ETV Bharat / state

ফের বউবাজারে ভেঙে পড়ল ক্ষতিগ্রস্ত বাড়ি - kmda

বউবাজারে ফের ভেঙে পড়ল ক্ষতিগ্রস্ত একটি বাড়ি ৷ আজ সকালে ৮ নম্বর স্যাঁকরা পাড়া লেনের তিনতলা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷

ভেঙে পড়া ক্ষতিগ্রস্ত বাড়ি
author img

By

Published : Sep 9, 2019, 10:57 AM IST

Updated : Sep 9, 2019, 12:44 PM IST

কলকাতা, ৯ সেপ্টেম্বর : বউবাজারে ভেঙে পড়ল আরও একটি বাড়ি । ৮ নম্বর স্যাঁকরা পাড়া লেনের তিনতলা বাড়িটি ভেঙে পড়ে । আজ সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ পুরো বাড়িটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । বাড়ি ভাঙার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে সেন পরিবার । ঘটনাস্থানে মোতায়েন রয়েছে কলকাতা পুলিশ, দমকল ও পৌরনিগমের কর্মীরা ।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য বউবাজার এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরেছে ৷ এই বাড়িও মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয় ৷ ওই বাড়িতে ফাটল দেখা দেওয়ার পরই সেটা খালি করে দেওয়া হয় ৷ মালপত্র সমেত বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । তাই এই ঘটনার জেরে কেউ হতাহত হয়নি ৷ তবে ওই এলাকায় নতুন করে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷

ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা পৌরনিগম । আজ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির ভেঙে ফেলা কাজ শুরু হবে । পাঁচটি বাড়িকে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

ক্ষতিগ্রস্তের বক্তব্য

এই বাড়ির কর্ত্রী জানিয়েছেন, দেড়শো বছরের পুরনো বাড়ি হলেও তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হত । চলতি বছরের জুলাইয়ে বাড়িটি সম্পূর্ণ মেরামতি করা হয়েছিল । কলকাতা পৌরনিগমের তরফ থেকেও কখনও বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়নি । বাড়িটির যা ক্ষতি হয়েছে তা সম্পূর্ণভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি । সেই সঙ্গে জানিয়েছেন, ওঁর মেয়ে এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী । বই খাতা পরীক্ষার অ্যাডমিট কার্ড সবই রয়ে গেছে বাড়ির ভিতরে । কী ভাবে মেয়ে পরীক্ষা দেবে এখন সেই চিন্তায় কান্নায় ভেঙে পড়েন তিনি । দেড়শো বছরের ঐতিহ্যশালী এই বাড়ির অনেক মূল্যবান জিনিসপত্র ছিল । যা কিছুই উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন তিনি । কারণ বাড়িটি মেট্রো প্রকল্পের কাজের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেট্রোরেল কর্তৃপক্ষ বাড়িটিকে বিপজ্জনক বাড়ি বলে চিহ্নিত করে । বাড়ির বাসিন্দাদের প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করার জন্য ভিতরে প্রবেশের অনুমতি দেয়নি বলেও জানিয়েছেন তিনি । আগামীদিনে কোথায় থাকবেন, কী করে চলবে এই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে।

বউবাজার মেট্রোর কাজের জন্য ইতিমধ্যেই একাধিক বাড়ি ভেঙে পড়ায় সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনাস্থানে আগে থেকেই মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের বাহিনী ও ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ৷ সেইসঙ্গে পৌরনিগমের কর্মীরা ঘটনাস্থানে রয়েছেন ৷ ওই এলাকার ফাটলের জেরে বাড়ি ভেঙে পড়া রুখতে আগে থেকেই ব্যবস্থা নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ এর আগে দুর্গা পিতুরি লেনে বাড়িটি ভেঙে পড়ে । ওই বাড়িটিতেও ফাটল ধরেছিল ৷ ওই এলাকার মাটির নিচে মেট্রোর টানেল তৈরির জেরে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে ৷ আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷

কলকাতা, ৯ সেপ্টেম্বর : বউবাজারে ভেঙে পড়ল আরও একটি বাড়ি । ৮ নম্বর স্যাঁকরা পাড়া লেনের তিনতলা বাড়িটি ভেঙে পড়ে । আজ সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ পুরো বাড়িটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । বাড়ি ভাঙার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে সেন পরিবার । ঘটনাস্থানে মোতায়েন রয়েছে কলকাতা পুলিশ, দমকল ও পৌরনিগমের কর্মীরা ।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য বউবাজার এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরেছে ৷ এই বাড়িও মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয় ৷ ওই বাড়িতে ফাটল দেখা দেওয়ার পরই সেটা খালি করে দেওয়া হয় ৷ মালপত্র সমেত বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । তাই এই ঘটনার জেরে কেউ হতাহত হয়নি ৷ তবে ওই এলাকায় নতুন করে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷

ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা পৌরনিগম । আজ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির ভেঙে ফেলা কাজ শুরু হবে । পাঁচটি বাড়িকে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

ক্ষতিগ্রস্তের বক্তব্য

এই বাড়ির কর্ত্রী জানিয়েছেন, দেড়শো বছরের পুরনো বাড়ি হলেও তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হত । চলতি বছরের জুলাইয়ে বাড়িটি সম্পূর্ণ মেরামতি করা হয়েছিল । কলকাতা পৌরনিগমের তরফ থেকেও কখনও বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়নি । বাড়িটির যা ক্ষতি হয়েছে তা সম্পূর্ণভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি । সেই সঙ্গে জানিয়েছেন, ওঁর মেয়ে এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী । বই খাতা পরীক্ষার অ্যাডমিট কার্ড সবই রয়ে গেছে বাড়ির ভিতরে । কী ভাবে মেয়ে পরীক্ষা দেবে এখন সেই চিন্তায় কান্নায় ভেঙে পড়েন তিনি । দেড়শো বছরের ঐতিহ্যশালী এই বাড়ির অনেক মূল্যবান জিনিসপত্র ছিল । যা কিছুই উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন তিনি । কারণ বাড়িটি মেট্রো প্রকল্পের কাজের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেট্রোরেল কর্তৃপক্ষ বাড়িটিকে বিপজ্জনক বাড়ি বলে চিহ্নিত করে । বাড়ির বাসিন্দাদের প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করার জন্য ভিতরে প্রবেশের অনুমতি দেয়নি বলেও জানিয়েছেন তিনি । আগামীদিনে কোথায় থাকবেন, কী করে চলবে এই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে।

বউবাজার মেট্রোর কাজের জন্য ইতিমধ্যেই একাধিক বাড়ি ভেঙে পড়ায় সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনাস্থানে আগে থেকেই মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের বাহিনী ও ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ৷ সেইসঙ্গে পৌরনিগমের কর্মীরা ঘটনাস্থানে রয়েছেন ৷ ওই এলাকার ফাটলের জেরে বাড়ি ভেঙে পড়া রুখতে আগে থেকেই ব্যবস্থা নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ এর আগে দুর্গা পিতুরি লেনে বাড়িটি ভেঙে পড়ে । ওই বাড়িটিতেও ফাটল ধরেছিল ৷ ওই এলাকার মাটির নিচে মেট্রোর টানেল তৈরির জেরে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে ৷ আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷

Intro:আজ সকালে 9:50 নাগাদ আবার একটি ক্ষতিগ্রস্থ বাড়ি ভেঙে পড়ে। আট নম্বর স্যাকরা পাড়া লেনের ক্ষতিগ্রস্ত বাড়ীতে আজ সকালে ধুর মুড়িয়ে ভেঙে পড়ে ‌। সম্পূর্ণরূপে ধুলিস্যাৎ হয়েছে বাড়িটি। এর আগে বাসিন্দাদের উৎখাত করা হয়েছিল এই বাড়ি থেকে। পরে অনুমতি দিয়ে মাল উদ্ধার করে এই বাড়ির বাসিন্দারা। বাড়ি ভেঙে পড়ায় কান্নায় ভেঙে পড়েছে সেন পরিবার। নতুন করে বাড়ি ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।Body:আগেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনীর দমকল পুর নিগমের কর্মীরা।ক্ষতিগ্রস্ত বাড়ি গুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা। আজ থেকে ক্ষতিগ্রস্ত বাড়ি গুলির ভেঙে ফেলা কাজ শুরু করবে কলকাতা পুরো নিগাম। পাঁচটি বাড়িকে বিপদজনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই বাড়িগুলোকে ভেঙে ফেলার কাজ শুরু হবে আজ থেকে।Conclusion:
Last Updated : Sep 9, 2019, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.