কলকাতা, 2 অগাস্ট : রাতের শহরে নিগৃহীত হয়েছিল নাবালিকা । ভাইয়ের সামনে দুই যুবকের শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল তাকে । সেই ঘটনা তৎক্ষণাৎ যাতে সে কাউকে যাতে জানাতে না পারে, তারজন্য ছিনিয়ে নেওয়া হয়েছিল মোবাইল ফোন । ঘটনার পর তিলজলা থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে ওই নাবালিকা । গতরাতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া মোবাইল ফোন ও অপরাধের সময় ব্যবহার করা স্কুটিটি ।
30 জুলাইয়ের ঘটনা । সেদিন রাতে পিকনিক গার্ডেন থার্ড লেনে হাঁটতে বেরিয়েছিল ওই নাবালিকা । সঙ্গে ছিল তার ভাই । তখন প্রায় রাত এগারোটা ৷ হঠাৎই তাদের সামনে দাঁড়ায় একটি স্কুটি । অভিযোগ, ওই স্কুটিতে থাকা দুই যুবক শ্লীলতাহানি করে ওই নাবালিকার । বিপদের খবর সে যাতে কাউকে না দিতে পারে তারজন্য তার হাতে থেকে মোবাইলটিও কেড়ে নিয়ে যায় দুষ্কৃতীরা । ঘটনার পর তিলজলা থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকা ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই ওই চত্বরের CCTV ফুটেজ় খতিয়ে দেখতে শুরু করে । তাতে স্কুটি চেপে দুই যুবককে দেখা যায় ৷ তাদের আটক করে পুলিশ । জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নাম জাকির মোল্লা এবং মহম্মদ সরফরাজ় । দু'জনেরই বয়সই কুড়ি । বাড়ি আশপাশেই । পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।