ETV Bharat / state

আমি সরকারের রাবার স্ট্যাম্প বা পোস্ট অফিস নই : রাজ্যপাল - মঙ্গলবার রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন চলতে চলতে বন্ধ হয়ে যায়

আমি সরকারের কোনও রাবার স্ট্যাম্প নই । অথবা আমি কোনও পোস্ট অফিসও নই । মঙ্গলবার এক টুইট বার্তায় একথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর । রাজ্য সরকারের পাঠানো বেশ কিছু বিল রাজ্যপাল স্বাক্ষর না করায় বিধানসভার অধিবেশন বন্ধ পয়ে যায় । এজন্য মঙ্গলবার রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন চলতে চলতে বন্ধ হয়ে যায় ।

Tweets of Jagdip Dhankar
জগদীপ ধনকড়
author img

By

Published : Dec 4, 2019, 9:49 AM IST

Updated : Dec 4, 2019, 10:12 AM IST

কলকাতা, ৪ ডিসেম্বর : আমি সংবিধান মেনে কাজ করি । তাই কাউকে অন্ধভাবে অনুসরণ করি না । আমি সরকারের রাবার স্ট্যাম্প নই । আমি কোনও পোস্ট অফিসও নই । মঙ্গলবার এই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

রাজ্য সরকারের পাঠানো কয়েকটি বিলে রাজ্যপাল স্বাক্ষর করেননি । এর জেরে আজ ও আগামীকাল বিধানসভার অধিবেশন স্থগিত হয়েছে । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন । এভাবে বিধানসভার অধিবেশন স্থগিত হওয়া এক নজিরবিহীন ঘটনা । এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি । তবে বিষয়টি নিয়ে রাজ্যপাল বুধবার টুইট করেছেন ।

  • As Governor I follow the script and tune of the Constitution and cannot blindly take a call. I am neither a rubber-stamp nor a post office. I am obligated to scrutinise the bills in the light of the Constitution and act without delay. Concerned at delay by government on this.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপাল টুইট করেন , " সংবিধানে যে নিয়ম রয়েছে, তার প্রেক্ষিতে আমি বিলগুলি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব । " এদিকে, কার্য বিবরণী না থাকা সত্ত্বেও কেন বিধানসভা অধিবেশন ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস ও বাম বিধায়করা ।

কলকাতা, ৪ ডিসেম্বর : আমি সংবিধান মেনে কাজ করি । তাই কাউকে অন্ধভাবে অনুসরণ করি না । আমি সরকারের রাবার স্ট্যাম্প নই । আমি কোনও পোস্ট অফিসও নই । মঙ্গলবার এই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

রাজ্য সরকারের পাঠানো কয়েকটি বিলে রাজ্যপাল স্বাক্ষর করেননি । এর জেরে আজ ও আগামীকাল বিধানসভার অধিবেশন স্থগিত হয়েছে । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন । এভাবে বিধানসভার অধিবেশন স্থগিত হওয়া এক নজিরবিহীন ঘটনা । এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি । তবে বিষয়টি নিয়ে রাজ্যপাল বুধবার টুইট করেছেন ।

  • As Governor I follow the script and tune of the Constitution and cannot blindly take a call. I am neither a rubber-stamp nor a post office. I am obligated to scrutinise the bills in the light of the Constitution and act without delay. Concerned at delay by government on this.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপাল টুইট করেন , " সংবিধানে যে নিয়ম রয়েছে, তার প্রেক্ষিতে আমি বিলগুলি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব । " এদিকে, কার্য বিবরণী না থাকা সত্ত্বেও কেন বিধানসভা অধিবেশন ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস ও বাম বিধায়করা ।

New Delhi, Dec 04 (ANI): Union Minister for Home Affairs Amit Shah met leaders of North East region to discuss CAB, 2019 at Assam House. Speaking about the meeting with HM Shah, Chief Advise of All Assam Students' Union, Samujjal Bhattacharya said, "He said they're planning to bring Citizenship Amendment Bill as it's good for the country, we said it's bad for Assam and northeast. Movement against the Bill will continue throughout Assam."
Last Updated : Dec 4, 2019, 10:12 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.