ETV Bharat / state

মহেশতলায় ভুয়ো সিমেন্ট ও ওয়াল পুট্টি তৈরির কারখানার হদিস - সিমেন্ট এবং ওয়াল পুট্টি

একটি প্রতিষ্ঠিত কম্পানির লোগো ব্যবহার করে ভেজাল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরি করা হচ্ছিল ওই কারখানায় । জানা গেছে, গ্রাহক পরিষেবা কেন্দ্রে ফোন করে বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা ওই নামী কম্পানির ওয়াল পুট্টি এবং সিমেন্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিল ।

নকল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরির কারখানার হদিস
নকল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরির কারখানার হদিস
author img

By

Published : Nov 8, 2020, 10:39 PM IST

কলকাতা, 8 নভেম্বর : মহেশতলায় হদিস পাওয়া গেল দুটি নকল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরি করার কারখানার । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ পালান ইন্ডাস্ট্রিয়াল এলাকার দুইটি গোডাউনে হানা দেয় ।

একটি প্রতিষ্ঠিত কম্পানির লোগো ব্যবহার করে ভেজাল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরি করা হচ্ছিল ওই কারখানায় । জানা গেছে, গ্রাহক পরিষেবা কেন্দ্রে ফোন করে বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা ওই নামী কম্পানির ওয়াল পুট্টি এবং সিমেন্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিল । তাই ওই সংস্থা নিজেদের মতো করে তদন্ত করে জানতে পারে তাদের নির্দিষ্ট কোনও কারখানায় এই দ্রব্যাদি তৈরি হচ্ছে না ।

সেই মতো তারা বিভিন্ন রিটেল শপগুলিতে গিয়ে জানতে পারে মহেশতলার একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার বেশ কিছু গোডাউন ভাড়া করে তাদের লোগো ব্যবহার করে সিমেন্ট এবং ওয়াল পুটটি তৈরি করা হচ্ছে । পুলিশ ঘটনাস্থল থেকে 9 কর্মীকে আটক করেছে । ওই বেআইনি কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ । এই ধরনের আরও কোনও কারখানা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 8 নভেম্বর : মহেশতলায় হদিস পাওয়া গেল দুটি নকল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরি করার কারখানার । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ পালান ইন্ডাস্ট্রিয়াল এলাকার দুইটি গোডাউনে হানা দেয় ।

একটি প্রতিষ্ঠিত কম্পানির লোগো ব্যবহার করে ভেজাল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরি করা হচ্ছিল ওই কারখানায় । জানা গেছে, গ্রাহক পরিষেবা কেন্দ্রে ফোন করে বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা ওই নামী কম্পানির ওয়াল পুট্টি এবং সিমেন্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিল । তাই ওই সংস্থা নিজেদের মতো করে তদন্ত করে জানতে পারে তাদের নির্দিষ্ট কোনও কারখানায় এই দ্রব্যাদি তৈরি হচ্ছে না ।

সেই মতো তারা বিভিন্ন রিটেল শপগুলিতে গিয়ে জানতে পারে মহেশতলার একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার বেশ কিছু গোডাউন ভাড়া করে তাদের লোগো ব্যবহার করে সিমেন্ট এবং ওয়াল পুটটি তৈরি করা হচ্ছে । পুলিশ ঘটনাস্থল থেকে 9 কর্মীকে আটক করেছে । ওই বেআইনি কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ । এই ধরনের আরও কোনও কারখানা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.