ETV Bharat / state

Mamata Banerjee: বিরোধীরা প্রতিহিংসার রাজনীতি করে, ভূ-ভারতে এমন নজির নেই, অভিযোগ মমতার - দিদির সুরক্ষা কবচ

সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংগঠনিক বৈঠক হয় ৷ তার আগে দিদির সুরক্ষা কবচ নামে একটি কর্মসূচি ঘোষণা করা হয় ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চড়া সুরে বিরোধীদের আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 2, 2023, 1:25 PM IST

Updated : Jan 2, 2023, 3:32 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নতুন কর্মসূচি ঘোষণার মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সরাসরি বিরোধীদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করলেন তিনি ৷ আর এমন দেশের অন্য কোনও রাজ্যে হয় না বলেও দাবি করেছেন তৃণমূল নেত্রী ৷ আবার টেনে এনেছেন তাঁর বিরোধী নেত্রী থাকার সময়ের কথা ৷ সেই সময় তাঁরা গঠনমূলক রাজনীতি করতেন বলেও দাবি করেছেন মমতা ৷

প্রসঙ্গত, সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের তরফে এক নতুন কর্মসূচি ঘোষণা করা হয় ৷ যার নাম ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kabach) ৷ তার সঙ্গে ‘দিদির দূত’ নামে একটি অ্যাপও তৃণমূল আনছে বলে জানানো হয় ৷ তার পরই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি বিরোধীদের চড়া সুরে আক্রমণ করেন ৷

টেনে আনেন বাম জমানার কথা ৷ সেই সময় সিপিএম (CPIM) একের পর অত্যাচার করত বলেও অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর দাবি, সিপিএম আমলে রাজ্যে গুলির ফোয়ারা ছুটত ৷ একই সঙ্গে তৃণমূল নেত্রীর দাবি, বিরোধী পক্ষে থাকাকালীন তাঁরা কখনও ধ্বংসাত্মক কোনও কাজ করেননি ৷ বরং গঠনমূলক কাজ করেছেন ৷ কিন্তু সাধারণ মানুষের উপর অন্যায় হলে অবশ্যই তার প্রতিবাদ করা হয়েছে বলে তিনি জানান ৷

আর এই প্রসঙ্গেই তিনি বিরোধীদের আক্রমণ করেন ৷ বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেন ৷ তাঁর দাবি, বাংলায় রাজনৈতিক প্রতিহিংসার নামে বিরোধীরা অকথা কুকথা বলে ৷ এমনকী, সারা ভারতে এমন কোনও নজির নেই বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সাংবাদিক বৈঠকে কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও কর্মীদের সামনে ভাষণ দেওয়ার সময় সরাসরি বিজেপি (BJP), সিপিএম ও কংগ্রেসকে (Congress) আক্রমণ করেন তৃণমূল নেত্রী ৷ তাঁর বক্তব্য, তাঁরা যখন তৃণমূল তৈরি করেন, সেই সময় কংগ্রেসকে না ভাঙার জন্য বিভিন্ন ভাবে চাপ দেওয়া হয়েছিল ৷ সেই সময় কংগ্রেস ছিল সিপিএমের বি টিম ৷ উদাহরণ হিসেবে তিনি বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা টানেন ৷ প্রথমে সিপিএম ও বিজেপির মধ্যে রাম-বাম আঁতাত রয়েছে বলে দাবি করেন ৷ পরে আবার জানান যে বিজেপি কংগ্রেসের বি টিম, সিপিএমের সি টিম ৷

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তাঁর কথায়, ‘‘বিজেপি আদর্শ আমি একা খাব ৷ বাকিরা কেউ খাবে না ।’’ বিজেপির তরফে ইতিহাস, ভূগোল, রাজনীতি ভুলে দেওয়া হচ্ছে ৷ শিক্ষা, ঐতিহ্য, সংস্কৃতির চরিত্র বদলে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন: সরকারি প্রকল্পের নজরদারিতে বাড়ি বাড়ি পৌঁছাতে তৃণমূলের নতুন কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’

কলকাতা, 2 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নতুন কর্মসূচি ঘোষণার মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সরাসরি বিরোধীদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করলেন তিনি ৷ আর এমন দেশের অন্য কোনও রাজ্যে হয় না বলেও দাবি করেছেন তৃণমূল নেত্রী ৷ আবার টেনে এনেছেন তাঁর বিরোধী নেত্রী থাকার সময়ের কথা ৷ সেই সময় তাঁরা গঠনমূলক রাজনীতি করতেন বলেও দাবি করেছেন মমতা ৷

প্রসঙ্গত, সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের তরফে এক নতুন কর্মসূচি ঘোষণা করা হয় ৷ যার নাম ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kabach) ৷ তার সঙ্গে ‘দিদির দূত’ নামে একটি অ্যাপও তৃণমূল আনছে বলে জানানো হয় ৷ তার পরই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি বিরোধীদের চড়া সুরে আক্রমণ করেন ৷

টেনে আনেন বাম জমানার কথা ৷ সেই সময় সিপিএম (CPIM) একের পর অত্যাচার করত বলেও অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর দাবি, সিপিএম আমলে রাজ্যে গুলির ফোয়ারা ছুটত ৷ একই সঙ্গে তৃণমূল নেত্রীর দাবি, বিরোধী পক্ষে থাকাকালীন তাঁরা কখনও ধ্বংসাত্মক কোনও কাজ করেননি ৷ বরং গঠনমূলক কাজ করেছেন ৷ কিন্তু সাধারণ মানুষের উপর অন্যায় হলে অবশ্যই তার প্রতিবাদ করা হয়েছে বলে তিনি জানান ৷

আর এই প্রসঙ্গেই তিনি বিরোধীদের আক্রমণ করেন ৷ বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেন ৷ তাঁর দাবি, বাংলায় রাজনৈতিক প্রতিহিংসার নামে বিরোধীরা অকথা কুকথা বলে ৷ এমনকী, সারা ভারতে এমন কোনও নজির নেই বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সাংবাদিক বৈঠকে কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও কর্মীদের সামনে ভাষণ দেওয়ার সময় সরাসরি বিজেপি (BJP), সিপিএম ও কংগ্রেসকে (Congress) আক্রমণ করেন তৃণমূল নেত্রী ৷ তাঁর বক্তব্য, তাঁরা যখন তৃণমূল তৈরি করেন, সেই সময় কংগ্রেসকে না ভাঙার জন্য বিভিন্ন ভাবে চাপ দেওয়া হয়েছিল ৷ সেই সময় কংগ্রেস ছিল সিপিএমের বি টিম ৷ উদাহরণ হিসেবে তিনি বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা টানেন ৷ প্রথমে সিপিএম ও বিজেপির মধ্যে রাম-বাম আঁতাত রয়েছে বলে দাবি করেন ৷ পরে আবার জানান যে বিজেপি কংগ্রেসের বি টিম, সিপিএমের সি টিম ৷

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তাঁর কথায়, ‘‘বিজেপি আদর্শ আমি একা খাব ৷ বাকিরা কেউ খাবে না ।’’ বিজেপির তরফে ইতিহাস, ভূগোল, রাজনীতি ভুলে দেওয়া হচ্ছে ৷ শিক্ষা, ঐতিহ্য, সংস্কৃতির চরিত্র বদলে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন: সরকারি প্রকল্পের নজরদারিতে বাড়ি বাড়ি পৌঁছাতে তৃণমূলের নতুন কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’

Last Updated : Jan 2, 2023, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.