ETV Bharat / state

SUV-র সিটের কভার সরাতেই 60 লাখের মাদক, গ্রেপ্তার 2 - 1.5 kg Yaba recovered from Kolkata

গোয়েন্দাদের কাছে খবর ছিল, অসম থেকে এরাজ্যে ঢুকছে পার্টি মাদক । শুরু হয় তল্লাশি । ধূসর রঙের SUV গাড়ির পিছনের সিটের কভারের নিচে থেকে উদ্ধার হয় মাদক । যার বাজারমূল্য 60 লাখ টাকা ৷

উদ্ধার হওয়া মাদক
author img

By

Published : Aug 10, 2019, 6:11 PM IST

কলকাতা, 10 অগাস্ট : সাধারণভাবে ধূসর রঙের গাড়িটি দেখে বোঝার উপায় ছিল না কিছুই । কিন্তু গোয়েন্দাদের কাছে খবর ছিল, অসম থেকে এরাজ্যে ঢুকছে পার্টি মাদক । শুরু হয় তল্লাশি । আর পিছনের সিটের কভার সরাতেই মাদক উদ্ধার হয় ৷ তবে যা খবর ছিল, সংখ্যাটা তার থেকেও বেশি । প্রায় দেড় লাখ ইয়াবা ট্যাবলেট । যার বাজারমূল্য 60 লাখ টাকা ৷

এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । জানা গেছে, ওই মাদক অসম থেকে কলকাতায় আনা হয়েছিল ।

পুলিশ সূত্রে খবর, আজ সকাল আটটা নাগাদ মাহিন্দ্রা SUV 500 মডেলের গাড়িটি আটকানো হয় তপসিয়া সাউথ রোডের হিন্দু কবরস্থানের কাছে । সেই গাড়িতে ছিলেন অসমের দুই ব্যক্তি । 34 বছরের ফারুক আহমেদ এবং 20 বছরের মুসাদ্দিক আলি ওরফে ছোট্টু । প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে কিছুই পাওয়া যায়নি । গাড়িটিতেও প্রথমে তল্লাশি চালিয়ে সেভাবে কিছু চোখে পড়েনি । তবে কী সোর্সের খবর ভুল? সেটাও হওয়ার কথা নয় । ফলে খুঁটিয়ে তল্লাশি চালাতে শুরু করেন STF-এর গোয়েন্দারা । গাড়ির সিটের কভার সরাতেই উদ্ধার হয় 15.699 কেজি ইয়াবা ট্যাবলেট । যার বাজারমূল্য প্রায় 60 লাখ টাকা ।

yaba arrest
ধৃত দুই মাদক পাচারাকারী

কয়েকদিন আগেই দু'জায়গা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের STF । তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর ইয়াবা । তার পর ফের আজ । গোয়েন্দারা জানাচ্ছেন, ইয়াবার উৎপত্তিস্থান থাইল্যান্ড । বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেটের নেশায় পড়ে প্রায় সর্বস্বান্ত । সেদিক থেকে কলকাতাতেও আসছে এই মাদক । ব্যবহার হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে । পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রনে । ইদানিং না কি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় । কখনও আবার এটিকে ব্রাউন সুগার কিংবা হেরোইনে ইনহেল করা হয় । থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারে । সেখান থেকেই ঢুকছে বাংলাদেশে । যা সীমান্ত পেরিয়ে চলে আসছে কলকাতায় । ছড়িয়ে পড়ছে যুবক-যুবতিদের মধ্যে ।

yaba arrest
SUV গাড়িটি

কলকাতা, 10 অগাস্ট : সাধারণভাবে ধূসর রঙের গাড়িটি দেখে বোঝার উপায় ছিল না কিছুই । কিন্তু গোয়েন্দাদের কাছে খবর ছিল, অসম থেকে এরাজ্যে ঢুকছে পার্টি মাদক । শুরু হয় তল্লাশি । আর পিছনের সিটের কভার সরাতেই মাদক উদ্ধার হয় ৷ তবে যা খবর ছিল, সংখ্যাটা তার থেকেও বেশি । প্রায় দেড় লাখ ইয়াবা ট্যাবলেট । যার বাজারমূল্য 60 লাখ টাকা ৷

এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । জানা গেছে, ওই মাদক অসম থেকে কলকাতায় আনা হয়েছিল ।

পুলিশ সূত্রে খবর, আজ সকাল আটটা নাগাদ মাহিন্দ্রা SUV 500 মডেলের গাড়িটি আটকানো হয় তপসিয়া সাউথ রোডের হিন্দু কবরস্থানের কাছে । সেই গাড়িতে ছিলেন অসমের দুই ব্যক্তি । 34 বছরের ফারুক আহমেদ এবং 20 বছরের মুসাদ্দিক আলি ওরফে ছোট্টু । প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে কিছুই পাওয়া যায়নি । গাড়িটিতেও প্রথমে তল্লাশি চালিয়ে সেভাবে কিছু চোখে পড়েনি । তবে কী সোর্সের খবর ভুল? সেটাও হওয়ার কথা নয় । ফলে খুঁটিয়ে তল্লাশি চালাতে শুরু করেন STF-এর গোয়েন্দারা । গাড়ির সিটের কভার সরাতেই উদ্ধার হয় 15.699 কেজি ইয়াবা ট্যাবলেট । যার বাজারমূল্য প্রায় 60 লাখ টাকা ।

yaba arrest
ধৃত দুই মাদক পাচারাকারী

কয়েকদিন আগেই দু'জায়গা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের STF । তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর ইয়াবা । তার পর ফের আজ । গোয়েন্দারা জানাচ্ছেন, ইয়াবার উৎপত্তিস্থান থাইল্যান্ড । বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেটের নেশায় পড়ে প্রায় সর্বস্বান্ত । সেদিক থেকে কলকাতাতেও আসছে এই মাদক । ব্যবহার হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে । পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রনে । ইদানিং না কি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় । কখনও আবার এটিকে ব্রাউন সুগার কিংবা হেরোইনে ইনহেল করা হয় । থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারে । সেখান থেকেই ঢুকছে বাংলাদেশে । যা সীমান্ত পেরিয়ে চলে আসছে কলকাতায় । ছড়িয়ে পড়ছে যুবক-যুবতিদের মধ্যে ।

yaba arrest
SUV গাড়িটি
Intro:কলকাতা, ১০ অগাস্ট: সাধারণভাবে গাড়িটি দেখে বোঝার উপায় ছিল না। কিন্তু গোয়েন্দাদের কাছে খবর ছিল, অসম থেকে এরাজ্যে ঢুকছে পার্টি ড্রাগ। শুরু হয় গাড়ির তল্লাশি। পেছনের সিটের কভার সরাতেই গোয়েন্দাদের চোখ চড়কগাছ। যা খবর ছিল, তার থেকে আরও বেশি মাদক আনা হয়েছে কলকাতায়! প্রায় দেড় লক্ষ পিস ইয়াবা। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স।Body:পুলিশ সূত্রে খবর, আজ সকাল আটটা নাগাদ মাহিন্দ্রা XUV 500 মডেলের গাড়িটি আটকানো হয় তপসিয়া সাউথ রোডের হিন্দু কবরস্থানের কাছে। সেই গাড়িতে ছিলেন অসমের দুই ব্যক্তি। কামরূপের 34 বছরের ফারুক আহমেদ এবং ২০ বছরের মুসাদ্দিক আলি ওরফে ছোট্টু। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে কিছুই পাওয়া যায়নি। পরে গাড়িটি তল্লাশি চালায় পুলিশ। সাদাচোখে কিছুই নেই। তবে কি সোর্সের ইনফর্মেশন ভুল ছিল। সেটাও হওয়ার কথা নয়। এবার গাড়ির সিটের কভার সরাতে শুরু করে গোয়েন্দারা। আর তাতেই পর্দা ফাঁস। উদ্ধার হয় ১৫.৬৯৯ কেজি ইয়াবা ট্যাবলেট। যার বাজারমূল্য প্রায় 60 লাখ টাকা।
Conclusion:কয়েকদিন আগেই দুটি ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। তাদের কাছে উদ্ধার হয়েছিল প্রচুর ইয়াবা। তার পর আজ আবার। গোয়েন্দারা জানাচ্ছেন, ইয়াবার উৎপত্তিস্থল থাইল্যান্ড। বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেট এর নেশায় পড়ে প্রায় সর্বস্বান্ত। সে দিক থেকে কলকাতাতেও আসছে এই মাদক। ব্যবহার হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে। পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন এবং ক্যাফেইনের মিশ্রনে। ইদানিং নাকি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন। মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়। কখনো আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের ইনহেল করা হয়। থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারে। সেখান থেকেই ঢুকছে বাংলাদেশ। তারপর সীমান্ত পেরিয়ে চলে আসছে কলকাতায়। সম্প্রতি কলকাতায় পার্টি ড্রাগ হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ইয়াবা। ক্রমশ ছড়িয়ে পড়ছে যুব সম্প্রদায়ের মধ্যে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.