ETV Bharat / state

Secondary and Higher Secondary Examination : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়নের পদ্ধতি জানিয়ে দেওয়া হল

author img

By

Published : Jun 18, 2021, 5:21 PM IST

নবম এবং দশম শ্রেণির ফলাফলের উপর ভিত্তি করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে পর্ষদ ৷ আজ সাংবাদিক বৈঠকে কীভাবে ফলাফল ঘোষণা করা হবে তা জানিয়ে দিল পর্ষদ ৷ এমনকি এই ভাবে মূল্যায়নে যদি কোনও ছাত্র-ছাত্রী অসন্তুষ্ট হয়, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পরীক্ষা দিতে পারবে সে ৷ উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের ফলাফল ও একাদশ শ্রেণির থিওরির নম্বর নিয়ে তৈরি করা হবে মার্কসিট । এক্ষেত্রেও পরীক্ষায় বসার সুযোগ থাকছে ।

Secondary and Higher Secondary Examination
Secondary and Higher Secondary Examination

কলকাতা, 18 জুন : করোনা প্যানডেমিকের জন্য নেওয়া যায়নি পরীক্ষা ৷ তাহলে কীভাবে হবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন ৷ মাধ্যমিকের উপর ভিত্তি করে উচ্চমাধ্যমিকে ভর্তি হন ছাত্র-ছাত্রীরা ৷ আবার উচ্চমাধ্যমিকের ফলাফলের উপর ভিত্তি করেই হয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ৷ কিন্তু যেখানে পরীক্ষাই হয়নি সেখানে ফলাফল কীভাবে ঘোষণা হবে ? এই নিয়ে হয়েছে বিস্তর আলোচনা ৷ তবে এবার মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক সংসদ একসঙ্গে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল কীভাবে এবছর এই দুই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন হবে ৷

নবম এবং দশম শ্রেণির ফলাফলের উপর ভিত্তি করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে পর্ষদ ৷ আজ সাংবাদিক বৈঠকে কীভাবে ফলাফল ঘোষণা করা হবে তা জানিয়ে দিল পর্ষদ ৷ এমনকি এই ভাবে মূল্যায়নে যদি কোনও ছাত্র-ছাত্রী অসন্তুষ্ট হয়, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পরীক্ষা দিতে পারবে সে ৷ সেক্ষেত্রে তার সেই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে গণ্য হবে ৷ আগের ফলাফল তখন বাতিল করা হবে ৷ নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফল থেকে পঞ্চাশ শতাংশ করে নিয়ে মাধ্যমিকের ফলাফল তৈরি করা হবে ৷

অন্যদিকে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের ফলাফল ও একাদশ শ্রেণির থিওরির নম্বর নিয়ে তৈরি করা হবে মার্কসিট ৷ এক্ষেত্রে 2019 সালের মাধ্যমিকের 40 শতাংশ ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার (থিওরির) 60 শতাংশ নম্বর নিয়ে মার্কসিট তৈরি করা হবে ৷ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 4টি বিষয়ের 40 শতাংশ নেওয়া হবে ৷ এক্ষেত্রেও মূল্যায়নে সস্তুষ্ট না হলে ফের পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা ৷ এবং তাদেরও লিখিত পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে গণ্য করা হবে ৷

আরও পড়ুন : Nandigram Election Petition : নন্দীগ্রাম মামলা কৌশিক চন্দের বেঞ্চে নয়, আবেদন মমতার আইনজীবীর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়টি স্থির করার জন্য রাজ্য সরকার 6 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে । একই সঙ্গে পরীক্ষা নিয়ে সাধারণ মানুষের মত চাওয়া হয় । কমিটির রিপোর্ট এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে এই দুই পরীক্ষা শেষ পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ৷ তবে দুই বোর্ডের তরফেই জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দেওয়া কথা অনুযায়ী জুলাইয়ের মধ্যেই তাঁরা ফলাফল ঘোষণা করতে চায় ৷ তাই 23 জুনের মধ্যে সমস্ত বোর্ড ও স্কুলের থেকে ফলাফল জানাতে বলা হয়েছে ৷

কলকাতা, 18 জুন : করোনা প্যানডেমিকের জন্য নেওয়া যায়নি পরীক্ষা ৷ তাহলে কীভাবে হবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন ৷ মাধ্যমিকের উপর ভিত্তি করে উচ্চমাধ্যমিকে ভর্তি হন ছাত্র-ছাত্রীরা ৷ আবার উচ্চমাধ্যমিকের ফলাফলের উপর ভিত্তি করেই হয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ৷ কিন্তু যেখানে পরীক্ষাই হয়নি সেখানে ফলাফল কীভাবে ঘোষণা হবে ? এই নিয়ে হয়েছে বিস্তর আলোচনা ৷ তবে এবার মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক সংসদ একসঙ্গে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল কীভাবে এবছর এই দুই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন হবে ৷

নবম এবং দশম শ্রেণির ফলাফলের উপর ভিত্তি করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে পর্ষদ ৷ আজ সাংবাদিক বৈঠকে কীভাবে ফলাফল ঘোষণা করা হবে তা জানিয়ে দিল পর্ষদ ৷ এমনকি এই ভাবে মূল্যায়নে যদি কোনও ছাত্র-ছাত্রী অসন্তুষ্ট হয়, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পরীক্ষা দিতে পারবে সে ৷ সেক্ষেত্রে তার সেই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে গণ্য হবে ৷ আগের ফলাফল তখন বাতিল করা হবে ৷ নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফল থেকে পঞ্চাশ শতাংশ করে নিয়ে মাধ্যমিকের ফলাফল তৈরি করা হবে ৷

অন্যদিকে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের ফলাফল ও একাদশ শ্রেণির থিওরির নম্বর নিয়ে তৈরি করা হবে মার্কসিট ৷ এক্ষেত্রে 2019 সালের মাধ্যমিকের 40 শতাংশ ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার (থিওরির) 60 শতাংশ নম্বর নিয়ে মার্কসিট তৈরি করা হবে ৷ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 4টি বিষয়ের 40 শতাংশ নেওয়া হবে ৷ এক্ষেত্রেও মূল্যায়নে সস্তুষ্ট না হলে ফের পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা ৷ এবং তাদেরও লিখিত পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে গণ্য করা হবে ৷

আরও পড়ুন : Nandigram Election Petition : নন্দীগ্রাম মামলা কৌশিক চন্দের বেঞ্চে নয়, আবেদন মমতার আইনজীবীর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়টি স্থির করার জন্য রাজ্য সরকার 6 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে । একই সঙ্গে পরীক্ষা নিয়ে সাধারণ মানুষের মত চাওয়া হয় । কমিটির রিপোর্ট এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে এই দুই পরীক্ষা শেষ পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ৷ তবে দুই বোর্ডের তরফেই জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দেওয়া কথা অনুযায়ী জুলাইয়ের মধ্যেই তাঁরা ফলাফল ঘোষণা করতে চায় ৷ তাই 23 জুনের মধ্যে সমস্ত বোর্ড ও স্কুলের থেকে ফলাফল জানাতে বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.