ETV Bharat / state

কলকাতায় ২৪ লাখ নগদ সহ গ্রেপ্তার ২

নগদ ১১ লাখ ও ১৩ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হল দুই ব্যক্তিকে। কোথা থেকে তারা ওই টাকা পেল তা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

author img

By

Published : Mar 8, 2019, 1:48 AM IST

গ্রেপ্তার দুই ব্যক্তি

কলকাতা, ৮ মার্চ : লোকসভা ভোটের জন্য শহরে নগদ টাকা ঢুকছে বলে অনুমান কলকাতা পুলিশের। তাই চারিদিকে চালানো হচ্ছে নজরদারি। আর সেই সময়ই নগদ ১১ লাখ ও ১৩ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হল দুই ব্যক্তিকে। ওই টাকার উৎস সম্পর্কে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর।

বড়বাজারের হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট থেকে আটক করা হয় এক ব্যক্তিকে। নাম ঘনশ্যাম বিহুলা। গুজরাতের বাসিন্দা। তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ থেকে নগদ ১১ লাখ টাকা উদ্ধার হয়। পাশাপাশি গতকাল বিকেলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশনের আধিকারিকরা পোস্তা এলাকা থেকে নগদ ১৩ লাখ টাকাসহ রঞ্জন কুমার সিং (পিন্টু) নামে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় ওই টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় দু'জনকেই গ্রেপ্তার করা হয়। বড়বাজারের হাওয়ালা চক্রের সঙ্গে তাদের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের।

কোথা থেকে তারা ওই টাকা পেল তা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশের অনুমান সঠিক হলে হাওয়ালা চক্রের উপর তদন্ত চালানো হবে। টাকাগুলো ভোটের কাজে লাগানোর জন্য আনা হয়েছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।

undefined

কলকাতা, ৮ মার্চ : লোকসভা ভোটের জন্য শহরে নগদ টাকা ঢুকছে বলে অনুমান কলকাতা পুলিশের। তাই চারিদিকে চালানো হচ্ছে নজরদারি। আর সেই সময়ই নগদ ১১ লাখ ও ১৩ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হল দুই ব্যক্তিকে। ওই টাকার উৎস সম্পর্কে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর।

বড়বাজারের হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট থেকে আটক করা হয় এক ব্যক্তিকে। নাম ঘনশ্যাম বিহুলা। গুজরাতের বাসিন্দা। তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ থেকে নগদ ১১ লাখ টাকা উদ্ধার হয়। পাশাপাশি গতকাল বিকেলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশনের আধিকারিকরা পোস্তা এলাকা থেকে নগদ ১৩ লাখ টাকাসহ রঞ্জন কুমার সিং (পিন্টু) নামে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় ওই টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় দু'জনকেই গ্রেপ্তার করা হয়। বড়বাজারের হাওয়ালা চক্রের সঙ্গে তাদের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের।

কোথা থেকে তারা ওই টাকা পেল তা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশের অনুমান সঠিক হলে হাওয়ালা চক্রের উপর তদন্ত চালানো হবে। টাকাগুলো ভোটের কাজে লাগানোর জন্য আনা হয়েছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।

undefined
sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.