ETV Bharat / state

Panchayat Elections 2023: মালদায় ভোটের মুখে হাজার অনুগামী নিয়ে কংগ্রেসে তৃণমূল নেতা

author img

By

Published : Jun 26, 2023, 6:14 PM IST

Updated : Jun 26, 2023, 7:05 PM IST

মালদায় তৃণমূলে ভাঙন ৷ কালিয়াচক-1 ব্লকে প্রায় এক হাজার অনুগামী নিয়ে কংগ্রেসে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বাখরপুরের পঞ্চায়েত সদস্য মহম্মদ নাসিরুদ্দিন শেখ ৷ এই নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
মালদায় ভোটের মুখে হাজার অনুগামী নিয়ে কংগ্রেসে তৃণমূল নেতা

মালদা, 26 জুন: পঞ্চায়েত ভোটের আর বাকি 12 দিন ৷ এই পরিস্থিতিতেও মালদায় তৃণমূলে ভাঙন অব্যাহত ৷ ফের কালিয়াচক-1 ব্লকে ভাঙন ধরল তৃণমূলে ৷ প্রায় এক হাজার অনুগামী নিয়ে সোমবারই কংগ্রেসে যোগ দিতে চলেছেন সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বাখরপুরের পঞ্চায়েত সদস্য মহম্মদ নাসিরুদ্দিন শেখ ৷ শেষ মুহূর্তের এই দলবদলে গ্রাম বাংলার ভোটে শাসকদলে বেশ ভালো প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

একসময় নাসিরুদ্দিন শেখ ছিলেন সুজাপুর এলাকার প্রভাবশালী সিপিএম নেতা ৷ পরবর্তীতে অনুগামীদের নিয়ে তিনি তৃণমূলে যোগ দেন ৷ গত পঞ্চায়েত নির্বাচনে বাখরপুর থেকে ঘাসফুলের টিকিটে জয়ীও হন ৷ দলের তরফে তাঁকে কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেসের কালিয়াচক-1 ব্লকের সভাপতি করা হয় ৷ কিন্তু এবারের পঞ্চায়েত ভোটে তাঁকে প্রার্থী করা হয়নি৷ নাসিরুদ্দিন ফের দল পালটানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷

তিনি বলছেন, “আমি তৃণমূলের কিষান খেত মজদুর ইউনিয়নের ব্লক সভাপতি ছিলাম ৷ আজ আমি সেই পদ থেকে ইস্তফা দিলাম ৷ আমাকে কেউ ভয় কিংবা প্রলোভন দেখায়নি ৷ সম্পূর্ণ নিজের ইচ্ছেয় এই সিদ্ধান্ত নিয়েছি ৷ আমার সঙ্গে অন্তত এক হাজার তৃণমূল কর্মীও দল ছাড়লেন ৷ তবে আগামী অগস্ট পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের মেয়াদ রয়েছে ৷ এই সময়কালের মধ্যে কোনও মানুষের যদি জরুরি কাজে আমার স্বাক্ষর প্রয়োজন পড়ে, আমি অবশ্য সেই কাজ করব ৷ তবে তৃণমূলের সাংগঠনিক পদে আমি আর নেই ৷ আমার সঙ্গে সংগঠনের অন্যান্য পদাধিকারিরাও আজ নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷”

আরও পড়ুন: ভোটযুদ্ধের মধ্যেই পটনায় এক মঞ্চে বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূল, কতটা প্রভাব জোড়াফুলে ?

নাসিরুদ্দিন আরও বলেন, “একসময় আমরা বামফ্রন্ট করতাম ৷ 2015 সালে তৎকালীন বাম নেতা হাজি কেতাবুদ্দিনের সঙ্গে শুভেন্দু অধিকারীর হাত ধরে আমরা তৃণমূলে যোগ দিই ৷ সেদিন আমরা তৃণমূলের ভাবমূর্তির বিষয়ে কিছু জানতাম না ৷ কারণ, তখন মালদায় তৃণমূল বলতে কিছু ছিল না ৷ গত পাঁচ বছরে আমরা দলের মধ্যে দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব, মানুষের সঙ্গে দলীয় নেতাদের খারাপ আচরণ দেখেছি ৷ আমরা সাধারণ মানুষ ৷ এসব দুর্নীতির সঙ্গে আমরা আপোস করতে পারছি না ৷ তাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি ৷”

Panchayat Elections 2023
হাজার অনুগামী নিয়ে কংগ্রেসে তৃণমূল নেতা

নাসিরুদ্দিনের এক অনুগামী মহম্মদ ইদ্রিস আলি জানাচ্ছেন, তাঁরা নাসিরুদ্দিনের অনুগামী ৷ সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৷ তৃণমূলের দুর্নীতি দেখে তাঁরা এক হাজার কর্মী ঘাসফুলের পাশ থেকে সরে গেলেন ৷ নাসিরুদ্দিনের সঙ্গে তাঁরা কংগ্রেসে যোগ দিলেন ৷

জানা যাচ্ছে, আজ সন্ধেতেই সুজাপুরের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস নেতা ইশা খান চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিতে চলেছেন নাসিরুদ্দিন ও তাঁর অনুগামীরা ৷ যদিও এনিয়ে এখনও কোনও মন্তব্য করতে চায়নি কংগ্রেস নেতৃত্ব ৷ কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি তৃণমূলও ৷

আরও পড়ুন: তীব্র কোন্দল তৃণমূলে, জেলা কমিটির বিরুদ্ধে তদন্তের দাবি সহ সভাপতির

মালদায় ভোটের মুখে হাজার অনুগামী নিয়ে কংগ্রেসে তৃণমূল নেতা

মালদা, 26 জুন: পঞ্চায়েত ভোটের আর বাকি 12 দিন ৷ এই পরিস্থিতিতেও মালদায় তৃণমূলে ভাঙন অব্যাহত ৷ ফের কালিয়াচক-1 ব্লকে ভাঙন ধরল তৃণমূলে ৷ প্রায় এক হাজার অনুগামী নিয়ে সোমবারই কংগ্রেসে যোগ দিতে চলেছেন সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বাখরপুরের পঞ্চায়েত সদস্য মহম্মদ নাসিরুদ্দিন শেখ ৷ শেষ মুহূর্তের এই দলবদলে গ্রাম বাংলার ভোটে শাসকদলে বেশ ভালো প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

একসময় নাসিরুদ্দিন শেখ ছিলেন সুজাপুর এলাকার প্রভাবশালী সিপিএম নেতা ৷ পরবর্তীতে অনুগামীদের নিয়ে তিনি তৃণমূলে যোগ দেন ৷ গত পঞ্চায়েত নির্বাচনে বাখরপুর থেকে ঘাসফুলের টিকিটে জয়ীও হন ৷ দলের তরফে তাঁকে কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেসের কালিয়াচক-1 ব্লকের সভাপতি করা হয় ৷ কিন্তু এবারের পঞ্চায়েত ভোটে তাঁকে প্রার্থী করা হয়নি৷ নাসিরুদ্দিন ফের দল পালটানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷

তিনি বলছেন, “আমি তৃণমূলের কিষান খেত মজদুর ইউনিয়নের ব্লক সভাপতি ছিলাম ৷ আজ আমি সেই পদ থেকে ইস্তফা দিলাম ৷ আমাকে কেউ ভয় কিংবা প্রলোভন দেখায়নি ৷ সম্পূর্ণ নিজের ইচ্ছেয় এই সিদ্ধান্ত নিয়েছি ৷ আমার সঙ্গে অন্তত এক হাজার তৃণমূল কর্মীও দল ছাড়লেন ৷ তবে আগামী অগস্ট পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের মেয়াদ রয়েছে ৷ এই সময়কালের মধ্যে কোনও মানুষের যদি জরুরি কাজে আমার স্বাক্ষর প্রয়োজন পড়ে, আমি অবশ্য সেই কাজ করব ৷ তবে তৃণমূলের সাংগঠনিক পদে আমি আর নেই ৷ আমার সঙ্গে সংগঠনের অন্যান্য পদাধিকারিরাও আজ নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷”

আরও পড়ুন: ভোটযুদ্ধের মধ্যেই পটনায় এক মঞ্চে বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূল, কতটা প্রভাব জোড়াফুলে ?

নাসিরুদ্দিন আরও বলেন, “একসময় আমরা বামফ্রন্ট করতাম ৷ 2015 সালে তৎকালীন বাম নেতা হাজি কেতাবুদ্দিনের সঙ্গে শুভেন্দু অধিকারীর হাত ধরে আমরা তৃণমূলে যোগ দিই ৷ সেদিন আমরা তৃণমূলের ভাবমূর্তির বিষয়ে কিছু জানতাম না ৷ কারণ, তখন মালদায় তৃণমূল বলতে কিছু ছিল না ৷ গত পাঁচ বছরে আমরা দলের মধ্যে দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব, মানুষের সঙ্গে দলীয় নেতাদের খারাপ আচরণ দেখেছি ৷ আমরা সাধারণ মানুষ ৷ এসব দুর্নীতির সঙ্গে আমরা আপোস করতে পারছি না ৷ তাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি ৷”

Panchayat Elections 2023
হাজার অনুগামী নিয়ে কংগ্রেসে তৃণমূল নেতা

নাসিরুদ্দিনের এক অনুগামী মহম্মদ ইদ্রিস আলি জানাচ্ছেন, তাঁরা নাসিরুদ্দিনের অনুগামী ৷ সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৷ তৃণমূলের দুর্নীতি দেখে তাঁরা এক হাজার কর্মী ঘাসফুলের পাশ থেকে সরে গেলেন ৷ নাসিরুদ্দিনের সঙ্গে তাঁরা কংগ্রেসে যোগ দিলেন ৷

জানা যাচ্ছে, আজ সন্ধেতেই সুজাপুরের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস নেতা ইশা খান চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিতে চলেছেন নাসিরুদ্দিন ও তাঁর অনুগামীরা ৷ যদিও এনিয়ে এখনও কোনও মন্তব্য করতে চায়নি কংগ্রেস নেতৃত্ব ৷ কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি তৃণমূলও ৷

আরও পড়ুন: তীব্র কোন্দল তৃণমূলে, জেলা কমিটির বিরুদ্ধে তদন্তের দাবি সহ সভাপতির

Last Updated : Jun 26, 2023, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.