ETV Bharat / state

কলকাতা পৌর নিগমের নির্বাচনের জন্য প্রস্তুত তৃণমূল : ফিরহাদ - পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম

দেশের শীর্ষ আদালত যা রায় দেবে আমরা তাকেই মান্যতা দেব । তাই নির্বাচন কমিশন যেদিনই নির্বাচন ঘোষণা করবেন আমরা তখনই নির্বাচনের জন্য প্রস্তুত । বললেন ফিরহাদ হাকিম ।

Kolkata news
Kolkata news
author img

By

Published : Sep 22, 2020, 9:45 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : নির্বাচন কমিশন যখন ভোট চাইবে তখনই কলকাতা পৌর নিগমের নির্বাচন হবে । আজ কলকাতা পৌরনিগমের নির্বাচন প্রসঙ্গে পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম বলেন নির্বাচন কমিশন যেদিন নির্বাচন ঘোষণা করবে তখনই তৃণমূল প্রস্তুত নির্বাচনে যেতে । তিনি জানান, মানুষের দরবারে যেতে তৃণমূলের কোন আপত্তি নেই । মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল প্রস্তুত পৌর নির্বাচনে মুখোমুখি হতে । আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম বলেন, পৌর নির্বাচনে আবারও জয়ী হয়ে তৃণমূল বোর্ড গঠন করবে কলকাতা পৌরনিগমে ।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, "আমরা চেয়েছিলাম গত এপ্রিল মাসেই নির্বাচন হোক । কিন্তু কোরোনা পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন পুরো ভোট স্থগিত করে । গতকাল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে জানতে চায় কবে কলকাতা পৌরনিগমের নির্বাচন করা সম্ভব । নির্বাচন কমিশন জানিয়েছে কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নির্বাচন করা সম্ভব হবে । নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করলে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, তাঁরা ভোটের জন্য প্রস্তুত এবং জয়ের বিষয়ে 100% আত্মবিশ্বাসী ।

এদিন তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে কলকাতা পৌরনিগমের প্রশাসক বসানো নিয়ে একটি মামলা চলছিল । হাইকোর্টের স্টে অর্ডার নির্দেশে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট । তিনি বলেন, "এপ্রিল মাসের নির্বাচন আমরা চেয়েছিলাম । তৃণমূল এর তরফ থেকে পৌর নির্বাচনের জন্য আমরা প্রস্তুত ছিলাম । কিন্তু কোরোনা পরিস্থিতির জন্য নির্বাচন স্থগিত হয়ে যায় । নির্বাচন কমিশন জানিয়ে দেয় এই পরিস্থিতির মধ্যে নির্বাচন করা সম্ভব নয় । তাই পুরোপুরি সেবাকে চালিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারকে বাধ্য হয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠন করতে হয় কলকাতা পৌরনিগমে । এই কোরোনার মধ্যে কলকাতা পৌরনিগম মানুষের পাশে ছিল কিনা তার উত্তর মানুষই দেবে । আমফানে যখন তছনছ হয়ে গেছে শহর । সেই সময় শহরবাসীকে রিলিফ দিতে দিন রাত পরিষেবা দিয়েছে কলকাতা পৌরনিগম ।"

তিনি আরও বলেন, "কোরোনার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে কলকাতা পৌরনিগমের একশোর উপরে কর্মী আক্রান্ত হয়েছে পৌরনিগমের সবকটি পরিষেবা স্বাভাবিক ও সচল ছিল তা দেখেছে কলকাতা পৌরনিগমের শহরের মানুষ । কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিক চিকিৎসকরা রাস্তায় নেমে কাজ করছে । নিয়মিতভাবে লালা রস সংগ্রহ পরীক্ষা করা করে চলেছেন পৌর চিকিৎসকরা । মানুষের পাশে থেকে আমরা কাজ করি তাই আমরা নির্বাচনকে ভয় পাই না । দেশের শীর্ষ আদালত যাই রায় দেবে আমরা তাকেই মান্যতা দেব । তাই নির্বাচন কমিশন যেদিনই নির্বাচন ঘোষণা করবেন আমরা তখনই নির্বাচনের জন্য প্রস্তুত ।

কলকাতা, 22 সেপ্টেম্বর : নির্বাচন কমিশন যখন ভোট চাইবে তখনই কলকাতা পৌর নিগমের নির্বাচন হবে । আজ কলকাতা পৌরনিগমের নির্বাচন প্রসঙ্গে পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম বলেন নির্বাচন কমিশন যেদিন নির্বাচন ঘোষণা করবে তখনই তৃণমূল প্রস্তুত নির্বাচনে যেতে । তিনি জানান, মানুষের দরবারে যেতে তৃণমূলের কোন আপত্তি নেই । মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল প্রস্তুত পৌর নির্বাচনে মুখোমুখি হতে । আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম বলেন, পৌর নির্বাচনে আবারও জয়ী হয়ে তৃণমূল বোর্ড গঠন করবে কলকাতা পৌরনিগমে ।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, "আমরা চেয়েছিলাম গত এপ্রিল মাসেই নির্বাচন হোক । কিন্তু কোরোনা পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন পুরো ভোট স্থগিত করে । গতকাল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে জানতে চায় কবে কলকাতা পৌরনিগমের নির্বাচন করা সম্ভব । নির্বাচন কমিশন জানিয়েছে কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নির্বাচন করা সম্ভব হবে । নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করলে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, তাঁরা ভোটের জন্য প্রস্তুত এবং জয়ের বিষয়ে 100% আত্মবিশ্বাসী ।

এদিন তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে কলকাতা পৌরনিগমের প্রশাসক বসানো নিয়ে একটি মামলা চলছিল । হাইকোর্টের স্টে অর্ডার নির্দেশে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট । তিনি বলেন, "এপ্রিল মাসের নির্বাচন আমরা চেয়েছিলাম । তৃণমূল এর তরফ থেকে পৌর নির্বাচনের জন্য আমরা প্রস্তুত ছিলাম । কিন্তু কোরোনা পরিস্থিতির জন্য নির্বাচন স্থগিত হয়ে যায় । নির্বাচন কমিশন জানিয়ে দেয় এই পরিস্থিতির মধ্যে নির্বাচন করা সম্ভব নয় । তাই পুরোপুরি সেবাকে চালিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারকে বাধ্য হয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠন করতে হয় কলকাতা পৌরনিগমে । এই কোরোনার মধ্যে কলকাতা পৌরনিগম মানুষের পাশে ছিল কিনা তার উত্তর মানুষই দেবে । আমফানে যখন তছনছ হয়ে গেছে শহর । সেই সময় শহরবাসীকে রিলিফ দিতে দিন রাত পরিষেবা দিয়েছে কলকাতা পৌরনিগম ।"

তিনি আরও বলেন, "কোরোনার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে কলকাতা পৌরনিগমের একশোর উপরে কর্মী আক্রান্ত হয়েছে পৌরনিগমের সবকটি পরিষেবা স্বাভাবিক ও সচল ছিল তা দেখেছে কলকাতা পৌরনিগমের শহরের মানুষ । কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিক চিকিৎসকরা রাস্তায় নেমে কাজ করছে । নিয়মিতভাবে লালা রস সংগ্রহ পরীক্ষা করা করে চলেছেন পৌর চিকিৎসকরা । মানুষের পাশে থেকে আমরা কাজ করি তাই আমরা নির্বাচনকে ভয় পাই না । দেশের শীর্ষ আদালত যাই রায় দেবে আমরা তাকেই মান্যতা দেব । তাই নির্বাচন কমিশন যেদিনই নির্বাচন ঘোষণা করবেন আমরা তখনই নির্বাচনের জন্য প্রস্তুত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.