কলকাতা, 29 নভেম্বর: আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আজ তাঁর সভা । সভার আগেই শাসক বিরোধী তরজায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি । আর এ সবের মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোলা চিঠি লিখল তৃণমূল যুব কংগ্রেস । রাজ্যকে বঞ্চনার তথ্য দিয়ে তাঁকে লেখা হয়েছে 51 হাজার চিঠি । সেই চিঠি সরাসরি সোশাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হবে সাধারণ মানুষের সামনেও ।
প্রসঙ্গত 100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে মোদি সরকার টাকা দিচ্ছে না । যাঁরা 100 দিনের কাজ করেছেন তাঁদের অর্থ দীর্ঘদিন ধরে বন্ধ । ইতিমধ্যেই দিল্লি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নিয়ে আন্দোলন করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । সংসদের শীতকালীন অধিবেশনের সময়ই আরও একবার এই আন্দোলন দিল্লিমুখী করতে চলেছে রাজ্যের শাসকদল ।
এর পালটা হিসেবে আজ যখন অমিত শাহের নেতৃত্বে ধর্মতলায় সভা করতে চলেছে বিজেপি, ঠিক তখন তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ 51 হাজার চিঠি পাঠাতে চলেছেন অমিত শাহকে । আজ রাজ্যের বিভিন্ন প্রান্তের পোস্ট অফিস থেকে এই 51 হাজার চিঠি পোস্ট করা হবে এবং দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের ঠিকানায় এই চিঠি পাঠানো হবে ।
এই চিঠিতে লেখা হয়েছে, দীর্ঘদিন ধরে বাংলার শ্রমজীবী মানুষেরা কাজ করে তার টাকা পাচ্ছেন না ৷ তাঁদের সংখ্যাটা কত এবং টাকার পরিমাণ কত, এই অর্থ আটকে রাখার কারণে তাঁদের কী ধরনের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে, তাও এই চিঠিতে উল্লেখ থাকছে ।
-
As HM @amitshah arrives in Kolkata, State President of Trinamool Youth Congress, @sayani06 has penned a letter to the Home Minister questioning his presence in Bengal.
— All India Trinamool Congress (@AITCofficial) November 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The big question arises regarding the welfare of Bengal which seems stagnant with his presence and adds to the… pic.twitter.com/Hh1opT4H0B
">As HM @amitshah arrives in Kolkata, State President of Trinamool Youth Congress, @sayani06 has penned a letter to the Home Minister questioning his presence in Bengal.
— All India Trinamool Congress (@AITCofficial) November 29, 2023
The big question arises regarding the welfare of Bengal which seems stagnant with his presence and adds to the… pic.twitter.com/Hh1opT4H0BAs HM @amitshah arrives in Kolkata, State President of Trinamool Youth Congress, @sayani06 has penned a letter to the Home Minister questioning his presence in Bengal.
— All India Trinamool Congress (@AITCofficial) November 29, 2023
The big question arises regarding the welfare of Bengal which seems stagnant with his presence and adds to the… pic.twitter.com/Hh1opT4H0B
উল্লেখ্য, এর আগে অর্থ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠানো হয়েছিল । একইসঙ্গে, কেন্দ্রের যে গ্রামোন্নয়ন মন্ত্রক, সেখানেও চিঠি পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস । এ বার যে দিন অমিত শাহ সভা করতে আসছেন শহরে, সে দিনই সোশাল মিডিয়াতে পোস্ট করে সেই চিঠি জনগণের সামনে তুলে ধরছে তৃণমূল ছাত্র-যুবরা ।
আরও পড়ুন: