া ভরতি হয় এই বিশ্ববিদ্যালয়ে । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি বলেন, "এই বছরের জন্য আইনে সংশোধন আনা হয়েছে । এটা খুবই আনন্দের খবর । ডিসট্যান্স এডুকেশন বিউরো (DEB) নিশ্চিতভাবে একটি বিজ্ঞপ্তি জারি করবে একটা পোর্টাল খোলার জন্য । যেখানে বিশ্ববিদ্যালয়গুলি দূরশিক্ষায় ছাত্র ভরতি করার জন্য প্রয়োজনীয় অনুমতি পেতে উপযুক্ত নথি-সহ আবেদন করতে পারবে । তারা আমাদের অনুমতি দিলেই আমরা ভরতি প্রক্রিয়া শুরু করে দিতে পারব । যদিও এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় লাগবে।" রবীন্দ্রভারতী ছাড়া বর্ধমান, উত্তরবঙ্গ, কল্যাণী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও দূরশিক্ষা ব্যবস্থা রয়েছে ।

তবে, ছাত্র ভরতিকে কেন্দ্র করে অনিশ্চয়তা কিছুটা কাটলেও দূরশিক্ষা ব্যবস্থায় চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নেওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে । কারণ, এখনও চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নিয়ে DEB-র তরফে কোনও নির্দেশিকা আসেনি । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন , "আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির মতো মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে আলোচনা করব এবং পরীক্ষা নেওয়া নিয়ে সিদ্ধান্ত নেব ।"

কলকাতা , 12 সেপ্টেম্বর : 3.26 নয় , 3.01 NAAC রেটিং থাকলেই দূরশিক্ষা ব্যবস্থা চালিয়ে যাওয়ার জন্য আবেদন করা যাবে ৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্যের দূরশিক্ষা ব্যবস্থা থাকা বিশ্ববিদ্যালয়গুলি।

2018 সালে দূরশিক্ষা সংক্রান্ত বিধি 2017 সংশোধন করে নতুন বিধি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৷ যেখানে স্পষ্ট ভাবে বলা ছিল , দূরশিক্ষার জন্য যেকোনও বিশ্ববিদ্যালয়ের NAAC-এর মূল্যায়নে ন্যূনতম 3.26 রেটিং থাকতে হবে ৷ কিন্তু, পশ্চিমবঙ্গের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা থাকলেও, পর্যাপ্ত রেটিং ছিল না । তাই ওই বিশ্ববিদ্যালয়গুলিতে 2018-19 শিক্ষাবর্ষে দূরশিক্ষা ব্যবস্থা হারানোর আশঙ্কা ঘনিয়ে এসেছিল ৷ সেই সময় বন্ধ হয়ে গেছিল দূরশিক্ষা ব্যবস্থায় ভরতি প্রক্রিয়াও । রাজ্যের রবীন্দ্রভারতী , কল্যাণী , বিদ্যাসাগর , বর্ধমান ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষার বিভিন্ন কোর্স করানো হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শর্ত কেউই পূরণ করতে পারেনি । পরে রাজ্যের তরফে দিল্লিতে গিয়ে আবেদনের ভিত্তিতে দুই বছরের জন্য দূরশিক্ষা ব্যবস্থা চালিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছিল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি ‌। দফায় দফায় আবেদনের ভিত্তিতে মিলেছিল দূরশিক্ষার বিভিন্ন কোর্সে ছাত্র ভরতির ছাড়পত্র ।

সেই সময়ে পাওয়া ছাড়পত্রের মেয়াদ 2020-21 শিক্ষাবর্ষে ফুরিয়ে যাচ্ছিল । বহুদিন ধরেই দূরশিক্ষা ব্যবস্থা নিয়ে তাই অনিশ্চয়তায় সম্মুখীন ছিল বিশ্ববিদ্যালয়গুলি । 2020-2021 শিক্ষাবর্ষে তারা আদেও ছাত্র ভরতি করতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা । অবশেষে দূরশিক্ষা চালিয়ে যাওয়ার নিয়ম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিছুটা শিথিল করায় খানিকটা স্বস্তি পেল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি । সম্প্রতি গেজেট বিজ্ঞপ্তি জারি করে UGC জানিয়েছে , NAAC-এ 4-এর মধ্যে 3.01 স্কোর থাকলে বা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে (NIRF) প্রথম 100টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিগত দুটি সাইকেলে অন্তত একবার জায়গা পেলে যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান ওপেন বুক এবং দূরশিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোর্স অফার করার জন্য আবেদন করতে পারবে । তবে , NAAC স্কোর এবং NIRF ব়্যাঙ্কিংয়ের এই মাপকাঠি 2020-2021 শিক্ষাবর্ষ অর্থাৎ, 2020 সালের জুলাই মাস থেকে 2021 সালের জানুয়ারি সেশন পর্যন্ত বৈধ বলে গণ্য করা হবে । 2021-2022 শিক্ষাবর্ষের জন্য 2021 সালের জুলাই মাস থেকে আবার পর্যালোচনা করবে UGC । এছাড়া, 2019-2020 শিক্ষাবর্ষ পর্যন্ত দূরশিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোর্স অফার করার জন্য 3.26 NAAC স্কোর অর্জন করার মুচলেকা দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে অনুমোদন পেয়েছিল যে সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, তাদের আরও এক বছর ছাড় দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে । বলা হয়েছে, 2019-2020 শিক্ষাবর্ষের মধ্যে 3.26 NAAC স্কোর অর্জন করার মুচলেকা দিয়েছিল যে সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং 2020 সালের 29 ফেব্রুয়ারি পর্যন্ত NAAC-এর কাছে আবেদন করেছে , তারা 2020-2021 শিক্ষাবর্ষ পর্যন্ত ওপেন এবং দূরশিক্ষা ব্যবস্থা চালিয়ে যেতে পারবে ।

রাজ্যে দূরশিক্ষা ব্যবস্থায় সবথেকে বেশি পড়ুয়া রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । এই মাধ্যমে প্রতি বছর 20-22 হাজার পড়ুয়া ভরতি হয় এই বিশ্ববিদ্যালয়ে । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি বলেন, "এই বছরের জন্য আইনে সংশোধন আনা হয়েছে । এটা খুবই আনন্দের খবর । ডিসট্যান্স এডুকেশন বিউরো (DEB) নিশ্চিতভাবে একটি বিজ্ঞপ্তি জারি করবে একটা পোর্টাল খোলার জন্য । যেখানে বিশ্ববিদ্যালয়গুলি দূরশিক্ষায় ছাত্র ভরতি করার জন্য প্রয়োজনীয় অনুমতি পেতে উপযুক্ত নথি-সহ আবেদন করতে পারবে । তারা আমাদের অনুমতি দিলেই আমরা ভরতি প্রক্রিয়া শুরু করে দিতে পারব । যদিও এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় লাগবে।" রবীন্দ্রভারতী ছাড়া বর্ধমান, উত্তরবঙ্গ, কল্যাণী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও দূরশিক্ষা ব্যবস্থা রয়েছে ।

তবে, ছাত্র ভরতিকে কেন্দ্র করে অনিশ্চয়তা কিছুটা কাটলেও দূরশিক্ষা ব্যবস্থায় চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নেওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে । কারণ, এখনও চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নিয়ে DEB-র তরফে কোনও নির্দেশিকা আসেনি । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন , "আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির মতো মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে আলোচনা করব এবং পরীক্ষা নেওয়া নিয়ে সিদ্ধান্ত নেব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.