কলকাতা, 10 অগাস্ট : সাধারণভাবে ধূসর রঙের গাড়িটি দেখে বোঝার উপায় ছিল না কিছুই । কিন্তু গোয়েন্দাদের কাছে খবর ছিল, অসম থেকে এরাজ্যে ঢুকছে পার্টি মাদক । শুরু হয় তল্লাশি । আর পিছনের সিটের কভার সরাতেই মাদক উদ্ধার হয় ৷ তবে যা খবর ছিল, সংখ্যাটা তার থেকেও বেশি । প্রায় দেড় লাখ ইয়াবা ট্যাবলেট । যার বাজারমূল্য 60 লাখ টাকা ৷
এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । জানা গেছে, ওই মাদক অসম থেকে কলকাতায় আনা হয়েছিল ।
পুলিশ সূত্রে খবর, আজ সকাল আটটা নাগাদ মাহিন্দ্রা SUV 500 মডেলের গাড়িটি আটকানো হয় তপসিয়া সাউথ রোডের হিন্দু কবরস্থানের কাছে । সেই গাড়িতে ছিলেন অসমের দুই ব্যক্তি । 34 বছরের ফারুক আহমেদ এবং 20 বছরের মুসাদ্দিক আলি ওরফে ছোট্টু । প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে কিছুই পাওয়া যায়নি । গাড়িটিতেও প্রথমে তল্লাশি চালিয়ে সেভাবে কিছু চোখে পড়েনি । তবে কী সোর্সের খবর ভুল? সেটাও হওয়ার কথা নয় । ফলে খুঁটিয়ে তল্লাশি চালাতে শুরু করেন STF-এর গোয়েন্দারা । গাড়ির সিটের কভার সরাতেই উদ্ধার হয় 15.699 কেজি ইয়াবা ট্যাবলেট । যার বাজারমূল্য প্রায় 60 লাখ টাকা ।
কয়েকদিন আগেই দু'জায়গা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের STF । তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর ইয়াবা । তার পর ফের আজ । গোয়েন্দারা জানাচ্ছেন, ইয়াবার উৎপত্তিস্থান থাইল্যান্ড । বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেটের নেশায় পড়ে প্রায় সর্বস্বান্ত । সেদিক থেকে কলকাতাতেও আসছে এই মাদক । ব্যবহার হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে । পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রনে । ইদানিং না কি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় । কখনও আবার এটিকে ব্রাউন সুগার কিংবা হেরোইনে ইনহেল করা হয় । থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারে । সেখান থেকেই ঢুকছে বাংলাদেশে । যা সীমান্ত পেরিয়ে চলে আসছে কলকাতায় । ছড়িয়ে পড়ছে যুবক-যুবতিদের মধ্যে ।