কলকাতা, 8 অক্টোবর: নির্বাচনী প্রচারে তারকা দিয়ে প্রচার এখন রাজনীতির ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ৷ তারকা প্রচারে পিছিয়ে নেই শাসক-বিরোধী কোনও পক্ষই ৷ দুর্গাপুজো মিটলেই চলতি মাসের শেষে রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ 30 অক্টোবর উপনির্বাচন রয়েছে দিনহাটা, শান্তিপুর, খড়দা এবং গোসাবায়। ইতিমধ্যেই এই 4 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে শাসকদল তৃণমূল ৷ আজ এই 4 কেন্দ্রে তারকা প্রচারকের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস ৷
এই তালিকায় 20 জনের নাম প্রকাশ করেছে। তাতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি থাকছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সৌগত রায়, কুণাল ঘোষ এবং সায়নী ঘোষরা।
আরও পড়ুন: বসিরহাটে তৃণমূল নেতাকে কুপিয়ে, গুলি করে খুন
বরাবরই বিভিন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারে তারকা মুখের উপিস্থিতি থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি এই তারকা প্রচারকের তালিকায় অবশ্যই থাকছেন জুন মালিয়া, দেব, শতাব্দী রায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অদিতি মুন্সি ও মনোজ তিওয়ারির মতো তারকারা। শাসকদের পাশাপাশি রাজ্যের বিরোধী দল বিজেপি এই উপনির্বাচনে প্রচারে 7 কেন্দ্রীয় মন্ত্রীকে এনে নির্বাচনী চমক দিতে চাইছে।