কলকাতা, 8 নভেম্বর : মেডিকেল, ডেন্টাল এবং আয়ুষের স্নাতকস্তরে এবছর ভরতির জন্য NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) UG 2020-র কোয়ালিফাইড প্রার্থীদের কাউন্সেলিং শুরু হচ্ছে 9 নভেম্বর থেকে । COVID-19 পরিস্থিতির জেরে এবছর অনলাইনে হবে এই কাউন্সেলিং ।
2020 বর্ষে এ রাজ্যে মেডিকেল, ডেন্টাল এবং আয়ুষের স্নাতকস্তরে ভরতির জন্য NEET UG 2020-র কোয়ালিফাইড প্রার্থীদের কাউন্সেলিং 9 নভেম্বর থেকে শুরু হচ্ছে ৷ এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য় স্বাস্থ্য় দপ্তর ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মেডিকেল, ডেন্টাল এবং আয়ুষের স্নাতকস্তরে রাজ্যের কোটা, প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটা অথবা NRI কোটার আসনের পাশাপাশি আয়ুষের ক্ষেত্রে প্রাইভেট কলেজ সেন্ট্রাল কোটার আসনে কাউন্সেলিং শুরু হচ্ছে সোমবার থেকেই । অনলাইনে চলবে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া । এই কাউন্সেলিং চলবে 9 নভেম্বর দুপুর 12টা থেকে 12 নভেম্বর রাত 11:59 মিনিট পর্যন্ত । এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাউন্সেলিংয়ের রাউন্ড ওয়ানের ফলাফল প্রকাশ করা হবে আগামী 16 নভেম্বর সন্ধে ছ‘টার পরে । 17 নভেম্বর সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত NRI প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে স্বাস্থ্যভবনে। পরের রাউন্ডের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, এই বিষয়ে ওয়েবসাইটে (www.wbmcc.nic.in) জানিয়ে দেওয়া হবে। এই কাউন্সেলিং সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্যেও www.wbmcc.nic.in, এই ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে ।
কাল থেকে শুরু মেডিকেল, ডেন্টাল, আয়ুষের স্নাতকে NEET কাউন্সেলিং - COVID-19
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মেডিকেল, ডেন্টাল এবং আয়ুষের স্নাতকস্তরে রাজ্যের কোটা, প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটা অথবা NRI কোটার আসনের পাশাপাশি আয়ুষের ক্ষেত্রে প্রাইভেট কলেজ সেন্ট্রাল কোটার আসনে কাউন্সেলিং শুরু হচ্ছে সোমবার থেকেই । অনলাইনে চলবে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া ।
![কাল থেকে শুরু মেডিকেল, ডেন্টাল, আয়ুষের স্নাতকে NEET কাউন্সেলিং ug_medical_dental_ayush_2020_counseling_from_november_9_for_neet_qualified](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9477941-153-9477941-1604837927531.jpg?imwidth=3840)
কলকাতা, 8 নভেম্বর : মেডিকেল, ডেন্টাল এবং আয়ুষের স্নাতকস্তরে এবছর ভরতির জন্য NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) UG 2020-র কোয়ালিফাইড প্রার্থীদের কাউন্সেলিং শুরু হচ্ছে 9 নভেম্বর থেকে । COVID-19 পরিস্থিতির জেরে এবছর অনলাইনে হবে এই কাউন্সেলিং ।
2020 বর্ষে এ রাজ্যে মেডিকেল, ডেন্টাল এবং আয়ুষের স্নাতকস্তরে ভরতির জন্য NEET UG 2020-র কোয়ালিফাইড প্রার্থীদের কাউন্সেলিং 9 নভেম্বর থেকে শুরু হচ্ছে ৷ এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য় স্বাস্থ্য় দপ্তর ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মেডিকেল, ডেন্টাল এবং আয়ুষের স্নাতকস্তরে রাজ্যের কোটা, প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটা অথবা NRI কোটার আসনের পাশাপাশি আয়ুষের ক্ষেত্রে প্রাইভেট কলেজ সেন্ট্রাল কোটার আসনে কাউন্সেলিং শুরু হচ্ছে সোমবার থেকেই । অনলাইনে চলবে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া । এই কাউন্সেলিং চলবে 9 নভেম্বর দুপুর 12টা থেকে 12 নভেম্বর রাত 11:59 মিনিট পর্যন্ত । এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাউন্সেলিংয়ের রাউন্ড ওয়ানের ফলাফল প্রকাশ করা হবে আগামী 16 নভেম্বর সন্ধে ছ‘টার পরে । 17 নভেম্বর সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত NRI প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে স্বাস্থ্যভবনে। পরের রাউন্ডের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, এই বিষয়ে ওয়েবসাইটে (www.wbmcc.nic.in) জানিয়ে দেওয়া হবে। এই কাউন্সেলিং সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্যেও www.wbmcc.nic.in, এই ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে ।