ETV Bharat / state

NEET-র সর্বভারতীয় মেধাতালিকায় প্রথম 50-এ পশ্চিমবঙ্গের 2 - neet merit list

প্রকাশিত হয়েছে NEET 2020-র ফলাফল । এই প্রবেশিকায় সর্বভারতীয় মেধাতালিকায় প্রথম 50-স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের দু'জন পরীক্ষার্থী । তবে, গত বছরের তুলনায় NEET 2020-তে পশ্চিমবঙ্গের পাশের হার কমেছে ।

ছবি
ছবি
author img

By

Published : Oct 17, 2020, 8:05 AM IST

কলকাতা, 17 অক্টোবর : প্রকাশিত হয়েছে NEET 2020-র ফলাফল । এই প্রবেশিকায় প্রথম 50-এর তালিকায় জায়গা করে নিয়েছেন পশ্চিমবঙ্গের দু'জন । পাশাপাশি, গত বছরের তুলনায় এই বছর বাংলা ভাষায় এই প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্টার হওয়া প্রার্থী সংখ্যা অনেক গুণ বেড়েছে । তবে, গত বছরের তুলনায় NEET 2020-তে পশ্চিমবঙ্গের পাশের হার কমেছে ।

দেশের সকল মেডিকেল প্রতিষ্ঠানে স্নাতক কোর্সে ভরতির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (NEET) পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। চলতি বছর কোরোনা আবহে 2020-র NEET পরীক্ষা 3 মে-র পরিবর্তে 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় । ওইদিন যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে পারেননি সুপ্রিম কোর্টের নির্দেশে 14 অক্টোবর তাঁদের পরীক্ষা নেওয়া হয় । 16 অক্টোবর প্রকাশিত হয় NEET 2020-র ফলাফল । এই প্রবেশিকায় সর্বভারতীয় মেধাতালিকায় প্রথম 50-স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের দু'জন পরীক্ষার্থী । পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছেন বিবেক কুমার । তাঁর সর্বভারতীয় ব়্যাঙ্ক 34 । প্রাপ্ত নম্বর 705 । যা 99.9960496 শতাংশ । একই নম্বর পেয়েছেন সায়ক বিশ্বাস । তাঁর সর্বভারতীয় ব়্যাঙ্ক 44 ।

photo
NEET-এর সর্বভারতীয় মেধাতালিকা প্রকাশ

PwD ক্যাটেগরিতে সেরা দশ মহিলার তালিকাতেও স্থান করে নিয়েছেন পশ্চিমবঙ্গের এক ছাত্রী । উপাসনা পাঁজা নামের ওই পরীক্ষার্থী PwD ক্যাটেগরিতে সেরা দশ মহিলার তালিকায় দশম স্থানে রয়েছেন । NEET 2020-র জন্য পশ্চিমবঙ্গ থেকে 74 হাজার 490 জন রেজিস্টার করেছিলেন । অংশগ্রহণ করেছিলেন 61 হাজার 887 জন । অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন 28 হাজার 93 জন । শতাংশের বিচারে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে 55.75 শতাংশ প্রার্থী সফল হয়েছেন মেডিকেলের অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় । যদিও, গত বছর উত্তীর্ণ হওয়া প্রার্থীদের হার এবছরের থেকে বেশি ছিল । NEET 2019, 62 হাজার 50 জন অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন 36 হাজার 846 জন । শতাংশের বিচারে যা 59.38 শতাংশ । বাংলা ভাষায় এই প্রবেশিকার জন্য 36 হাজার 593 জন প্রার্থী রেজিস্টার করেছিলেন । মোট রেজিস্টার হওয়া প্রার্থীদের বিচারে 2.29 শতাংশ । 2019-এ বাংলা ভাষায় এই প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্টার করেছিলেন 4 হাজার 750 জন। যা মোট রেজিস্টার প্রার্থীদের 0.31 শতাংশ ।

কলকাতা, 17 অক্টোবর : প্রকাশিত হয়েছে NEET 2020-র ফলাফল । এই প্রবেশিকায় প্রথম 50-এর তালিকায় জায়গা করে নিয়েছেন পশ্চিমবঙ্গের দু'জন । পাশাপাশি, গত বছরের তুলনায় এই বছর বাংলা ভাষায় এই প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্টার হওয়া প্রার্থী সংখ্যা অনেক গুণ বেড়েছে । তবে, গত বছরের তুলনায় NEET 2020-তে পশ্চিমবঙ্গের পাশের হার কমেছে ।

দেশের সকল মেডিকেল প্রতিষ্ঠানে স্নাতক কোর্সে ভরতির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (NEET) পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। চলতি বছর কোরোনা আবহে 2020-র NEET পরীক্ষা 3 মে-র পরিবর্তে 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় । ওইদিন যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে পারেননি সুপ্রিম কোর্টের নির্দেশে 14 অক্টোবর তাঁদের পরীক্ষা নেওয়া হয় । 16 অক্টোবর প্রকাশিত হয় NEET 2020-র ফলাফল । এই প্রবেশিকায় সর্বভারতীয় মেধাতালিকায় প্রথম 50-স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের দু'জন পরীক্ষার্থী । পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছেন বিবেক কুমার । তাঁর সর্বভারতীয় ব়্যাঙ্ক 34 । প্রাপ্ত নম্বর 705 । যা 99.9960496 শতাংশ । একই নম্বর পেয়েছেন সায়ক বিশ্বাস । তাঁর সর্বভারতীয় ব়্যাঙ্ক 44 ।

photo
NEET-এর সর্বভারতীয় মেধাতালিকা প্রকাশ

PwD ক্যাটেগরিতে সেরা দশ মহিলার তালিকাতেও স্থান করে নিয়েছেন পশ্চিমবঙ্গের এক ছাত্রী । উপাসনা পাঁজা নামের ওই পরীক্ষার্থী PwD ক্যাটেগরিতে সেরা দশ মহিলার তালিকায় দশম স্থানে রয়েছেন । NEET 2020-র জন্য পশ্চিমবঙ্গ থেকে 74 হাজার 490 জন রেজিস্টার করেছিলেন । অংশগ্রহণ করেছিলেন 61 হাজার 887 জন । অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন 28 হাজার 93 জন । শতাংশের বিচারে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে 55.75 শতাংশ প্রার্থী সফল হয়েছেন মেডিকেলের অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় । যদিও, গত বছর উত্তীর্ণ হওয়া প্রার্থীদের হার এবছরের থেকে বেশি ছিল । NEET 2019, 62 হাজার 50 জন অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন 36 হাজার 846 জন । শতাংশের বিচারে যা 59.38 শতাংশ । বাংলা ভাষায় এই প্রবেশিকার জন্য 36 হাজার 593 জন প্রার্থী রেজিস্টার করেছিলেন । মোট রেজিস্টার হওয়া প্রার্থীদের বিচারে 2.29 শতাংশ । 2019-এ বাংলা ভাষায় এই প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্টার করেছিলেন 4 হাজার 750 জন। যা মোট রেজিস্টার প্রার্থীদের 0.31 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.