ETV Bharat / state

ভার কমাতে কলকাতার ফ্লাইওভারগুলি থেকে ট্রামলাইন তুলে দেওয়ার সিদ্ধান্ত - ট্রামলাইনে বাড়ছে ব্রিজের ভার

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ট্রাম চলাচলে বিঘ্ন হতে পারে । তবে সেতু বাঁচাতে এই সিদ্ধান্ত নিতেই হচ্ছে নবান্নকে ।

Trum line
ট্রামলাইন
author img

By

Published : Jul 12, 2020, 3:51 AM IST

কলকাতা, 12 জুলাই : শিয়ালদা এবং বেলগাছিয়া ব্রিজের ক্ষেত্রে বিশেষজ্ঞ দল আগেই দিয়েছিল পরামর্শ । ট্রামলাইন থাকার কারণে বেড়ে যাচ্ছে ব্রিজের ভার । জীর্ণ সেতুর উপর দিয়ে ট্রাম চলাচল করলে তাতে কম্পন হয় বেশি । যা ব্রিজের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই সব মিলিয়েই কলকাতা শহরের সবকটি সেতুর উপর থেকে ট্রামলাইন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল । পূর্তদপ্তর সূত্রে এই খবর পাওয়া গেছে ।

বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার অন্যতম কারণ ট্রাম চলাচল । টালা ব্রিজের ক্ষেত্রেও অত্যন্ত ক্ষতি করেছে ট্রামলাইন। এখনও পর্যন্ত কলকাতার বেলগাছিয়া ব্রিজ, শিয়ালদা ব্রিজ, অরবিন্দ সেতু ও কালীঘাট সেতুতে রয়েছে ট্রামলাইন । পূর্ত দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই বেলগাছিয়া ব্রিজের উপর থেকে ট্রামলাইন তুলে ফেলার কাজ শুরু হয়েছে । দ্রুত শিয়ালদা এবং অরবিন্দ সেতুর উপর থেকেও লাইন তুলে ফেলার কাজ শুরু হবে । তবে খিদিরপুর ক‍্যানাল ব্রিজের মতো যে কয়েকটি ক্যানাল সেতুর উপর দিয়ে ট্রামলাইন গেছে, সেগুলি আপাতত তোলা হবে না । ঠিক হয়েছে শুধুমাত্র উড়ালপুলের উপর থেকে ট্রামলাইন তুলে ফেলা হবে ।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ট্রাম চলাচল অনেকটাই বিঘ্নিত হবে । কিন্তু সেতু বাঁচাতে রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত নিতেই হচ্ছে । ঠিক হয়েছে, এখন থেকে শুধুমাত্র মাটির উপর দিয়েই চলবে ট্রাম । নতুন করে তৈরি হওয়া মাজেরহাট ব্রিজ কিংবা টালা ব্রিজের উপর আর ট্রামলাইন বসানো হবে না । এক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক রাজ্য । রাজ্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ট্রামলাইন সরিয়ে দেওয়ার । সেই সুপারিশ নিয়ে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, কমিটির রিপোর্ট অনুযায়ী কাজ হচ্ছে। যা যা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে । অর্থাৎ ট্রামলাইন সেতুর উপর থেকে সরিয়ে দেওয়ার যে পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি, তাতে সিলমোহর দিচ্ছে রাজ্য ।

কলকাতা, 12 জুলাই : শিয়ালদা এবং বেলগাছিয়া ব্রিজের ক্ষেত্রে বিশেষজ্ঞ দল আগেই দিয়েছিল পরামর্শ । ট্রামলাইন থাকার কারণে বেড়ে যাচ্ছে ব্রিজের ভার । জীর্ণ সেতুর উপর দিয়ে ট্রাম চলাচল করলে তাতে কম্পন হয় বেশি । যা ব্রিজের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই সব মিলিয়েই কলকাতা শহরের সবকটি সেতুর উপর থেকে ট্রামলাইন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল । পূর্তদপ্তর সূত্রে এই খবর পাওয়া গেছে ।

বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার অন্যতম কারণ ট্রাম চলাচল । টালা ব্রিজের ক্ষেত্রেও অত্যন্ত ক্ষতি করেছে ট্রামলাইন। এখনও পর্যন্ত কলকাতার বেলগাছিয়া ব্রিজ, শিয়ালদা ব্রিজ, অরবিন্দ সেতু ও কালীঘাট সেতুতে রয়েছে ট্রামলাইন । পূর্ত দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই বেলগাছিয়া ব্রিজের উপর থেকে ট্রামলাইন তুলে ফেলার কাজ শুরু হয়েছে । দ্রুত শিয়ালদা এবং অরবিন্দ সেতুর উপর থেকেও লাইন তুলে ফেলার কাজ শুরু হবে । তবে খিদিরপুর ক‍্যানাল ব্রিজের মতো যে কয়েকটি ক্যানাল সেতুর উপর দিয়ে ট্রামলাইন গেছে, সেগুলি আপাতত তোলা হবে না । ঠিক হয়েছে শুধুমাত্র উড়ালপুলের উপর থেকে ট্রামলাইন তুলে ফেলা হবে ।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ট্রাম চলাচল অনেকটাই বিঘ্নিত হবে । কিন্তু সেতু বাঁচাতে রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত নিতেই হচ্ছে । ঠিক হয়েছে, এখন থেকে শুধুমাত্র মাটির উপর দিয়েই চলবে ট্রাম । নতুন করে তৈরি হওয়া মাজেরহাট ব্রিজ কিংবা টালা ব্রিজের উপর আর ট্রামলাইন বসানো হবে না । এক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক রাজ্য । রাজ্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ট্রামলাইন সরিয়ে দেওয়ার । সেই সুপারিশ নিয়ে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, কমিটির রিপোর্ট অনুযায়ী কাজ হচ্ছে। যা যা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে । অর্থাৎ ট্রামলাইন সেতুর উপর থেকে সরিয়ে দেওয়ার যে পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি, তাতে সিলমোহর দিচ্ছে রাজ্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.