কলকাতা, 13 জানুয়ারি: নতুন বছরের শুরুতেই ফের দু'দিনের ব্যাংক ধর্মঘটের ডাক (two days bank strike) ৷ আগামী 30 ও 31 জানুয়ারি এই ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলির 9টি সর্বভারতীয় সংগঠনের যৌথমঞ্চ ৷ দেশজোড়া এই ধর্মঘটের ফলে ওই 2 দিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাংকের শাখা ও দফতর (bank strike in January 2023) ৷ প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও ৷ তবে এনইএফটি, আরটিজিএস বা অনলাইন লেনদেনের মতো পরিষেবা স্বাভাবিক থাকবে ৷
দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলির 9টি সর্বভারতীয় সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন এই 2 দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ৷ মূলত যে দাবিগুলিকে সামনে রেখে এই ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে সপ্তাহে 5 দিনের কর্ম দিবস চালু, চলতি পেনশনের পুনর্মূল্যায়ন, পুরনো পেনশন ব্যাবস্থা চালু করা, দ্বিপাক্ষিক বেতন চুক্তির জন্য অবিলম্বে আলাপ আলোচনা শুরু করা ।
এই দাবিগুলো নিয়েই গত কয়েকদিন ধরে মুম্বইতে ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা চলছিল । তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি । তাই শেষ পর্যন্ত ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নেয় সংগঠনগুলি (Bank Strike in India) ৷ আন্দোলনকারীদের দাবি চলতি মাসের 30 ও 31 জানুয়ারি দেশের সমস্ত ব্যাংকের শাখা বন্ধ থাকবে ৷ পাশাপশি টাকা সরবরাহ বন্ধ থাকবে এটিএম গুলিতেও ৷ ফলে এটিএম পরিষেবার উপরও এই ধর্মঘটের প্রভাব পড়বে । তবে ছাড় থাকবে হাসপাতাল,স্টেশনের মতো কিছু জরুরি জায়গার এটিএম পরিষেবায় ।
আরও পড়ুন: টিকিটের দাম 12.59 লাখ ! এমভি গঙ্গা বিলাস নিয়ে 10 তথ্য যা জানা জরুরি
এই ধর্মঘট প্রসঙ্গে ব্যাংক আধিকারিক ও আন্দোলনের নেতা সঞ্জয় দাস বলেন,"নীতি নির্ধারকদের সঙ্গে বিষয়গুলি নিয়ে বহুবার বসা হয়েছে আলোচনায় । কিন্তু আমাদের বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যক্ষেত্রে কিছুই করা হয় না ৷ তাই বাস্তবায়ন না হলে আশ্বাস দিয়ে লাভ নেই । তাই বাধ্য হয়েই ধর্মঘটের ডাক ।" উল্লেখ্য, গত বছর রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের বেসরকারিকরণ ঠেকাতে লাগাতার আন্দোলন চালায় এই সংগঠনগুলি । গত বছর মার্চে ব্যাঙ্ক ধর্মঘটও হয় ৷