ETV Bharat / state

ঝড়ে কলকাতায় ফের ভাঙল গাছ, সরাতে তৎপর পুলিশ - কালবৈশাখীতে ফের গাছ ভাঙল কলকাতায়

এখনও কলকাতার রাস্তা থেকে সব গাছ সরানো সম্ভব হয়নি । এরই মাঝে এল কালবৈশাখী । ঘণ্টায় 96 কিলোমিটার বেগে বইল ঝোড়ো হাওয়া । তার জেরে আবারও ভেঙে পড়ল গাছ । কলকাতায় নতুন করে কতগুলি গাছ ভেঙে পড়েছে তার হিসেব পাওয়া যায়নি । তবে সূত্রের খবর, সেই সংখ্যাটা কম নয় ।

Kolkata
কলকাতা
author img

By

Published : May 28, 2020, 12:24 AM IST

কলকাতা , 27 মে : আমফান বিধ্বস্ত কলকাতায় এখনও পর্যন্ত সব গাছ সরানো যায়নি ৷ পরিষ্কার করা সম্ভব হয়নি প্রতিটি রাস্তা । এরই মাঝে কালবৈশাখী ঝড় কলকাতায় । যার জেরে ভাঙল কয়েকটি গাছ । বৃষ্টির মাঝেই গাছ সরানোর কাজে পথে নামতে হল পুলিশকে ৷

আজ পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আমফানে কলকাতায় ভেঙে পড়েছে 15 হাজার গাছ । এর মাঝে সাড়ে 9 হাজার গাছ বড় রাস্তাগুলিতে পড়েছে । শহরের অলিতে-গলিতেও বহু গাছ উপড়ে গেছে । সেই সংখ্যাটা সাড়ে পাঁচ হাজার । বড় রাস্তার উপর ভেঙে পড়া গাছ সরিয়ে গাড়ি চলাচলের উপযুক্ত করেছে প্রশাসন । কিন্তু এখনও পথের ধারে পড়ে আছে সেই সব গাছের গুঁড়ি , ডালপালা । ছোটো রাস্তা , অলিগলির গাছ সরাতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনা-পুলিশ , DMG, NDRF । আজ কলকাতার প্রায় সবকটি ডিভিশনে সেই কাজ চলছে পুরোদমে । পুলিশ সূত্রে খবর , এখনও সব গাছ সরানো সম্ভব হয়নি । এরই মাঝে এল কালবৈশাখী । ঘণ্টায় 96 কিলোমিটার বেগে বইল ঝোড়ো হাওয়া । তার জেরে আবারও ভেঙে পড়ল গাছ । কলকাতায় নতুন করে কতগুলি গাছ ভেঙে পড়েছে তার হিসেব পাওয়া যায়নি । তবে সূত্রের খবর, সেই সংখ্যাটা কম নয় ।

পুলিশ সূত্রে জানা গেছে , দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক লাগোয়া শরৎ বোস রোডে ভেঙে পড়েছে গাছ । সাদার্ন অ্যাভিনিউয়েও গাছ ভেঙে পড়েছে । বাইপাস লাগোয়া এলাকাতেও বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে । সেই সব গাছ সরিয়ে ফেলতে তৎপর হয়েছে ট্র্যাফিক পুলিশ কর্মীরা এবং DMG গ্রুপ । সূত্রের খবর, গাছ ভাঙার ফলে নতুন করে বেশ কিছু তার ছিঁড়েছে । ফলে বিদ্যুৎহীন কয়েকটি এলাকা । এদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কালবৈশাখী ঝড়ে যদি কেউ কোনও সমস্যায় পড়েন তাহলে 100 ডায়ালে জানানো যাবে । কলকাতা পুলিশ দ্রুত সেই সমস্যা সমাধানের চেষ্টা করবে ।

কলকাতা , 27 মে : আমফান বিধ্বস্ত কলকাতায় এখনও পর্যন্ত সব গাছ সরানো যায়নি ৷ পরিষ্কার করা সম্ভব হয়নি প্রতিটি রাস্তা । এরই মাঝে কালবৈশাখী ঝড় কলকাতায় । যার জেরে ভাঙল কয়েকটি গাছ । বৃষ্টির মাঝেই গাছ সরানোর কাজে পথে নামতে হল পুলিশকে ৷

আজ পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আমফানে কলকাতায় ভেঙে পড়েছে 15 হাজার গাছ । এর মাঝে সাড়ে 9 হাজার গাছ বড় রাস্তাগুলিতে পড়েছে । শহরের অলিতে-গলিতেও বহু গাছ উপড়ে গেছে । সেই সংখ্যাটা সাড়ে পাঁচ হাজার । বড় রাস্তার উপর ভেঙে পড়া গাছ সরিয়ে গাড়ি চলাচলের উপযুক্ত করেছে প্রশাসন । কিন্তু এখনও পথের ধারে পড়ে আছে সেই সব গাছের গুঁড়ি , ডালপালা । ছোটো রাস্তা , অলিগলির গাছ সরাতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনা-পুলিশ , DMG, NDRF । আজ কলকাতার প্রায় সবকটি ডিভিশনে সেই কাজ চলছে পুরোদমে । পুলিশ সূত্রে খবর , এখনও সব গাছ সরানো সম্ভব হয়নি । এরই মাঝে এল কালবৈশাখী । ঘণ্টায় 96 কিলোমিটার বেগে বইল ঝোড়ো হাওয়া । তার জেরে আবারও ভেঙে পড়ল গাছ । কলকাতায় নতুন করে কতগুলি গাছ ভেঙে পড়েছে তার হিসেব পাওয়া যায়নি । তবে সূত্রের খবর, সেই সংখ্যাটা কম নয় ।

পুলিশ সূত্রে জানা গেছে , দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক লাগোয়া শরৎ বোস রোডে ভেঙে পড়েছে গাছ । সাদার্ন অ্যাভিনিউয়েও গাছ ভেঙে পড়েছে । বাইপাস লাগোয়া এলাকাতেও বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে । সেই সব গাছ সরিয়ে ফেলতে তৎপর হয়েছে ট্র্যাফিক পুলিশ কর্মীরা এবং DMG গ্রুপ । সূত্রের খবর, গাছ ভাঙার ফলে নতুন করে বেশ কিছু তার ছিঁড়েছে । ফলে বিদ্যুৎহীন কয়েকটি এলাকা । এদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কালবৈশাখী ঝড়ে যদি কেউ কোনও সমস্যায় পড়েন তাহলে 100 ডায়ালে জানানো যাবে । কলকাতা পুলিশ দ্রুত সেই সমস্যা সমাধানের চেষ্টা করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.