ETV Bharat / state

KMC Ruckus Row: কলকাতা পৌরনিগমের অধিবেশনে হাতাহাতির ঘটনায় আপাতত স্বস্তি দুই কাউন্সিলরের - দুই কাউন্সিলরের হাতাহাতি

KMC Ruckus Row: কলকাতা পৌরনিগমে মাসিক অধিবেশনে হাতাহাতির ঘটনায় আপাতত স্বস্তি মিলল দুই কাউন্সিলর অসীম বসু ও সজল ঘোষের ৷ তাঁদের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানালেন চেয়ারপার্সন মালা রায় ৷

KMC Ruckus Row
কলকাতা পৌরনিগমের অধিবেশনে হাতাহাতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 7:46 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: চলতি মাসে কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে তৃণমূল ও বিজেপি দুই দলের কাউন্সিলরদের মধ্যে হাতাহাতিতে রণক্ষেত্র চেহারা নেয় অধিবেশন কক্ষ । এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে শোকজ করা হয় । সম্প্রতি দুই কাউন্সিলরই চেয়ারপার্সন মালা রায়ের অফিসে শোকজের উত্তর দিয়ে চিঠি জমা দেন । মঙ্গলবার সেই প্রেক্ষিতেই মালা রায় জানান, "দু'জনের উত্তর পেয়েছি । এই মুহূর্তে কোনও কড়া পদক্ষেপ করা হবে না কারও বিরুদ্ধে ।"

চলতি মাসে মাসিক অধিবেশনে বিরোধী কাউন্সিলরদের প্রশ্ন, প্রস্তাব না করা নিয়ে উষ্মা প্রকাশ করেন চেয়ারম্যান মালা রায় । সেই সময় পালটা জবাব দেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ । তারপরই আসন থেকে উঠে এসে তৃণমূল কাউন্সিলর অসীম বসু সজল ঘোষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন । হাতাহাতি শুরু হয়ে যায় দু'জনের মধ্যে । দুই দলের কাউন্সিলরের মধ্যে হাতাহাতির জেরে রণক্ষেত্র হয়ে ওঠে অধিবেশন কক্ষ । এই ঘটনায় দুই কাউন্সিলরকে শোকজ করা হয় । তাঁরা কিছু দিন আগেই তাঁদের জবাব লিখিত ভাবে জমা দেন ।

এ দিন সেই প্রসঙ্গেই মালা রায় জানান, দুই কাউন্সিলর নির্দিষ্ট জবাব দিয়েছেন । তাতে আপাতত তিনি সন্তুষ্ট । পরবর্তী অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন দুই অভিযুক্ত কাউন্সিলর । সাসপেন্ড করার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তা আপাতত করা হচ্ছে না ।

আরও পড়ুন: পৌর অধিবেশনে মারপিট, শোকজ করা হল দুই কাউন্সিলরকে

মালা রায় আরও বলেন, তবে যে ঘটনা ঘটেছিল তা কখনওই কাম্য নয় । কর্পোরেশন হাউসের যে ঐতিহ্য রয়েছে, সেই কথা মাথায় রেখে অধিবেশন কক্ষের ভেতরে যথাযথ আচরণ করা উচিত । অধিবেশন কক্ষের সম্মান বজায় রাখার দায়িত্ব সমস্ত কাউন্সিলরের । আগামী দিনে যাতে নিয়ম মেনে চলা হয়, সে বিষয়ে সমস্ত কাউন্সিলরদের সতর্ক করেন তিনি । আগামীদিনে কাউন্সিলরদের সতর্ক করার জন্য এই শোকজ করা যথেষ্ট বলে মত তাঁর ।

উল্লেখ্য, শোকজের জবাব জমা দিয়ে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "আমি বিশ্বাস করি আমি কোনও দোষ করিনি । তবু আমার জন্য কর্পোরেশনের ঐতিহ্য যদি কোনও ভাবে নষ্ট হয়, তাহলে দুঃখ প্রকাশ করেছি ।" অসীম বসু দাবি করেন, তিনি কারওকে মারেননি । কিন্তু কারও এমন কোনও কথা বলা উচিত নয় যেখানে ধৈর্য্যচ্যুতি ঘটে ।

কলকাতা, 26 সেপ্টেম্বর: চলতি মাসে কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে তৃণমূল ও বিজেপি দুই দলের কাউন্সিলরদের মধ্যে হাতাহাতিতে রণক্ষেত্র চেহারা নেয় অধিবেশন কক্ষ । এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে শোকজ করা হয় । সম্প্রতি দুই কাউন্সিলরই চেয়ারপার্সন মালা রায়ের অফিসে শোকজের উত্তর দিয়ে চিঠি জমা দেন । মঙ্গলবার সেই প্রেক্ষিতেই মালা রায় জানান, "দু'জনের উত্তর পেয়েছি । এই মুহূর্তে কোনও কড়া পদক্ষেপ করা হবে না কারও বিরুদ্ধে ।"

চলতি মাসে মাসিক অধিবেশনে বিরোধী কাউন্সিলরদের প্রশ্ন, প্রস্তাব না করা নিয়ে উষ্মা প্রকাশ করেন চেয়ারম্যান মালা রায় । সেই সময় পালটা জবাব দেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ । তারপরই আসন থেকে উঠে এসে তৃণমূল কাউন্সিলর অসীম বসু সজল ঘোষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন । হাতাহাতি শুরু হয়ে যায় দু'জনের মধ্যে । দুই দলের কাউন্সিলরের মধ্যে হাতাহাতির জেরে রণক্ষেত্র হয়ে ওঠে অধিবেশন কক্ষ । এই ঘটনায় দুই কাউন্সিলরকে শোকজ করা হয় । তাঁরা কিছু দিন আগেই তাঁদের জবাব লিখিত ভাবে জমা দেন ।

এ দিন সেই প্রসঙ্গেই মালা রায় জানান, দুই কাউন্সিলর নির্দিষ্ট জবাব দিয়েছেন । তাতে আপাতত তিনি সন্তুষ্ট । পরবর্তী অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন দুই অভিযুক্ত কাউন্সিলর । সাসপেন্ড করার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তা আপাতত করা হচ্ছে না ।

আরও পড়ুন: পৌর অধিবেশনে মারপিট, শোকজ করা হল দুই কাউন্সিলরকে

মালা রায় আরও বলেন, তবে যে ঘটনা ঘটেছিল তা কখনওই কাম্য নয় । কর্পোরেশন হাউসের যে ঐতিহ্য রয়েছে, সেই কথা মাথায় রেখে অধিবেশন কক্ষের ভেতরে যথাযথ আচরণ করা উচিত । অধিবেশন কক্ষের সম্মান বজায় রাখার দায়িত্ব সমস্ত কাউন্সিলরের । আগামী দিনে যাতে নিয়ম মেনে চলা হয়, সে বিষয়ে সমস্ত কাউন্সিলরদের সতর্ক করেন তিনি । আগামীদিনে কাউন্সিলরদের সতর্ক করার জন্য এই শোকজ করা যথেষ্ট বলে মত তাঁর ।

উল্লেখ্য, শোকজের জবাব জমা দিয়ে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "আমি বিশ্বাস করি আমি কোনও দোষ করিনি । তবু আমার জন্য কর্পোরেশনের ঐতিহ্য যদি কোনও ভাবে নষ্ট হয়, তাহলে দুঃখ প্রকাশ করেছি ।" অসীম বসু দাবি করেন, তিনি কারওকে মারেননি । কিন্তু কারও এমন কোনও কথা বলা উচিত নয় যেখানে ধৈর্য্যচ্যুতি ঘটে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.