ETV Bharat / state

দলবদলের দিন বদলের ইঙ্গিত - ভারতীয় ফুটবল

সাধারণত এই সময়টা ক্লাবগুলি নতুন মরসুমের দল গোছাতে ব্যস্ত থাকে । এককথায় দলবদল শুরু হওয়ার সলতে পাকানো চলতে থাকে । স্বাভাবিক সময়ে জুন মাসের 9 তারিখ থেকে শুরু হয় দলবদল । যা শেষ হয় 31 অগস্ট । কিন্তু কোরোনা ভাইরাসের কারণে প্যানডেমিকের মধ্যে দলবদলের দিনক্ষণ নিয়ে জল্পনা চলছে ।

দলবদল
author img

By

Published : May 12, 2020, 10:45 AM IST

কলকাতা, 12মে: লকডাউনে ক্রীড়াসূচির ব্যাপক বদলের ইঙ্গিত । ইতিমধ্যে বিভিন্ন খেলার নিয়ামক সংস্থা মরসুম ছোটো করার ইঙ্গিত দিয়েছে । এই অবস্থায় ভারতীয় ফুটবল কোন পথে হাঁটে তা দেখার । তবে নির্ধারিত সময়ে মরসুম শুরু হবে না তা পরিষ্কার ।

সাধারণত এই সময়টা ক্লাবগুলি নতুন মরসুমের দল গোছাতে ব্যস্ত থাকে । এককথায় দলবদল শুরু হওয়ার সলতে পাকানো চলতে থাকে । স্বাভাবিক সময়ে জুন মাসের 9 তারিখ থেকে শুরু হয় দলবদল । যা শেষ হয় 31 অগস্ট । কিন্তু কোরোনা ভাইরাসের কারণে দলবদলের দিনক্ষণ নিয়ে জল্পনা চলছে । ফেডারেশন ইতিমধ্যে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে । নতুন দিন স্থির করা হলেও তার মেয়াদ কম হবে কি না তা ঠিক হয়নি । তবে মেয়াদ কম হলে অবাক হওয়ার কিছু থাকবে না । জানুয়ারি মাসের দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো খোলার বিষয় এই মরশুমে হয়তো থাকবে না । আই লিগ এবং ISL কবে থেকে শুরু হবে তা হলপ করে বলতে পারা যাচ্ছে না ।

বিদেশিদের দেশে পা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করবে । সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আই লিগ এবং ISL-এর দিনক্ষণ ঠিক করার বিষয়টি ঠিক করে উঠতে পারছে না । ফিফা ইতিমধ্যে দলবদলের সময়সীমা নিজেদের মতো করে ঠিক করে নেওয়ার অনুমতি দিয়েছে । 15 মার্চের পর থেকে ভারতে ফুটবল গড়ানো বন্ধ । আই লিগ বাতিল করা হয়েছে । দ্বিতীয় ডিভিশন আই লিগ এবং অন্যান্য যুব টুর্নামেন্ট ও জাতীয় স্তরের টুর্নামেন্ট বাতিল করা হয়েছে । তাই দলবদলের সময়সীমা নির্ধারিত করার পাশাপাশি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা নতুন করে শুরু হল ।

কলকাতা, 12মে: লকডাউনে ক্রীড়াসূচির ব্যাপক বদলের ইঙ্গিত । ইতিমধ্যে বিভিন্ন খেলার নিয়ামক সংস্থা মরসুম ছোটো করার ইঙ্গিত দিয়েছে । এই অবস্থায় ভারতীয় ফুটবল কোন পথে হাঁটে তা দেখার । তবে নির্ধারিত সময়ে মরসুম শুরু হবে না তা পরিষ্কার ।

সাধারণত এই সময়টা ক্লাবগুলি নতুন মরসুমের দল গোছাতে ব্যস্ত থাকে । এককথায় দলবদল শুরু হওয়ার সলতে পাকানো চলতে থাকে । স্বাভাবিক সময়ে জুন মাসের 9 তারিখ থেকে শুরু হয় দলবদল । যা শেষ হয় 31 অগস্ট । কিন্তু কোরোনা ভাইরাসের কারণে দলবদলের দিনক্ষণ নিয়ে জল্পনা চলছে । ফেডারেশন ইতিমধ্যে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে । নতুন দিন স্থির করা হলেও তার মেয়াদ কম হবে কি না তা ঠিক হয়নি । তবে মেয়াদ কম হলে অবাক হওয়ার কিছু থাকবে না । জানুয়ারি মাসের দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো খোলার বিষয় এই মরশুমে হয়তো থাকবে না । আই লিগ এবং ISL কবে থেকে শুরু হবে তা হলপ করে বলতে পারা যাচ্ছে না ।

বিদেশিদের দেশে পা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করবে । সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আই লিগ এবং ISL-এর দিনক্ষণ ঠিক করার বিষয়টি ঠিক করে উঠতে পারছে না । ফিফা ইতিমধ্যে দলবদলের সময়সীমা নিজেদের মতো করে ঠিক করে নেওয়ার অনুমতি দিয়েছে । 15 মার্চের পর থেকে ভারতে ফুটবল গড়ানো বন্ধ । আই লিগ বাতিল করা হয়েছে । দ্বিতীয় ডিভিশন আই লিগ এবং অন্যান্য যুব টুর্নামেন্ট ও জাতীয় স্তরের টুর্নামেন্ট বাতিল করা হয়েছে । তাই দলবদলের সময়সীমা নির্ধারিত করার পাশাপাশি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা নতুন করে শুরু হল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.