ETV Bharat / state

অভিষেকের ভালো কাজে বিজেপির এত জ্বালা কেন, প্রশ্ন তুলছে তৃণমূল - অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

Trinmaool Congress: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের তরফে বার্ধক্য ভাতা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ৷ এই নিয়ে মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে পালটা তোপ দাগল তৃণমূল কংগ্রেস ৷ বাংলার শাসক দলের প্রশ্ন, অভিষেকের ভালো কাজে বিজেপির এত জ্বালা কেন ?

Trinmaool Congress
Trinmaool Congress
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 6:05 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নিজ উদ্য়োগে বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু করেছেন সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে আয়কর দফতরের কাছে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই নিয়ে মঙ্গলবার বিরোধীদের পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেস ৷ অভিষেকের মানবিক কাজে বিজেপির গাত্রদাহ কেন হচ্ছে, সেই প্রশ্নই তুলেছে বাংলার শাসক দল ৷

উল্লেখ্য, এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে সরকারি ভাবে বার্ধক্য ভাতা যাঁরা পাবেন না, তাঁদের তিনি নিজ উদ্যোগে টাকা দেবেন ৷ গত রবিবার থেকে সেই কাজ শুরু হয়েছে ৷ আর এই নিয়েই আয়কর দফতরে নালিশ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার বিরোধী দলনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর পালটা সাংবাদিক সম্মেলন করে এর জবাব দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।

এ দিন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ । তাঁদের দাবি, ভারতীয় দণ্ডবিধির 171-এর বি ধারার অপব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার ছক কষা হয়েছে । এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে মানবিক কাজেও বাধা দেওয়ার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল । একই সঙ্গে তাঁদের ব্যাখ্যা, যেহেতু যাবতীয় সাহায্য চেকের মাধ্যমে করা হয়েছে, তাই যেখানেই অভিযোগ করা হোক না কেন, বিরোধী দলনেতার অভিযোগ ধোপে টিকবে না ।

এ দিন কুণাল ঘোষ বলেন, ‘‘76 হাজার 120 জন প্রবীণ মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন অভিষেক । কেন্দ্রের অসহযোগিতার জন্য সাধারণ মানুষ যেখানে অসুবিধায় রয়েছেন, সেখানে অভিষেক ডায়মন্ড হারবার মডেলের মাধ্যমে দেখালেন কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত ভালো কাজ করছে ৷ প্রত্যেকটা প্রকল্পে প্রথম-দ্বিতীয় পুরস্কার পাচ্ছে, এই অবস্থায় কেন্দ্র রাজ্যের টাকা ব্লক করে দিয়েছে । আর সেই টাকা আটকে দেওয়ার ফলে সাধারণ মানুষের পেটে হাত পড়ছে । ওরা তো আসলে বাংলার শত্রু ।’’ কুণাল ঘোষের কথায়, ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেকের এই উদ্যোগ অবশ্যই একটা মডেল । বিজেপি এর সঙ্গে পাল্লা দিতে না পেরে কুৎসা করার চেষ্টা করছে ।

এ দিন কুণাল ঘোষ আরও বলেন, ‘‘সিবিআই ও ইডি এখানে-সেখানে না গিয়ে সবার আগে শুভেন্দু অধিকারীর বাড়িতে যাক । সিবিআই-এর এফআইআর নেমড কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর দিকে তাকাবে না, আর সে এর তার নাম করে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ধরনের সামাজিক কর্তব্য পালনের পরও তাঁকে কুৎসা করবে । কোনোভাবেই আমরা এটা বরদাস্ত করছি না । বরং আমরা এর তীব্র বিরোধিতা করছি ।’’

অন্যদিকে এ দিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘রাজ্যের বিরোধী দলনেতা অথবা বিজেপির আইটি সেলের নেতা হয়তো 171এর বি ধারাটা ঠিকমতো জানেন না । তাই তাঁরা এর অপব্যাখ্যা করছেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় তিল তিল করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গড়ে তুলছেন । সেটা একটা মডেল লোকসভা । সেখানে একটা মানবিক প্রয়াস ছিল প্রবীণ মানুষদের পাশে থাকা । আমি জানি না একটা ভালো কাজে বিরোধী দলনেতা বা বিজেপির কেন এত জ্বালা ।’’

আরও পড়ুন:

  1. 'কথা দিয়ে, কথা রাখি', বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা দিয়ে বললেন অভিষেক
  2. সন্দেশখালিতে যাওয়া ইডি আধিকারিকের বিরুদ্ধে চলছে সিবিআই তদন্ত, দাবি কুণাল ঘোষের
  3. 'আমার লুকোনোর কিছু নেই', 6000 পাতার রিপোর্ট জমা করে বললেন অভিষেক

কলকাতা, 9 জানুয়ারি: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নিজ উদ্য়োগে বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু করেছেন সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে আয়কর দফতরের কাছে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই নিয়ে মঙ্গলবার বিরোধীদের পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেস ৷ অভিষেকের মানবিক কাজে বিজেপির গাত্রদাহ কেন হচ্ছে, সেই প্রশ্নই তুলেছে বাংলার শাসক দল ৷

উল্লেখ্য, এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে সরকারি ভাবে বার্ধক্য ভাতা যাঁরা পাবেন না, তাঁদের তিনি নিজ উদ্যোগে টাকা দেবেন ৷ গত রবিবার থেকে সেই কাজ শুরু হয়েছে ৷ আর এই নিয়েই আয়কর দফতরে নালিশ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার বিরোধী দলনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর পালটা সাংবাদিক সম্মেলন করে এর জবাব দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।

এ দিন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ । তাঁদের দাবি, ভারতীয় দণ্ডবিধির 171-এর বি ধারার অপব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার ছক কষা হয়েছে । এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে মানবিক কাজেও বাধা দেওয়ার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল । একই সঙ্গে তাঁদের ব্যাখ্যা, যেহেতু যাবতীয় সাহায্য চেকের মাধ্যমে করা হয়েছে, তাই যেখানেই অভিযোগ করা হোক না কেন, বিরোধী দলনেতার অভিযোগ ধোপে টিকবে না ।

এ দিন কুণাল ঘোষ বলেন, ‘‘76 হাজার 120 জন প্রবীণ মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন অভিষেক । কেন্দ্রের অসহযোগিতার জন্য সাধারণ মানুষ যেখানে অসুবিধায় রয়েছেন, সেখানে অভিষেক ডায়মন্ড হারবার মডেলের মাধ্যমে দেখালেন কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত ভালো কাজ করছে ৷ প্রত্যেকটা প্রকল্পে প্রথম-দ্বিতীয় পুরস্কার পাচ্ছে, এই অবস্থায় কেন্দ্র রাজ্যের টাকা ব্লক করে দিয়েছে । আর সেই টাকা আটকে দেওয়ার ফলে সাধারণ মানুষের পেটে হাত পড়ছে । ওরা তো আসলে বাংলার শত্রু ।’’ কুণাল ঘোষের কথায়, ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেকের এই উদ্যোগ অবশ্যই একটা মডেল । বিজেপি এর সঙ্গে পাল্লা দিতে না পেরে কুৎসা করার চেষ্টা করছে ।

এ দিন কুণাল ঘোষ আরও বলেন, ‘‘সিবিআই ও ইডি এখানে-সেখানে না গিয়ে সবার আগে শুভেন্দু অধিকারীর বাড়িতে যাক । সিবিআই-এর এফআইআর নেমড কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর দিকে তাকাবে না, আর সে এর তার নাম করে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ধরনের সামাজিক কর্তব্য পালনের পরও তাঁকে কুৎসা করবে । কোনোভাবেই আমরা এটা বরদাস্ত করছি না । বরং আমরা এর তীব্র বিরোধিতা করছি ।’’

অন্যদিকে এ দিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘রাজ্যের বিরোধী দলনেতা অথবা বিজেপির আইটি সেলের নেতা হয়তো 171এর বি ধারাটা ঠিকমতো জানেন না । তাই তাঁরা এর অপব্যাখ্যা করছেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় তিল তিল করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গড়ে তুলছেন । সেটা একটা মডেল লোকসভা । সেখানে একটা মানবিক প্রয়াস ছিল প্রবীণ মানুষদের পাশে থাকা । আমি জানি না একটা ভালো কাজে বিরোধী দলনেতা বা বিজেপির কেন এত জ্বালা ।’’

আরও পড়ুন:

  1. 'কথা দিয়ে, কথা রাখি', বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা দিয়ে বললেন অভিষেক
  2. সন্দেশখালিতে যাওয়া ইডি আধিকারিকের বিরুদ্ধে চলছে সিবিআই তদন্ত, দাবি কুণাল ঘোষের
  3. 'আমার লুকোনোর কিছু নেই', 6000 পাতার রিপোর্ট জমা করে বললেন অভিষেক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.