ETV Bharat / state

BJP OBC Morcha: ওবিসি মোর্চার রাজ্য কমিটির দুই সদস্যের নাম ঘোষণা বিজেপির - বিজেপির ওবিসি মোর্চা

ওবিসি মোর্চার রাজ্য কমিটির দুই সদস্যের নাম ঘোষণা করল বিজেপি ৷ তাঁরা হলেন প্রিয়াঙ্কা হলোধর ও বলরাম সাউ ৷ সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়েছে তাঁদের ৷

BJP OBC Morcha
বিজেপির ওবিসি মোর্চা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 2:40 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: বিজেপির ওবিসি মোর্চার রাজ্য কমিটির দুটি পদ ফাঁকা ছিল ৷ এবার সেই দুটি পদে সদস্যদের নাম ঘোষণা করা হল ভারতীয় জনতা পার্টির তরফে । ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস জানিয়েছেন, একটি ফাঁকা পদে এসেছেন প্রিয়াঙ্কা হলোধর এবং আর একটি পদে নিয়োগ করা হয়েছে বলরাম সাউকে । তাঁরা দু'জনেই সেক্রেটারি বা সম্পাদকের দ্বায়িত্ব পালন করবেন । বর্তমানে ওবিসি মোর্চার সভাপতি ছাড়াও সহ-সভাপতি রয়েছেন সাতজন ৷ সাধারণ সম্পাদক রয়েছেন তিনজন ৷ সম্পাদক বা সেক্রেটারির পদ সংখ্যা বেড়ে দাঁড়াল সাত ৷ একজন কোষাধক্ষ ও একজন অফিস সেক্রেটারি এবং তিনজন সোশাল মিডিয়া ইনচার্জ রয়েছেন ।

BJP OBC Morcha
ওবিসি মোর্চার রাজ্য কমিটির দুই সদস্যের নাম ঘোষণা বিজেপির

আগামী বছরেই লোকসভা নির্বাচন । তাই লোকসভা নির্বাচনকে এখন পাখির চোখ করে এগোচ্ছে বঙ্গ বিজেপি । ফলে সাংগঠনিকভাবে একেবারে নীচু থেকে উপর কোনও স্তরে ফাঁক রাখতে নারাজ নেতৃত্ব । শিকড় শক্ত করতে তাই আদিবাসী থেকে শুরু করে তপশিলি জাতি উপজাতি এবং ওবিসি সর্বত্রই গুরুত্ব আরও বাড়ানো হচ্ছে । ইতিমধ্যেই লোকসভার কাজে কোমড় বেধে নেমে পড়েছে সবকটি মোর্চা ।

প্রতিটি বড় নির্বাচন যেমন বিধানসভা এবং লোকসভার আগে এভাবেই কেন্দ্রীয় ও রাজ্য স্তরে সবকটি মোর্চাকে ঢেলে সাজানো হয় । বিজেপির পক্ষ থেকে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে একাধিক কমিটি এবং মোর্চার ক্ষেত্রে একাধিক রদবদল লক্ষ্য করা যায় । তপশিলি জাতি উপজাতি এবং ওবিসির ক্ষেত্রে অনগ্রসর মানুষদের মোর্চার জায়গা করে দেওয়া হয় ৷ যাতে তারা নিজেদের মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারে । আদিবাসী তপশিলি জাতি এবং উপজাতিদের প্রতিনিধিত্ব বাড়িয়ে বিভিন্নস্তরের মানুষকে মোর্চায় কাজে লাগানো হয় । ঠিক একইভাবে মোর্চা এবং বিভিন্ন কমিটিতে মহিলাদের প্রতিনিধিত্বের উপরেও অনেক বেশি জোর দেওয়া হয় । ওয়াকিবহল মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতে চায় বিজেপি ।

আরও পড়ুন: লোকসভার আগে সংগঠনকে মজবুত করার নিদান নাড্ডার

ভোটের আগে সম্প্রতি একাধিক রদবদল হয়েছে বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে । অগস্টে রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ কলকাতায় দফায় দফায় বৈঠক করেন তিনি ৷ সেই বৈঠকে রাজ্যে নেতৃত্বকে বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন নাড্ডা ৷ সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদ খুঁইয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ লোকসভা ভোটের আগে বড়সড় রদবদলের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেয় বিজেপি ৷ জেপি নাড্ডা একটি তালিকা প্রকাশ করে এই পরিবর্তনের কথা জানান ৷ তিনি টুইটে নতুন কমিটির নাম ঘোষণা করেন ৷ ওই তালিকায় বাংলা থেকে কেবল অনুপম হাজরার নাম ছিল ৷

কলকাতা, 7 সেপ্টেম্বর: বিজেপির ওবিসি মোর্চার রাজ্য কমিটির দুটি পদ ফাঁকা ছিল ৷ এবার সেই দুটি পদে সদস্যদের নাম ঘোষণা করা হল ভারতীয় জনতা পার্টির তরফে । ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস জানিয়েছেন, একটি ফাঁকা পদে এসেছেন প্রিয়াঙ্কা হলোধর এবং আর একটি পদে নিয়োগ করা হয়েছে বলরাম সাউকে । তাঁরা দু'জনেই সেক্রেটারি বা সম্পাদকের দ্বায়িত্ব পালন করবেন । বর্তমানে ওবিসি মোর্চার সভাপতি ছাড়াও সহ-সভাপতি রয়েছেন সাতজন ৷ সাধারণ সম্পাদক রয়েছেন তিনজন ৷ সম্পাদক বা সেক্রেটারির পদ সংখ্যা বেড়ে দাঁড়াল সাত ৷ একজন কোষাধক্ষ ও একজন অফিস সেক্রেটারি এবং তিনজন সোশাল মিডিয়া ইনচার্জ রয়েছেন ।

BJP OBC Morcha
ওবিসি মোর্চার রাজ্য কমিটির দুই সদস্যের নাম ঘোষণা বিজেপির

আগামী বছরেই লোকসভা নির্বাচন । তাই লোকসভা নির্বাচনকে এখন পাখির চোখ করে এগোচ্ছে বঙ্গ বিজেপি । ফলে সাংগঠনিকভাবে একেবারে নীচু থেকে উপর কোনও স্তরে ফাঁক রাখতে নারাজ নেতৃত্ব । শিকড় শক্ত করতে তাই আদিবাসী থেকে শুরু করে তপশিলি জাতি উপজাতি এবং ওবিসি সর্বত্রই গুরুত্ব আরও বাড়ানো হচ্ছে । ইতিমধ্যেই লোকসভার কাজে কোমড় বেধে নেমে পড়েছে সবকটি মোর্চা ।

প্রতিটি বড় নির্বাচন যেমন বিধানসভা এবং লোকসভার আগে এভাবেই কেন্দ্রীয় ও রাজ্য স্তরে সবকটি মোর্চাকে ঢেলে সাজানো হয় । বিজেপির পক্ষ থেকে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে একাধিক কমিটি এবং মোর্চার ক্ষেত্রে একাধিক রদবদল লক্ষ্য করা যায় । তপশিলি জাতি উপজাতি এবং ওবিসির ক্ষেত্রে অনগ্রসর মানুষদের মোর্চার জায়গা করে দেওয়া হয় ৷ যাতে তারা নিজেদের মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারে । আদিবাসী তপশিলি জাতি এবং উপজাতিদের প্রতিনিধিত্ব বাড়িয়ে বিভিন্নস্তরের মানুষকে মোর্চায় কাজে লাগানো হয় । ঠিক একইভাবে মোর্চা এবং বিভিন্ন কমিটিতে মহিলাদের প্রতিনিধিত্বের উপরেও অনেক বেশি জোর দেওয়া হয় । ওয়াকিবহল মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতে চায় বিজেপি ।

আরও পড়ুন: লোকসভার আগে সংগঠনকে মজবুত করার নিদান নাড্ডার

ভোটের আগে সম্প্রতি একাধিক রদবদল হয়েছে বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে । অগস্টে রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ কলকাতায় দফায় দফায় বৈঠক করেন তিনি ৷ সেই বৈঠকে রাজ্যে নেতৃত্বকে বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন নাড্ডা ৷ সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদ খুঁইয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ লোকসভা ভোটের আগে বড়সড় রদবদলের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেয় বিজেপি ৷ জেপি নাড্ডা একটি তালিকা প্রকাশ করে এই পরিবর্তনের কথা জানান ৷ তিনি টুইটে নতুন কমিটির নাম ঘোষণা করেন ৷ ওই তালিকায় বাংলা থেকে কেবল অনুপম হাজরার নাম ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.