ETV Bharat / state

PMAY: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

author img

By

Published : Jan 5, 2023, 8:25 AM IST

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির টাকা ঠিকমতো বণ্টন করছে না রাজ্যে তৃণমূল সরকার ৷ এই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Alleged PMAY Corruption in West Bengal) ৷

Pradhan Mantri Awas Yojana
প্রধানমন্ত্রী আবাস যোজনা

কলকাতা, 5 জানুয়ারি: রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে ৷ তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Pradhan Mantri Awas Yojana) ।

বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে গত বছরের 10 ডিসেম্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন, "পিএমএওয়াই-জি প্রকল্প তৃণমূল কংগ্রেসের দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের নেতারা সমীক্ষকদের (Surveyors) প্রভাবিত করার চেষ্টা করছে, যাতে তাঁদের নাম উপভোক্তাদের তালিকায় ওঠে ৷ তাঁরা যে কোনও উপায়ে এটা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাঁদের মারধর করছেন, যাঁরা তাঁদের এই অনৈতিক নির্দেশ মানছে না ৷"

পিএমএওয়াই দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের (Ministry of Panchayati Raj) দু'টি দল বাংলায় আসছে ৷ দলের এই বঙ্গ সফর নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উচ্চাধিকারিক অনিল কুমার সিংহ রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছেন ৷ দল দু'টিকে প্রয়োজনীয় সব রকম তথ্য দিয়ে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে এই চিঠিতে ৷

  • PMAY-G Scheme has become TMC party's hotbed of corruption. TMC leaders are influencing the Surveyors to enlist their names or those suggested by them in the Beneficiaries' list. They're getting this done by hook or crook & beating up those who don't follow their unethical orders.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আবাস দুর্নীতির প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ, বিডিও অফিসে তালা

নির্দেশিকা অনুসারে এই কেন্দ্রীয় আধিকারিকদের মূলত দু'টি দলে ভাগ করা হয়েছে ৷ প্রতিটি দলেই তিনজন করে প্রতিনিধি থাকছেন ৷ একটি প্রতিনিধি দল যাবে পূর্ব মেদিনীপুর এবং আরেকটি যাবে মালদা ৷ যোগ্য প্রার্থীরা নিয়ম মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত বাড়ি পেয়েছে কি না, তা খতিয়ে দেখবে প্রতিনিধিরা ৷

পূর্ব মেদিনীপুরের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর শৈলেশ কুমার ৷ সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার সুভাষ দ্বিবেদী এবং সচিব অনিল কুমার সিং নিজে ৷ মালদা জেলার প্রতিনিধি দলে থাকছেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শক্তিকান্ত সিংহ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাহাত সিংহ এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরব আহুজা ৷ প্রসঙ্গত ইতিমধ্যে বারে বারে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, এমন অভিযোগ তুলেছে বিজেপি ৷ এই বিষয়ে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা দেখা করেন ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা বিজেপির

কলকাতা, 5 জানুয়ারি: রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে ৷ তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Pradhan Mantri Awas Yojana) ।

বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে গত বছরের 10 ডিসেম্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন, "পিএমএওয়াই-জি প্রকল্প তৃণমূল কংগ্রেসের দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের নেতারা সমীক্ষকদের (Surveyors) প্রভাবিত করার চেষ্টা করছে, যাতে তাঁদের নাম উপভোক্তাদের তালিকায় ওঠে ৷ তাঁরা যে কোনও উপায়ে এটা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাঁদের মারধর করছেন, যাঁরা তাঁদের এই অনৈতিক নির্দেশ মানছে না ৷"

পিএমএওয়াই দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের (Ministry of Panchayati Raj) দু'টি দল বাংলায় আসছে ৷ দলের এই বঙ্গ সফর নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উচ্চাধিকারিক অনিল কুমার সিংহ রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছেন ৷ দল দু'টিকে প্রয়োজনীয় সব রকম তথ্য দিয়ে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে এই চিঠিতে ৷

  • PMAY-G Scheme has become TMC party's hotbed of corruption. TMC leaders are influencing the Surveyors to enlist their names or those suggested by them in the Beneficiaries' list. They're getting this done by hook or crook & beating up those who don't follow their unethical orders.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আবাস দুর্নীতির প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ, বিডিও অফিসে তালা

নির্দেশিকা অনুসারে এই কেন্দ্রীয় আধিকারিকদের মূলত দু'টি দলে ভাগ করা হয়েছে ৷ প্রতিটি দলেই তিনজন করে প্রতিনিধি থাকছেন ৷ একটি প্রতিনিধি দল যাবে পূর্ব মেদিনীপুর এবং আরেকটি যাবে মালদা ৷ যোগ্য প্রার্থীরা নিয়ম মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত বাড়ি পেয়েছে কি না, তা খতিয়ে দেখবে প্রতিনিধিরা ৷

পূর্ব মেদিনীপুরের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর শৈলেশ কুমার ৷ সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার সুভাষ দ্বিবেদী এবং সচিব অনিল কুমার সিং নিজে ৷ মালদা জেলার প্রতিনিধি দলে থাকছেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শক্তিকান্ত সিংহ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাহাত সিংহ এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরব আহুজা ৷ প্রসঙ্গত ইতিমধ্যে বারে বারে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, এমন অভিযোগ তুলেছে বিজেপি ৷ এই বিষয়ে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা দেখা করেন ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.