ETV Bharat / state

বিধায়ক পদে ইস্তফা নিশীথ-জগন্নাথের, বিজেপির আসন সংখ্যা কমে 75 - বিজেপি

বুধবার বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র দিলেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার । সাংসদ পদেই থাকবেন তাঁরা ৷ নিশীথ প্রামাণিক দিনহাটার এবং জগন্নাথ সরকার শান্তিপুরের বিধায়ক পদ ছাড়লেন ৷

নিশীথ প্রামানিক-জগন্নাথ সরকার
নিশীথ প্রামানিক-জগন্নাথ সরকার
author img

By

Published : May 12, 2021, 6:36 PM IST

Updated : May 12, 2021, 7:45 PM IST

কলকাতা, 12 মে : বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির দুই বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার । বুধবার দুই বিধায়ক অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের ইস্তফাপত্র দেন ।

সাংসদ পদেই থাকবেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার । নিশীথ প্রামাণিক দিনহাটার এবং জগন্নাথ সরকার শান্তিপুরের বিধায়ক পদ ছাড়লেন । এদিন বিধানসভায় এসে তাঁদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন । দু'জনেই জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই বিধায়ক পদ ছাড়লেন তাঁরা ৷ বিজেপির এই দুই বিধায়ক ইস্তফা দেওয়ার ফলে রাজ্যে বিধানসভায় বিজেপির আসন 77 থেকে কমে দাঁড়াল 75 । তবে এই দু'টি আসনে ফের উপনির্বাচন হবে ।

বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন নিথীশ প্রামাণিক এবং জগন্নাথ সরকার ৷

রাজনৈতিক মহল সূত্রে খবর, দিনহাট ও শান্তিপুর বিজেপির এই আসন দু'টি ধরে রাখা বিজেপির কাছে চ্যালেঞ্জ হবে । কারণ তৃণমূল কংগ্রেস শাসকদলে থাকায় বিজেপির পক্ষে লড়াইটা কঠিন হবে ।

ইস্তফা দেওয়ার পর নিশীথ বলেন, উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । নির্বাচনের পর যে লাগামহীন সন্ত্রাস হয়েছে তাতে দিনহাটায় উপনির্বাচনে মানুষ বিজেপির পক্ষেই রায় দেবেন ।

আরও পড়ুন: কেন জিতল না বিজেপি ? বিতর্ক-নিন্দায় আলোচনাসভা বাতিল বিশ্বভারতীর

কলকাতা, 12 মে : বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির দুই বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার । বুধবার দুই বিধায়ক অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের ইস্তফাপত্র দেন ।

সাংসদ পদেই থাকবেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার । নিশীথ প্রামাণিক দিনহাটার এবং জগন্নাথ সরকার শান্তিপুরের বিধায়ক পদ ছাড়লেন । এদিন বিধানসভায় এসে তাঁদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন । দু'জনেই জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই বিধায়ক পদ ছাড়লেন তাঁরা ৷ বিজেপির এই দুই বিধায়ক ইস্তফা দেওয়ার ফলে রাজ্যে বিধানসভায় বিজেপির আসন 77 থেকে কমে দাঁড়াল 75 । তবে এই দু'টি আসনে ফের উপনির্বাচন হবে ।

বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন নিথীশ প্রামাণিক এবং জগন্নাথ সরকার ৷

রাজনৈতিক মহল সূত্রে খবর, দিনহাট ও শান্তিপুর বিজেপির এই আসন দু'টি ধরে রাখা বিজেপির কাছে চ্যালেঞ্জ হবে । কারণ তৃণমূল কংগ্রেস শাসকদলে থাকায় বিজেপির পক্ষে লড়াইটা কঠিন হবে ।

ইস্তফা দেওয়ার পর নিশীথ বলেন, উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । নির্বাচনের পর যে লাগামহীন সন্ত্রাস হয়েছে তাতে দিনহাটায় উপনির্বাচনে মানুষ বিজেপির পক্ষেই রায় দেবেন ।

আরও পড়ুন: কেন জিতল না বিজেপি ? বিতর্ক-নিন্দায় আলোচনাসভা বাতিল বিশ্বভারতীর

Last Updated : May 12, 2021, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.