কলকাতা, 6 অগস্ট: কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনের সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদল তৃণমূলের ধরনা কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্যকে 100 দিনের টাকা না দেওয়ার প্রতিবাদে দুপুর 12টা থেকে অবস্থানে বসেছে শাসক শিবির ৷ প্রতিবাদ চলবে বিকেল 4টা পর্যন্ত ৷
এদিন কামারহাটিতে অবস্থান বিক্ষোভে বসেছেন বিধায়ক মদন মিত্র ৷ ডানলপের প্রতিবাদে সামিল হয়েছেন বরানগরের বিধায়ক তাপস রায় ৷ পাশাপাশি, সাড়ে 12টা থেকে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অহীন্দ্র মঞ্চের সামনে ধরনায় বসেছেন ৷ ট্রাঙ্গুলার পার্কে অবস্থান বিক্ষোভে বসেছেন দক্ষিণ কলকাতার জেলা সভাপতি ও বিধায়ক দেবাশিস কুমার । টালিগঞ্জ ট্রাম ডিপোর বিক্ষোভে আছেন মন্ত্রী অরূপ বিশ্বাস । শ্যামপুকুরে নিজের বিধানসভা কেন্দ্রে ধরনায় বসেছেন মন্ত্রী শশী পাঁজাও ৷
কলকাতার মতো একই ছবি দেখা গিয়েছে জেলাতেও ৷ জেলার ক্ষেত্রে বিধায়করা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন ৷ বাদ যায়নি সাংসদরাও ৷ ব্যারাকপুরে অবস্থান বিক্ষোভ করছেন সাংসদ অর্জুন সিং ৷ যেসব তৃণমূল সাংসদরা কলকাতায় রয়েছেন তাঁরাও রবিবারের অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন ৷ শাসকদলের লক্ষ্য, মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনাকে তুলে ধরা ।
প্রসঙ্গত, বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে দলীয় কর্মীদের এই কর্মসূচির গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি বলেছিলেন,"বিজেপি নেতারা বারবার কেন্দ্রীয় সরকারকে রাজ্যের প্রাপ্য দিতে বারণ করেছেন। তাই কেন্দ্র গরীব মানুষের টাকা আটকে রেখেছে ৷ এভাবে প্রতিহিংসার রাজনীতি করে রাজ্যকে ভাতে মারার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনা, সন্ত্রাসের প্রতিবাদে তাই 6 অগস্ট সব ইস্যুকে এক করে দাঙ্গাবাজদের বিরুদ্ধে তৃণমূল প্রতিটি ব্লকে 12টা থেকে 4টে পর্যন্ত ধরনা অবস্থান করবে ৷ এটা সম্পূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হবে।"
উল্লেখ্য, এই কর্মসূচি সম্পর্কে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এই মুহূর্তে দু'ছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকার রাজ্যকে 100 দিনের কাজের ন্যায্য প্রাপ্য থেকে রাজ্যকে বঞ্চিত করছে । আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে ৷ তারা কোন কিছু ঘটলেই কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠিয়ে রাজ্যকে হেনস্তা করার চেষ্টা করছে । এসবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক মমতার
প্রসঙ্গত, রাজনৈতিক মহলের একাংশ এই কর্মসূচিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও কর্মসূচির পরিবর্তিত রূপ হিসেবেই দেখছে । আদালতের তরফ থেকে হস্তক্ষেপ করার ফলে শেষ মুহূর্তে এই কর্মসূচি থেকে সরে আসে তৃণমূল কংগ্রেস । পরিবর্তে আজকের দিনটি দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে তারা ।