কলকাতা, 29 নভেম্বর : কালীঘাটে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দুই নাবালক এবং এক যুবকের বিরুদ্ধে ৷ এক নাবালক ও যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
লালবাজার সূত্রে খবর, ঘটনাটি গতকাল দুপুরের ৷ ওই তিনজন কালীঘাট মন্দিরের সামনে থেকে দুই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় ৷ অভিযোগ, অপহরণের পর তাদের নিয়ে যাওয়া হয় আদি গঙ্গার পাশে চণ্ডী আশ্রমে ৷ সেখানে তাদের ধর্ষণ করে তিনজন ৷
ধর্ষণের পর ওই দুই নাবালিকা কালীঘাট থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ৷ তদন্তে নেমে পুলিশ CCTV ফুটেজ খতিয়ে দেখে ৷ দেখা যায়, নাবালিকাদের অভিযোগ সত্যি ৷ ফুটেজ থেকে তিনজনকে চিহ্নিত করে পুলিশ ৷ তারপরই কাজল নামে 23 বছর বয়সি এক যুবক এবং এক নাবালককে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে ঘটনাটি জানার চেষ্টা করছে পুলিশ ৷ নাবালিকা দু'জনের মেডিকেল টেস্টও করা হয়েছে ৷ অভিযুক্ত আর এক নাবালকের খোঁজ চলছে ৷