ETV Bharat / state

Abhishek Banerjee : ভয় পেয়েই ত্রিপুরায় অভিষেকের পদযাত্রা রুখতে মরিয়া বিজেপি, তোপ কুণালের

ভয় পেয়েই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পদযাত্রা রুখতে মরিয়া বিজেপি ৷ ত্রিপুরা পুলিশ (Tripura police) অভিষেকের পদযাত্রায় অনুমতি না-দেওয়ায় এই ভাষাতেই বিল্পব দেবের (Biplab Deb) সরকারকে একহাত নিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)৷

Tripura police does not give permission to abhishek banerjees road show as bjp scared, says kunal ghosh
ভয় পেয়েই ত্রিপুরায় অভিষেকের পদযাত্রা রুখতে মরিয়া বিজেপি, তোপ কুণালের
author img

By

Published : Sep 13, 2021, 6:17 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পদযাত্রায় অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ (Tripura police)৷ 15 অর্থাৎ আগামী বুধবার অভিষেক পদযাত্রার জন্য পুলিশের অনুমতি চেয়েছিল ৷ কিন্তু সেই একই দিনে একই রুটে অন্য রাজনৈতিক দলের কর্মসুচি রয়েছে বলে জানিয়ে তৃণমূলের পদযাত্রায় অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ ৷ বিপ্লব দেবের (Biplab Deb) সরকার ভয় পেয়েছে বলেই এই নিষেধাজ্ঞা বলে তোপ দেগেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)৷ তিনি জানিয়েছেন, বুধবারের বদলে আগামী বৃহস্পতিবার পুর্বঘোষিত রুটেই হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদযাত্রা ৷

নিয়ম অনুযায়ী কর্মসুচির তিন দিন আগে আগরতলায় পদযাত্রা করার অনুমতি চেয়ে ত্রিপুরা পুলিশকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগামী বুধবার দুপুর দুটোয় পদযাত্রা করতে চেয়েছিলেন তিনি ৷ কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ৷ ত্রিপুরা পুলিশের দাবি, আগরতলা শহরজুড়ে ওই একই দিনে ও একই সময়ে অন্য একটি রাজনৈতিক দলের মিছিলের কর্মসুচি রয়েছে ৷ তাই আইনশৃঙ্খলা ও সুরক্ষার কথা মাথায় রেখে তৃণমূলের পদযাত্রায় অনুমতি দেওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন: Dada ke Bolo : ত্রিপুরায় বিজেপির ‘দাদাকে বলো’, কটাক্ষ তৃণমূলের

বিজেপি ভয় পেয়েছে বলেই অভিষেকের পদযাত্রার অনুমতি দেয়নি বলে তোপ দেগেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তিনি টুইটে ত্রিপুরা পুলিশের চিঠিটি তুলে ধরে লিখেছেন, "অভিষেককে ভয় পেয়ে ত্রিপুরা পুলিশের 15/9 নিষেধাজ্ঞার চিঠি । কাণ্ড দেখুন । একবার লিখছে, অন্য দলকে একই রুটে অনুমতি । আরেকবার লিখছে, গোটা আগরতলা শহরেই অন্য দলকে অনুমতি । রাজনৈতিক নির্দেশে নাটক সাজালে এমনই অসঙ্গতি হয় ।"

  • অভিষেককে ভয় পেয়ে ত্রিপুরা পুলিশের 15/9 নিষেধাজ্ঞার চিঠি।
    কান্ড দেখুন।
    একবার লিখছে, অন্য দলকে একই রুটে অনুমতি।
    আরেকবার লিখছে, গোটা আগরতলা শহরেই অন্য দলকে অনুমতি।
    রাজনৈতিক নির্দেশে নাটক সাজালে এমনই অসঙ্গতি হয়। pic.twitter.com/yh1K035S1K

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tripura-TMC : ত্রিপুরায় বিজেপিকে আড়াআড়ি ভেঙে কি নীরবে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ?

কুণাল পরে জানান যে, পদযাত্রা হচ্ছে ৷ তবে 15 তারিখ অনুমতি না-পাওয়ায়, তা হচ্ছে তার পরের দিন ৷ টুইটে তিনি লিখেছেন, "আগরতলায় অভিষেকের পদযাত্রা 15/9-এর বদলে 16/9 হবে । পূর্বঘোষিত রুটেই হবে । চিঠি জমা পড়ে গিয়েছে । 15/9 পদযাত্রা আটকাতে বিজেপি নানা চক্রান্ত করেছে । এ সব করে অভিষেক এবং তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না । ওরা অভিষেককে ভয় পাচ্ছে ।"

  • আগরতলায় @abhishekaitc র পদযাত্রা
    15/9-এর বদলে 16/9 হবে।
    পূর্বঘোষিত রুটেই হবে।
    চিঠি জমা পড়ে গিয়েছে।
    15/9 পদযাত্রা আটকাতে বিজেপি নানা চক্রান্ত করেছে। এসব করে অভিষেক এবং @AITCofficial কে আটকানো যাবে না।
    ওরা অভিষেককে ভয় পাচ্ছে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Tripura-TMC : ত্রিপুরায় বিজেপিকে আড়াআড়ি ভেঙে কি নীরবে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ?

অভিষেকের পদযাত্রার প্রস্তুতির জন্য রবিবার আগরতলায় বৈঠক করেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা ৷ গত 2 মাসে এই নিয়ে তৃতীয়বার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 13 সেপ্টেম্বর : আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পদযাত্রায় অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ (Tripura police)৷ 15 অর্থাৎ আগামী বুধবার অভিষেক পদযাত্রার জন্য পুলিশের অনুমতি চেয়েছিল ৷ কিন্তু সেই একই দিনে একই রুটে অন্য রাজনৈতিক দলের কর্মসুচি রয়েছে বলে জানিয়ে তৃণমূলের পদযাত্রায় অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ ৷ বিপ্লব দেবের (Biplab Deb) সরকার ভয় পেয়েছে বলেই এই নিষেধাজ্ঞা বলে তোপ দেগেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)৷ তিনি জানিয়েছেন, বুধবারের বদলে আগামী বৃহস্পতিবার পুর্বঘোষিত রুটেই হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদযাত্রা ৷

নিয়ম অনুযায়ী কর্মসুচির তিন দিন আগে আগরতলায় পদযাত্রা করার অনুমতি চেয়ে ত্রিপুরা পুলিশকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগামী বুধবার দুপুর দুটোয় পদযাত্রা করতে চেয়েছিলেন তিনি ৷ কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ৷ ত্রিপুরা পুলিশের দাবি, আগরতলা শহরজুড়ে ওই একই দিনে ও একই সময়ে অন্য একটি রাজনৈতিক দলের মিছিলের কর্মসুচি রয়েছে ৷ তাই আইনশৃঙ্খলা ও সুরক্ষার কথা মাথায় রেখে তৃণমূলের পদযাত্রায় অনুমতি দেওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন: Dada ke Bolo : ত্রিপুরায় বিজেপির ‘দাদাকে বলো’, কটাক্ষ তৃণমূলের

বিজেপি ভয় পেয়েছে বলেই অভিষেকের পদযাত্রার অনুমতি দেয়নি বলে তোপ দেগেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তিনি টুইটে ত্রিপুরা পুলিশের চিঠিটি তুলে ধরে লিখেছেন, "অভিষেককে ভয় পেয়ে ত্রিপুরা পুলিশের 15/9 নিষেধাজ্ঞার চিঠি । কাণ্ড দেখুন । একবার লিখছে, অন্য দলকে একই রুটে অনুমতি । আরেকবার লিখছে, গোটা আগরতলা শহরেই অন্য দলকে অনুমতি । রাজনৈতিক নির্দেশে নাটক সাজালে এমনই অসঙ্গতি হয় ।"

  • অভিষেককে ভয় পেয়ে ত্রিপুরা পুলিশের 15/9 নিষেধাজ্ঞার চিঠি।
    কান্ড দেখুন।
    একবার লিখছে, অন্য দলকে একই রুটে অনুমতি।
    আরেকবার লিখছে, গোটা আগরতলা শহরেই অন্য দলকে অনুমতি।
    রাজনৈতিক নির্দেশে নাটক সাজালে এমনই অসঙ্গতি হয়। pic.twitter.com/yh1K035S1K

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tripura-TMC : ত্রিপুরায় বিজেপিকে আড়াআড়ি ভেঙে কি নীরবে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ?

কুণাল পরে জানান যে, পদযাত্রা হচ্ছে ৷ তবে 15 তারিখ অনুমতি না-পাওয়ায়, তা হচ্ছে তার পরের দিন ৷ টুইটে তিনি লিখেছেন, "আগরতলায় অভিষেকের পদযাত্রা 15/9-এর বদলে 16/9 হবে । পূর্বঘোষিত রুটেই হবে । চিঠি জমা পড়ে গিয়েছে । 15/9 পদযাত্রা আটকাতে বিজেপি নানা চক্রান্ত করেছে । এ সব করে অভিষেক এবং তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না । ওরা অভিষেককে ভয় পাচ্ছে ।"

  • আগরতলায় @abhishekaitc র পদযাত্রা
    15/9-এর বদলে 16/9 হবে।
    পূর্বঘোষিত রুটেই হবে।
    চিঠি জমা পড়ে গিয়েছে।
    15/9 পদযাত্রা আটকাতে বিজেপি নানা চক্রান্ত করেছে। এসব করে অভিষেক এবং @AITCofficial কে আটকানো যাবে না।
    ওরা অভিষেককে ভয় পাচ্ছে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Tripura-TMC : ত্রিপুরায় বিজেপিকে আড়াআড়ি ভেঙে কি নীরবে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ?

অভিষেকের পদযাত্রার প্রস্তুতির জন্য রবিবার আগরতলায় বৈঠক করেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা ৷ গত 2 মাসে এই নিয়ে তৃতীয়বার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.