ETV Bharat / state

খদ্দের সেজে গয়না চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার 2 - দোকান ভিড় পেলেই হাত সাফাই

দোকান ভিড় পেলেই হাত সাফাই । অথবা অসতর্ক মুহূর্তে গয়না নিয়ে পালানো । এমনই এক চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের ওয়াচ সেকশন । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকেই ।

এই সেই চোর
author img

By

Published : Nov 1, 2019, 3:01 AM IST

কলকাতা, 1 নভেম্বর : শর্ত ছিল দু'টো । সোনার দোকানের একটু ঢিলেঢালা নিরাপত্তা, আর ভিড় । তেমন দোকান দেখলেই ঢুকে পড়ত ওরা দু'জন । তারপর বিক্রেতার অসতর্ক মুহূর্তে হাতসাফাই । এমনই এক চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের ওয়াচ সেকশন । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকেই । উদ্ধার হয়েছে চুরির বেশ কয়েকটি গয়না ।

লালবাজার সূত্রে খবর, গত 9 সেপ্টেম্বর বিবি গঙ্গুলি স্ট্রিটের একটি সোনার দোকানে খদ্দের সেজে অপারেশন চালায় ওই দল । ঘটনায় থানায় দায়ের হয় অভিযোগ । তদন্তে নামে পুলিশ । খতিয়ে দেখা হয় ওই দোকানের CCTV ফুটেজ । সেখানে দেখা যায় চোরে চোরে দুই মাসতুতো ভাই খদ্দের সেজে ঢুকে আংটি হাতে গলিয়ে পালাচ্ছে । এরপর শুরু হয় তাদের খোঁজ । সূত্র মারফত খবর পেয়ে বালি থানা এলাকায় রেইড করে পুলিশ । সেখানে 10 পঞ্চাননতলা রোড থেকে গ্রেপ্তার করা হয় 30 বছরের নির্মাল্য ভাদুড়ি ওরফে রানাকে । তাকে জিজ্ঞাসাবাদ করে নিউ ব্যারাকপুর থানা এলাকায় আবারও রেইড করে পুলিশ । গ্রেপ্তার করা হয় 31 বছরের সুনিল ভর ওরফে বাবুকে । বাবু মাসুন্দার সাগরি রেসিডেন্সিতে থাকে ।

এই দুই হাতসাফাইকারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা মূলত এই কাজই করত । রানার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কয়েকটি সোনার গয়না উদ্ধার করেছে । রিজেন্ট পার্ক, কালীঘাট, গরিয়াহাট থানা এলাকায় কায়দায় চুরি করেছে তারা । আর কোথায় কোথায় তারা ওই কাজ করেছে তা জানার চেষ্টা চলছে । ধৃতদের আদালতে তোলা হলে 1 নভেম্বর অর্থাৎ আজকে পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

কলকাতা, 1 নভেম্বর : শর্ত ছিল দু'টো । সোনার দোকানের একটু ঢিলেঢালা নিরাপত্তা, আর ভিড় । তেমন দোকান দেখলেই ঢুকে পড়ত ওরা দু'জন । তারপর বিক্রেতার অসতর্ক মুহূর্তে হাতসাফাই । এমনই এক চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের ওয়াচ সেকশন । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকেই । উদ্ধার হয়েছে চুরির বেশ কয়েকটি গয়না ।

লালবাজার সূত্রে খবর, গত 9 সেপ্টেম্বর বিবি গঙ্গুলি স্ট্রিটের একটি সোনার দোকানে খদ্দের সেজে অপারেশন চালায় ওই দল । ঘটনায় থানায় দায়ের হয় অভিযোগ । তদন্তে নামে পুলিশ । খতিয়ে দেখা হয় ওই দোকানের CCTV ফুটেজ । সেখানে দেখা যায় চোরে চোরে দুই মাসতুতো ভাই খদ্দের সেজে ঢুকে আংটি হাতে গলিয়ে পালাচ্ছে । এরপর শুরু হয় তাদের খোঁজ । সূত্র মারফত খবর পেয়ে বালি থানা এলাকায় রেইড করে পুলিশ । সেখানে 10 পঞ্চাননতলা রোড থেকে গ্রেপ্তার করা হয় 30 বছরের নির্মাল্য ভাদুড়ি ওরফে রানাকে । তাকে জিজ্ঞাসাবাদ করে নিউ ব্যারাকপুর থানা এলাকায় আবারও রেইড করে পুলিশ । গ্রেপ্তার করা হয় 31 বছরের সুনিল ভর ওরফে বাবুকে । বাবু মাসুন্দার সাগরি রেসিডেন্সিতে থাকে ।

এই দুই হাতসাফাইকারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা মূলত এই কাজই করত । রানার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কয়েকটি সোনার গয়না উদ্ধার করেছে । রিজেন্ট পার্ক, কালীঘাট, গরিয়াহাট থানা এলাকায় কায়দায় চুরি করেছে তারা । আর কোথায় কোথায় তারা ওই কাজ করেছে তা জানার চেষ্টা চলছে । ধৃতদের আদালতে তোলা হলে 1 নভেম্বর অর্থাৎ আজকে পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

Intro:কলকাতা, ৩১ অক্টোবর: শর্ত ছিল দুটো। সোনার দোকানের একটু ঢিলেঢালা নিরাপত্তা, আর ভিড়। তেমন দোকান দেখলেই ঢুকে পড়ত ওরা দুজন। তারপর বিক্রেতার অসতর্ক মুহূর্তে হাতসাফাই। এমনই এক চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের ওয়াচ সেকশন। গ্রেপ্তার করা হয়েছে দু'জনকেই। উদ্ধার হয়েছে চুরির বেশ কয়েকটি গয়না।Body:লালবাজার সূত্রে খবর, গত 9 সেপ্টেম্বর বিবি গঙ্গুলি স্ট্রিটের একটি সোনার দোকানে খদ্দের সেজে অপারেশন চালায় ওই দল। ঘটনায় থানায় দায়ের হয় অভিযোগ। তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় ওই দোকানের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় চোরে চোরে দুই মাসতুতো ভাই খদ্দের সেজে ঢুকে আংটি হাতে গলিয়ে পালাচ্ছে। এরপর শুরু হয় তাদের খোঁজ। সোর্স মারফত খবর পেয়ে বালি থানা এলাকায় রেইড করে পুলিশ। সেখানে 10 পঞ্চাননতলা রোড থেকে গ্রেপ্তার করা হয় 30 বছরের নির্মাল্য ভাদুড়ী ওরফে রানাকে। তাকে জিজ্ঞাসাবাদ করে নিউ ব্যারাকপুর থানা এলাকায় আবারো রেইড করে পুলিশ। গ্রেপ্তার করা হয় 31 বছরের সুনিল ভর ওরফে বাবুকে। বাবু মাসুন্দার সাগরি রেসিডেন্সিতে থাকে।
Conclusion:দুই হাতসাফাইকারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা মূলত এই কাজই করে বেড়াতো। রানার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কয়েকটি সোনার গয়না উদ্ধার করেছে। রিজেন্ট পার্ক, কালীঘাট, গরিয়াহাট থানা এলাকায় কায়দায় চুরি করেছে তারা। আর কোথায় কোথায় তারা ওই কাজ করেছে তা জানার চেষ্টা চলছে। ধৃতদের আদালতে তোলা হলে 1 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।



ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.