ETV Bharat / state

Rain in Kolkata: শহরে ঝড়ে ভেঙে পড়ল গাছ, আগামী 5 দিনও রাজ্যজুড়ে চলবে বৃষ্টি - পশ্চিমবঙ্গের আবহাওয়া

বৃষ্টিতে ভিজল শহর ৷ সঙ্গী ছিল ঝোড়ো হাওয়া ৷ ঝড়ে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে ৷ আগামী 5 দিনও রাজ্যজুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

Rain in Kolkata
Rain in Kolkata
author img

By

Published : May 15, 2023, 6:47 PM IST

Updated : May 15, 2023, 8:15 PM IST

আবহাওয়া দফতরের পূর্বাভাস

কলকাতা, 15 মে: হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই ৷ সেই মতোই ঠিক সন্ধে নামার আগেই অন্ধকার নেমে এল শহরের বুকে ৷ কালো মেঘে ঢাকল মহানগরী ৷ ঝোড়ো হাওয়াকে সঙ্গী করে বেশ কয়েক পশলা বৃষ্টিতে ভিজল কলকাতা ৷ শুধু কলকাতা নয়, আশপাশের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি স্বস্তি দিয়েছে মানুষকে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 20 তারিখ পর্যন্ত এই স্বস্তি বজায় থাকবে ৷ গোটা রাজ্যজুড়েই এই সময়টায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে পশ্চিমের কয়েকটি জেলার জন্য রয়েছে তাপপ্রবাহের সতর্কতা ৷

আলিপুর আবহওয়া দফতরের পূর্বাঞ্চলীয় বিভাগের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, আজ থেকেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি শুরু হবে ৷ সেই মতোই সোমবার বিকেলে আকাশ কালো করে বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ সঙ্গে ছিল প্রবল ঝোড়ো হাওয়া ৷ এলোপাথাড়ি হাওয়ায় শহরের বেশকয়েকটি জায়গায় গাছ পড়ার খবর মিলেছে ৷

সোমবার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ এর প্রভাবে প্রচুর দক্ষিণী ঝঞ্ঝা রাজ্যে আসছে ৷ তার ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ৷ আজ থেকে 20 তারিখ পর্যন্ত রাজ্যের সব জায়গাতেই ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি ৷

তিনি জানান, আজ দক্ষিণবঙ্গে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা ও দুই 24 পরগনায় ঝড়বৃষ্টি হবে ৷ শুধু আজই নয়, 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে 20 তারিখ পর্যন্ত ঝড়-বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি ৷ তবে 18, 19 ও 20 তারিখ দক্ষিণবঙ্গে বেশি ঝড়-বৃষ্টি হতে পারে বলে তিনি জানিয়েছেন ৷ উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে ওই তিনদিন বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এই দিনগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

পাশাপাশি উত্তরবঙ্গেও আজ থেকে 20 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে ৷ 18, 19 ও 20 তারিখ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের অধিকর্তা ৷ তিনি জানান, উত্তরের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ মালদা ও দুই দিনাজপুরে হাল্কা বৃষ্টি হতে পারে ৷ তবে 20 মে পর্যন্তই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি ৷ তবে এই বৃষ্টির পরিবেশের মধ্যেও 16 ও 17 তারিখ পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় ৷

আরও পড়ুন: মোকার শঙ্কা সরতেই বঙ্গে ঝড়-বৃষ্টির কথা শোনাল হাওয়া অফিস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

কলকাতা, 15 মে: হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই ৷ সেই মতোই ঠিক সন্ধে নামার আগেই অন্ধকার নেমে এল শহরের বুকে ৷ কালো মেঘে ঢাকল মহানগরী ৷ ঝোড়ো হাওয়াকে সঙ্গী করে বেশ কয়েক পশলা বৃষ্টিতে ভিজল কলকাতা ৷ শুধু কলকাতা নয়, আশপাশের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি স্বস্তি দিয়েছে মানুষকে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 20 তারিখ পর্যন্ত এই স্বস্তি বজায় থাকবে ৷ গোটা রাজ্যজুড়েই এই সময়টায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে পশ্চিমের কয়েকটি জেলার জন্য রয়েছে তাপপ্রবাহের সতর্কতা ৷

আলিপুর আবহওয়া দফতরের পূর্বাঞ্চলীয় বিভাগের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, আজ থেকেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি শুরু হবে ৷ সেই মতোই সোমবার বিকেলে আকাশ কালো করে বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ সঙ্গে ছিল প্রবল ঝোড়ো হাওয়া ৷ এলোপাথাড়ি হাওয়ায় শহরের বেশকয়েকটি জায়গায় গাছ পড়ার খবর মিলেছে ৷

সোমবার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ এর প্রভাবে প্রচুর দক্ষিণী ঝঞ্ঝা রাজ্যে আসছে ৷ তার ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ৷ আজ থেকে 20 তারিখ পর্যন্ত রাজ্যের সব জায়গাতেই ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি ৷

তিনি জানান, আজ দক্ষিণবঙ্গে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা ও দুই 24 পরগনায় ঝড়বৃষ্টি হবে ৷ শুধু আজই নয়, 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে 20 তারিখ পর্যন্ত ঝড়-বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি ৷ তবে 18, 19 ও 20 তারিখ দক্ষিণবঙ্গে বেশি ঝড়-বৃষ্টি হতে পারে বলে তিনি জানিয়েছেন ৷ উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে ওই তিনদিন বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এই দিনগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

পাশাপাশি উত্তরবঙ্গেও আজ থেকে 20 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে ৷ 18, 19 ও 20 তারিখ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের অধিকর্তা ৷ তিনি জানান, উত্তরের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ মালদা ও দুই দিনাজপুরে হাল্কা বৃষ্টি হতে পারে ৷ তবে 20 মে পর্যন্তই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি ৷ তবে এই বৃষ্টির পরিবেশের মধ্যেও 16 ও 17 তারিখ পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় ৷

আরও পড়ুন: মোকার শঙ্কা সরতেই বঙ্গে ঝড়-বৃষ্টির কথা শোনাল হাওয়া অফিস

Last Updated : May 15, 2023, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.