কলকাতা, 22 ফেব্রুয়ারি: এগ্রিগেটের গাইডলাইন নিয়ে বুধবার অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে কড়া বার্তা দিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷ রাজ্যে অ্যাপ ক্যাবের দৌরাত্ম্যে রাশ টানতে পরিবহণ মন্ত্রকের তরফে প্রায় এক বছর আগে 'এগ্রিগেটর আইন' (On-Demand Transportation Technologies Aggregators) লাগু করার নির্দেশিকা প্রকাশ করা হয় । গত বছর মার্চ মাসে এই বিজ্ঞপ্তিটি জারি করে পরিবহণ দফতর। কিন্তু রাজ্যে এখনও চালু হল না সেই আইন। তাই দ্রুত এই আইন কীভাবে বলবৎ করা যায়, সেই নিয়ে অ্যাপ ক্যাব সংস্থা এবং সংগঠনগুলিকে সঙ্গে এদিন বৈঠকে বসেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Transport Minister Snehasis Chakraborty)।
কেন্দ্রীয় সরকারের এই আইন রাজ্যে চালু করার ক্ষেত্রে বারে বারেই পিছিয়েছে সময়সীমা। বিভিন্ন কারণে আইন লাগু করার সময়সীমা পিছিয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই চালক ও মালিকদের মধ্যে বেড়ে চলেছে অসন্তোষ । কারণ এই আইন চালু হলে অ্যাপ ক্যাব সংস্থাগুলি নিজেদের ইচ্ছে মত যেমন কমিশন কাটতে পারবে না, তেমনই চালকদের অনেক সুবিধা দিতে হবে সংস্থাগুলিকে। অ্যাপ ক্যাব চালক এবং মালিক পক্ষ বারে বারে অভিযোগ তুলেছে, তাঁদের একরকম শোষণ করে চলেছে এই সংস্থাগুলি।
শুধু তাই নয়, আইডি ব্লক থেকে শুরু করে চালকরা অভিযোগ জানালে তাতে কোনওরকম কর্ণপাত না করা-সহ আরও একাধিক দাবি নিয়ে বারে বারে সরব হয়েছেন তাঁরা। তাই বহুদিন ধরেই অ্যাপ ক্যাব সংস্থাগুলির উপর যেমন আস্থা হারিয়েছে মালিক ও চালকরা তেমনই যাত্রীরাও । তাই এই ত্রিপাক্ষিক বৈঠকের পর পরিবহণমন্ত্রী বলেন, "চালক থেকে মালিক এবং যাত্রীদের থেকেও অ্যাপ ক্যাব নিয়ে বিভিন্ন সময় অভিযোগ এসেছে । দু'পক্ষের কথাই আমরা শুনেছি ।"
তিনি জানান, এই বিষয়ে আবারও কিছু রদবদল করা হবে ৷ নতুন আরেকটি নির্দেশিকা জারি করবে পরিবহণ দফতর । এছাড়াও প্রতি তিন মাস অন্তর দু'পক্ষকে নিয়ে নিয়মিত বৈঠক করা হবে। আগের যে গাইডলাইনটা ছিল সেটি মানা হয়নি এবং যদি এই নিয়মগুলিও মানা না-হয় তাহলে সরকার আরও বেশি করা পদক্ষেপ করবে বলে পরিবহণ মন্ত্রী জানান । স্নেহাশিস চক্রবর্তী বলেন, "মালিক পক্ষের তরফে জানানো হয়েছে, তাদের যে বেস ফেয়ারটা আছে সেটা যেন আরও একটু বাড়ানো হয় । এছাড়াও তারা দাবি করেছে, তাঁদের থেকে অনেক বেশি কমিশন কাটা হচ্ছে । এর ফলে পরিষেবা দিয়ে তাদের হাতে কিছুই থাকছে না ।"
তবে মালিকপক্ষের তরফে ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের অভিযোগগুলি তাঁরা পরিবহণমন্ত্রীকে জানিয়েছেন । বেশি কমিশন কেটে নেওয়া থেকে শুরু করে আইডি ব্লক করে দেওয়া, এই সব বিষয় আলোচনা হয়েছে । এই ক্ষেত্রে মন্ত্রী জানিয়েছেন, যাদের কোনও পুলিশি মামলা নেই তাদের আইডিব্লক করা যাবে না । অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে মন্ত্রী যে নির্দেশগুলি দিয়েছেন সেগুলি মানা হচ্ছে কি না, দেখে আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে তিনি জানান ৷