ETV Bharat / state

পিকনিক গার্ডেনে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার 2 - molestation

30 জুলাইয়ের ঘটনা । সেদিন রাতে পিকনিক গার্ডেন থার্ড লেনে হাঁটতে বেরিয়েছিল ওই নাবালিকা । সঙ্গে ছিল তার ভাই । তখন প্রায় রাত এগারোটা ৷ হঠাৎই তাদের সামনে দাঁড়ায় একটি স্কুটি । অভিযোগ, ওই স্কুটিতে থাকা দুই যুবক শ্লীলতাহানি করে ওই নাবালিকার । গতরাতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 2, 2019, 9:07 AM IST

কলকাতা, 2 অগাস্ট : রাতের শহরে নিগৃহীত হয়েছিল নাবালিকা । ভাইয়ের সামনে দুই যুবকের শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল তাকে । সেই ঘটনা তৎক্ষণাৎ যাতে সে কাউকে যাতে জানাতে না পারে, তারজন্য ছিনিয়ে নেওয়া হয়েছিল মোবাইল ফোন । ঘটনার পর তিলজলা থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে ওই নাবালিকা । গতরাতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া মোবাইল ফোন ও অপরাধের সময় ব্যবহার করা স্কুটিটি ।

30 জুলাইয়ের ঘটনা । সেদিন রাতে পিকনিক গার্ডেন থার্ড লেনে হাঁটতে বেরিয়েছিল ওই নাবালিকা । সঙ্গে ছিল তার ভাই । তখন প্রায় রাত এগারোটা ৷ হঠাৎই তাদের সামনে দাঁড়ায় একটি স্কুটি । অভিযোগ, ওই স্কুটিতে থাকা দুই যুবক শ্লীলতাহানি করে ওই নাবালিকার । বিপদের খবর সে যাতে কাউকে না দিতে পারে তারজন্য তার হাতে থেকে মোবাইলটিও কেড়ে নিয়ে যায় দুষ্কৃতীরা । ঘটনার পর তিলজলা থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকা ।

ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই ওই চত্বরের CCTV ফুটেজ় খতিয়ে দেখতে শুরু করে । তাতে স্কুটি চেপে দুই যুবককে দেখা যায় ৷ তাদের আটক করে পুলিশ । জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নাম জাকির মোল্লা এবং মহম্মদ সরফরাজ় । দু'জনেরই বয়সই কুড়ি । বাড়ি আশপাশেই । পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

কলকাতা, 2 অগাস্ট : রাতের শহরে নিগৃহীত হয়েছিল নাবালিকা । ভাইয়ের সামনে দুই যুবকের শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল তাকে । সেই ঘটনা তৎক্ষণাৎ যাতে সে কাউকে যাতে জানাতে না পারে, তারজন্য ছিনিয়ে নেওয়া হয়েছিল মোবাইল ফোন । ঘটনার পর তিলজলা থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে ওই নাবালিকা । গতরাতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া মোবাইল ফোন ও অপরাধের সময় ব্যবহার করা স্কুটিটি ।

30 জুলাইয়ের ঘটনা । সেদিন রাতে পিকনিক গার্ডেন থার্ড লেনে হাঁটতে বেরিয়েছিল ওই নাবালিকা । সঙ্গে ছিল তার ভাই । তখন প্রায় রাত এগারোটা ৷ হঠাৎই তাদের সামনে দাঁড়ায় একটি স্কুটি । অভিযোগ, ওই স্কুটিতে থাকা দুই যুবক শ্লীলতাহানি করে ওই নাবালিকার । বিপদের খবর সে যাতে কাউকে না দিতে পারে তারজন্য তার হাতে থেকে মোবাইলটিও কেড়ে নিয়ে যায় দুষ্কৃতীরা । ঘটনার পর তিলজলা থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকা ।

ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই ওই চত্বরের CCTV ফুটেজ় খতিয়ে দেখতে শুরু করে । তাতে স্কুটি চেপে দুই যুবককে দেখা যায় ৷ তাদের আটক করে পুলিশ । জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নাম জাকির মোল্লা এবং মহম্মদ সরফরাজ় । দু'জনেরই বয়সই কুড়ি । বাড়ি আশপাশেই । পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

Intro:কলকাতা, 2 অগাস্ট: রাতের শহরে নিদ্রিত হয়েছিল নাবালিকা। দুই যুবকের শ্লীলতাহানীর শিকার হতে হয়েছিল তাকে। তারপর সেই ঘটনা তৎক্ষণাৎ কাউকে যাতে জানাতে না পারে, সেই উদ্দেশ্যে ছিনিয়ে নেওয়া হয়েছিল মোবাইল ফোন। ভাইয়ের সামনেই। চোখে জল নিয়ে গিয়েছিল তিলজলা থানায়। ওই নাবালিকা দায়ের করেছিল শ্লীলতাহানির অভিযোগ। আজ রাতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। Body:ঘটনা 30 জুলাইয়ের। রাতে পিকনিক গার্ডেন থার্ড লেনে হাঁটতে বেরিয়েছিলেন ওই নাবালিকা। সঙ্গে ছিল ভাই। রাত এগারোটার কিছু বেশি তখন। হঠাৎই তাদের পক্ষে দাঁড়ায় একটি স্কুটার। তারপর শ্লীলতাহানি করা হয় ওই নাবালিকার। অভিযোগ, বিপদের খবর সে যাতে কাউকে না দিতে পারে সেই কারণে তার হাতে থাকা মোবাইল কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর এই তিলজলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকা। তৎক্ষণাৎ তদন্তে নামে পুলিশ।
Conclusion:এই ঘটনার তিলজলা থানায় কেস নম্বর 297/19। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই ওই চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। তাতে স্কুটিতে ছুঁড়ে দেখা যায় দুই যুবককে। তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের নাম জাকির মোল্লা এবং মহম্মদ সারফারাজ। দুজনেরই বয়স কুড়ি বছর। দুজন পাশাপাশি পাড়ার বাসিন্দা। এরপর অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া মোবাইল ফোন। অপরাধের সময় ব্যবহার করা স্কুটি উদ্ধার করেছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.