কলকাতা, 26 ডিসেম্বর: বড়দিনের রাতে কলকাতার এক পানশালার কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার, এমনকি তাঁদের খুনের চেষ্টার অভিযোগ উঠল 2 বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ ৷ ধৃতদের নাম সিরাজুল আলম খান এবং নাফুই খান । সম্পর্কে তারা বাবা ও ছেলে বলে জানা গিয়েছে ৷ তারা বাংলাদেশের মনু নগর গাজীপুর এলাকার বাসিন্দা (two Bangladesh nationals arrested by Kolkata Police)।
বড়দিন ও নতুন বছর উপলক্ষে সেজে উঠেছে পার্ক স্ট্রিট, নিউমার্কেট চত্বর ৷ ক্রিসমাসের দিন পার্ক স্ট্রিটের রাস্তায় ও বিভিন্ন পানশালা, রেস্তোরাঁগুলিতেও থাকে অতিরিক্ত ভিড় ৷ এই আনন্দ-উৎসবের মাঝে রবিবার গভীর রাতে ফ্রি স্কুল স্ট্রিটের একটি পানশালায় এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ বড়দিন উপলক্ষে ভারতে এসে কলকাতার ওই পানশালায় গিয়েছিল ওই দুই বাংলাদেশি যুবক (two Bangladesh nationals arrested in Kolkata) ৷
আরও পড়ুন: বড়দিনে কলকাতার গির্জায় ছবি তুলতে গিয়ে অগ্নিদগ্ধ কিশোরী
অভিযোগ, রাত সাড়ে এগারোটা নাগাদ এই দুই বাংলাদেশি যুবক ফ্রি স্কুল স্ট্রিটের একটি পানশালায় মদ্যপান করতে যায়। সেখানেই খাবার সরবরাহকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পানশালার কর্মীদের সঙ্গে তাঁদের বিবাদ শুরু হয় ৷ অভব্য আচরণ শুরু করে ওই দুই বাংলাদেশি যুবক । পানশালার এক কর্মী শংকর রুদ্রকে বেধড়ক মারধর করে তারা । টেবিলে মাথা ঠুকে দেওয়া হয় তাঁর ৷ এমনকি খুন করে দেওয়ার হুমকি দেয় । রক্তাক্ত অবস্থায় ওই কর্মীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Kolkata bar incident)।
এই ঘটনার প্রেক্ষিতে পানশালার তরফ থেকে সুজিত বক্সী নামে এক ব্যক্তি সোমবার দুপুর বারোটা নাগাদ নিউ মার্কেট থানায় (New Market Police Station) অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নিউ মার্কেট থানার পুলিশ ৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । এদিন দুপুর দু'টো নাগাদ ওই দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে নিউ মার্কেট থানার পুলিশ । তাদের জেরা করছেন তদন্তকারীরা ৷
এই ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই ওই দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে, পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানাবে ৷ বিষয়টি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে জানানো হয়েছে ।