ETV Bharat / state

TMC Rajya Sabha Candidate: সংবিধান রক্ষায় লড়াই চলবে, রাজ্যসভায় প্রার্থী হয়ে প্রতিক্রিয়া রসায়নের অধ্যাপক সামিরুলের - nominating Samirul Islam

সংখ্যালঘু মুখ হিসাবে রাজ্যসভায় তৃণমূল প্রার্থী করল সমাজকর্মী সামিরুল ইসলামকে ৷ সংবিধান রক্ষায় লড়াই চালিয়ে যাবেন বলে জানালেন এই রাজ্যসভার প্রার্থী ৷

TMC Rajya Sabha Candidate
সামিরুল ইসলাম
author img

By

Published : Jul 10, 2023, 3:25 PM IST

Updated : Jul 10, 2023, 4:46 PM IST

রাজ্যসভায় তৃণমূল প্রার্থী সমাজকর্মী সামিরুল ইসলাম

কলকাতা, 10 জুলাই: গত কয়েকটা নির্বাচনে দেখা গিয়েছে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে । সাগরদিঘি নির্বাচনের পর সংখ্যালঘু সমর্থন ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল রাজ্যের শাসকদল । মঙ্গলবার তৃণমূলের তরফ থেকে সংখ্যালঘু মুখ হিসাবে সমাজকর্মী সামিরুল ইসলামকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল । কিন্তু দলের সংখ্যালঘু সেল বা কোনও শাখা সংগঠনেরই নেতা সেই তালিকায় জায়গা পেলেন না । বরং যিনি প্রার্থী হলেন তাঁর সঙ্গে দূর দূরান্তে খুঁজলেও গতকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনও যোগ ছিল না ।

তাঁর পরিচয়, তিনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করা দীর্ঘদিনের মুখ । যাঁর অভিজ্ঞতা রয়েছে এনআরসি আন্দোলন নিয়ে প্রতিবাদের । 'নো ভোট টু বিজেপি' মুভমেন্টেও তাঁর সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল । সারা বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি হিসেবে এতদিন তিনি পরিচিত ছিলেন । তবে আগামী কয়েকদিনেই তাঁর নামের পাশে যুক্ত হতে পারে তৃণমূল কংগ্রেস সাংসদের পরিচয়। সমমনস্ক অপেক্ষাকৃত কম বয়সি লোককেই এবার দলের রাজ্যসভার মুখ হিসাবে বেছে নিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সামিরুল ইসলামের সঙ্গে কথা বলেছিল ইটিভি ভারত । তিনি টেলিফোনে বলেন, "আমি গ্রাউন্ড লেভেলে কাজ করা একজন কর্মী । আমার নাম সেই তৃণমূল স্তর থেকেই এসেছে । গত দশ বছর ধরে গ্রাউন্ড লেভেলে আমাদের অনেক কাজ রয়েছে । এক্ষেত্রে দলনেত্রী নিজে হয়তো সেই বিষয়টি খবর নিয়েছেন এবং আমাকে যোগ্য মনে করে এই পদে বিবেচনা করেছেন ।" এদিন দলনেত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই সমাজকর্মী ।

রবিবার পর্যন্তও তৃণমূলের অন্দরে খবর ছিল, দলের তরফ থেকে সমাজের সব শ্রেণির প্রতিনিধিত্বের কথা ভেবে একজন সংখ্যালঘু মুখ খোঁজা হচ্ছে । কিন্তু কে হবে সেই সংখ্যালঘু মুখ ? যার গ্রাম বাংলা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে । এক্ষেত্রে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী । সমাজকর্মী হিসাবে যথেষ্ট পরিচিত নাম সামিরুল ইসলামকেই তিনি রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন ।

আরও পড়ুন: রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী সাকেত গোখলে, বাদ পড়লেন সুস্মিতা-শান্তা

সামিরুল আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই পদের জন্য যোগ্য বলে মনে করেছেন বলে আমি কৃতজ্ঞ । আগামিদিনে আমার লক্ষ্য হবে বাংলার মানুষের কথা সংসদে তুলে ধরা। বাংলাকে বঞ্চনা ও বাংলার দাবি দাওয়া নিয়ে সরব হওয়া ।" একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, দলনেত্রী তাঁকে যে দায়িত্ব দেবেন তা পালন করার চেষ্টা করবেন তিনি ।

রাজ্যসভায় তৃণমূল প্রার্থী সমাজকর্মী সামিরুল ইসলাম

কলকাতা, 10 জুলাই: গত কয়েকটা নির্বাচনে দেখা গিয়েছে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে । সাগরদিঘি নির্বাচনের পর সংখ্যালঘু সমর্থন ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল রাজ্যের শাসকদল । মঙ্গলবার তৃণমূলের তরফ থেকে সংখ্যালঘু মুখ হিসাবে সমাজকর্মী সামিরুল ইসলামকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল । কিন্তু দলের সংখ্যালঘু সেল বা কোনও শাখা সংগঠনেরই নেতা সেই তালিকায় জায়গা পেলেন না । বরং যিনি প্রার্থী হলেন তাঁর সঙ্গে দূর দূরান্তে খুঁজলেও গতকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনও যোগ ছিল না ।

তাঁর পরিচয়, তিনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করা দীর্ঘদিনের মুখ । যাঁর অভিজ্ঞতা রয়েছে এনআরসি আন্দোলন নিয়ে প্রতিবাদের । 'নো ভোট টু বিজেপি' মুভমেন্টেও তাঁর সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল । সারা বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি হিসেবে এতদিন তিনি পরিচিত ছিলেন । তবে আগামী কয়েকদিনেই তাঁর নামের পাশে যুক্ত হতে পারে তৃণমূল কংগ্রেস সাংসদের পরিচয়। সমমনস্ক অপেক্ষাকৃত কম বয়সি লোককেই এবার দলের রাজ্যসভার মুখ হিসাবে বেছে নিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সামিরুল ইসলামের সঙ্গে কথা বলেছিল ইটিভি ভারত । তিনি টেলিফোনে বলেন, "আমি গ্রাউন্ড লেভেলে কাজ করা একজন কর্মী । আমার নাম সেই তৃণমূল স্তর থেকেই এসেছে । গত দশ বছর ধরে গ্রাউন্ড লেভেলে আমাদের অনেক কাজ রয়েছে । এক্ষেত্রে দলনেত্রী নিজে হয়তো সেই বিষয়টি খবর নিয়েছেন এবং আমাকে যোগ্য মনে করে এই পদে বিবেচনা করেছেন ।" এদিন দলনেত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই সমাজকর্মী ।

রবিবার পর্যন্তও তৃণমূলের অন্দরে খবর ছিল, দলের তরফ থেকে সমাজের সব শ্রেণির প্রতিনিধিত্বের কথা ভেবে একজন সংখ্যালঘু মুখ খোঁজা হচ্ছে । কিন্তু কে হবে সেই সংখ্যালঘু মুখ ? যার গ্রাম বাংলা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে । এক্ষেত্রে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী । সমাজকর্মী হিসাবে যথেষ্ট পরিচিত নাম সামিরুল ইসলামকেই তিনি রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন ।

আরও পড়ুন: রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী সাকেত গোখলে, বাদ পড়লেন সুস্মিতা-শান্তা

সামিরুল আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই পদের জন্য যোগ্য বলে মনে করেছেন বলে আমি কৃতজ্ঞ । আগামিদিনে আমার লক্ষ্য হবে বাংলার মানুষের কথা সংসদে তুলে ধরা। বাংলাকে বঞ্চনা ও বাংলার দাবি দাওয়া নিয়ে সরব হওয়া ।" একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, দলনেত্রী তাঁকে যে দায়িত্ব দেবেন তা পালন করার চেষ্টা করবেন তিনি ।

Last Updated : Jul 10, 2023, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.