ETV Bharat / state

ওভারলোড বন্ধের দাবি এবার রাজ্যপালের দ্বারস্থ ট্রাক সংগঠনগুলি - Overloading of trucks in Bengal

অভিযোগ, মুখ্যমন্ত্রী ও অন্যান্য দপ্তরগুলিতে একাধিকবার চিঠি দিয়েও কোনও সুরাহা হয়নি । তাই এবার নিজেদের দাবি-দাওয়া নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে ট্রাক মালিক সংগঠনগুলি ।

Truck unions to meet Jagdeep Dhankhar
ফাইল ছবি
author img

By

Published : Dec 26, 2020, 10:41 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর : রাজ্যে ট্রাকের ওভারলোড জিইয়ে রাখা ও এক্সেল লোড চালু না করার জন্য এবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল ট্রাক সংগঠনগুলি । এর পিছনে পুলিশে যে উপরি আমদানি রয়েছে বলেও অভিযোগ তাদের । দীর্ঘ দিনের এই অভিযোগ ও দাবিদাওয়া নিয়ে এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হতে চলেছে ট্রাক মালিক সংগঠনগুলি ।

পণ্যবাহী ট্রাক ও লরির ক্ষেত্রে সেফ এক্সেল লোড চালু করা, লোডিং পয়েন্ট থেকে ওভারলোড-সহ আরও বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে বহুদিনই বিভিন্ন মহলে ট্রাক সংগঠনগুলি সরব হচ্ছিল । অভিযোগ, বারবার বলার পরেও প্রশাসনের তরফে কোনও আমল দেওয়া হয়নি । তাই এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হতে চলেছে ট্রাক মালিক সংগঠনগুলি । 30 ডিসেম্বর দুপুর 3টের সময় রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে স্বারকলিপিও জমা দেবেন তারা ।

ট্রাক মালিকদের মূল দাবিগুলি হল, ভারত সরকারের মোটর ভেইকেলসের নতুন সেফ এক্সেল লোড চালু করতে হবে । পুলিশি অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে । ওভারলোড বন্ধ করতে হবে । এছাড়াও ট্রাক মালিকদের উপর বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের অনৈতিক জুলুম, যাকে প্যাড পার্টি বলা হয় তা বন্ধ করতে হবে ।

আরও পড়ুন : পুলিশি জুলুমের প্রতিবাদে 72 ঘণ্টার ধর্মঘটে ডাক ট্রাক অ্যাসোসিয়েশনের

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন যে, "আজ যদি ওভারলোড বন্ধ করে এক্সেল লোড চালু থাকত তাহলে হয়ত ছোটো এবং মাঝারি ট্রাকগুলি মাজেরহাট ব্রিজ দিয়ে যাতায়াতের সুবিধা নিতে পারত । কিন্তু অত্যাধিক ওভারলোডের ফলে রাস্তা ও সেতুগুলি নষ্ট হয়ে যাচ্ছে । তাই কোনও রকম ঝুঁকি নিতে চায়নি প্রশাসন । রাজ্যে ওভারলোড বন্ধ না হওয়ার একটা বড় কারণ হল, এটি বন্ধ হলে বহু পুলিশের অনেক উপরি উপার্জন বন্ধ হয়ে যাবে । তাই সেই উপার্জনকে চালু রাখতে ওভারলোডের মত একটি ব্যাধিকে জিইয়ে রাখছে সরকার ।"

এই ক্ষেত্রে তিনি মাঝেরহাট ব্রিজের উদাহরণ টেনে বলেন যে, "কেন্দ্র সরকারের তরফে 25 শতাংশ সেফ এক্সেল লোডের অনুমতি দেওয়া হলেও আমাদের রাজ্যে তা এখনও চালু হল না । এর আগেও এই একই ইশুতে বিভিন্ন সময় ধর্মঘট করেছে ট্রাক সংগঠনগুলি । বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য দপ্তরগুলিতে চিঠিও দেওয়া হয়েছে । চাক্কা জ্যাম করা হয়েছে । তবে কোনও সুরাহা মেলেনি । ওভারলোডের ফলে প্রচুর সংখ্যক গাড়ি বসে রয়েছে। তাই এবার আমরা রাজ্যপালের কাছে যেতে বাধ্য হচ্ছি ।"

কলকাতা, 26 ডিসেম্বর : রাজ্যে ট্রাকের ওভারলোড জিইয়ে রাখা ও এক্সেল লোড চালু না করার জন্য এবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল ট্রাক সংগঠনগুলি । এর পিছনে পুলিশে যে উপরি আমদানি রয়েছে বলেও অভিযোগ তাদের । দীর্ঘ দিনের এই অভিযোগ ও দাবিদাওয়া নিয়ে এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হতে চলেছে ট্রাক মালিক সংগঠনগুলি ।

পণ্যবাহী ট্রাক ও লরির ক্ষেত্রে সেফ এক্সেল লোড চালু করা, লোডিং পয়েন্ট থেকে ওভারলোড-সহ আরও বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে বহুদিনই বিভিন্ন মহলে ট্রাক সংগঠনগুলি সরব হচ্ছিল । অভিযোগ, বারবার বলার পরেও প্রশাসনের তরফে কোনও আমল দেওয়া হয়নি । তাই এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হতে চলেছে ট্রাক মালিক সংগঠনগুলি । 30 ডিসেম্বর দুপুর 3টের সময় রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে স্বারকলিপিও জমা দেবেন তারা ।

ট্রাক মালিকদের মূল দাবিগুলি হল, ভারত সরকারের মোটর ভেইকেলসের নতুন সেফ এক্সেল লোড চালু করতে হবে । পুলিশি অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে । ওভারলোড বন্ধ করতে হবে । এছাড়াও ট্রাক মালিকদের উপর বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের অনৈতিক জুলুম, যাকে প্যাড পার্টি বলা হয় তা বন্ধ করতে হবে ।

আরও পড়ুন : পুলিশি জুলুমের প্রতিবাদে 72 ঘণ্টার ধর্মঘটে ডাক ট্রাক অ্যাসোসিয়েশনের

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন যে, "আজ যদি ওভারলোড বন্ধ করে এক্সেল লোড চালু থাকত তাহলে হয়ত ছোটো এবং মাঝারি ট্রাকগুলি মাজেরহাট ব্রিজ দিয়ে যাতায়াতের সুবিধা নিতে পারত । কিন্তু অত্যাধিক ওভারলোডের ফলে রাস্তা ও সেতুগুলি নষ্ট হয়ে যাচ্ছে । তাই কোনও রকম ঝুঁকি নিতে চায়নি প্রশাসন । রাজ্যে ওভারলোড বন্ধ না হওয়ার একটা বড় কারণ হল, এটি বন্ধ হলে বহু পুলিশের অনেক উপরি উপার্জন বন্ধ হয়ে যাবে । তাই সেই উপার্জনকে চালু রাখতে ওভারলোডের মত একটি ব্যাধিকে জিইয়ে রাখছে সরকার ।"

এই ক্ষেত্রে তিনি মাঝেরহাট ব্রিজের উদাহরণ টেনে বলেন যে, "কেন্দ্র সরকারের তরফে 25 শতাংশ সেফ এক্সেল লোডের অনুমতি দেওয়া হলেও আমাদের রাজ্যে তা এখনও চালু হল না । এর আগেও এই একই ইশুতে বিভিন্ন সময় ধর্মঘট করেছে ট্রাক সংগঠনগুলি । বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য দপ্তরগুলিতে চিঠিও দেওয়া হয়েছে । চাক্কা জ্যাম করা হয়েছে । তবে কোনও সুরাহা মেলেনি । ওভারলোডের ফলে প্রচুর সংখ্যক গাড়ি বসে রয়েছে। তাই এবার আমরা রাজ্যপালের কাছে যেতে বাধ্য হচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.