ETV Bharat / state

পঞ্চসায়র খুনে গ্রেপ্তার আরও 2 - Kolkata Police

গতকালের দুই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পঞ্চসায়র খুনের মামলায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ৷

Murder
ছবি
author img

By

Published : Mar 18, 2020, 3:13 PM IST

কলকাতা, 18 মার্চ : পঞ্চসায়রে খুনের মামলায় মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম তারক পাত্র ওরফে প্রেম (28) এবং সুশান্ত কীর্তনীয়া ওরফে ধলু (29)। এদের মধ্যে নব দিগন্ত এলাকার ত্রাস সুশান্তের সঙ্গে এলাকার এক তৃণমূল নেতারও ঘনিষ্ঠতা রয়েছে বলে সূত্র মারফত জানা গেছে ।

গতকাল সন্ধ্যায় এই একই মামলায় অন্য দুই যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের নাম প্রদীপ ধর (38) এবং জয়ন্ত চক্রবর্তী (22)। পুলিশ জানিয়েছে, ওই দুই ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই বাকি দুই অভিযুক্তের হদিস মিলেছে ৷
কার দখলে থাকবে পঞ্চসায়রের নবদিগন্ত এলাকা, তা নিয়ে লড়াই । অভিযোগ, সেই লড়াইয়ের জেরে খুন করা হয় এক যুবককে ৷ মৃতের নাম বিশ্বরূপ দাস । অভিযোগ, বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে পাড়ার মধ্যে খুন করা তাকে । স্থানীয়দের অভিযোগ, এলাকায় সিন্ডিকেট ব্যবসা থেকে শুরু করে মস্তানি, সবকিছু চালায় তারক কীর্তনীয়া, ধলু এবং তাদের দলবল । তাদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠতা আছে বলেও অভিযোগ । সেই দলে একটা সময় ছিল বিশ্বরূপও ।

কলকাতা, 18 মার্চ : পঞ্চসায়রে খুনের মামলায় মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম তারক পাত্র ওরফে প্রেম (28) এবং সুশান্ত কীর্তনীয়া ওরফে ধলু (29)। এদের মধ্যে নব দিগন্ত এলাকার ত্রাস সুশান্তের সঙ্গে এলাকার এক তৃণমূল নেতারও ঘনিষ্ঠতা রয়েছে বলে সূত্র মারফত জানা গেছে ।

গতকাল সন্ধ্যায় এই একই মামলায় অন্য দুই যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের নাম প্রদীপ ধর (38) এবং জয়ন্ত চক্রবর্তী (22)। পুলিশ জানিয়েছে, ওই দুই ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই বাকি দুই অভিযুক্তের হদিস মিলেছে ৷
কার দখলে থাকবে পঞ্চসায়রের নবদিগন্ত এলাকা, তা নিয়ে লড়াই । অভিযোগ, সেই লড়াইয়ের জেরে খুন করা হয় এক যুবককে ৷ মৃতের নাম বিশ্বরূপ দাস । অভিযোগ, বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে পাড়ার মধ্যে খুন করা তাকে । স্থানীয়দের অভিযোগ, এলাকায় সিন্ডিকেট ব্যবসা থেকে শুরু করে মস্তানি, সবকিছু চালায় তারক কীর্তনীয়া, ধলু এবং তাদের দলবল । তাদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠতা আছে বলেও অভিযোগ । সেই দলে একটা সময় ছিল বিশ্বরূপও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.