কলকাতা, 22 ডিসেম্বর : একসময় একটি গুরুত্বপূর্ণ পরিবহনের অঙ্গ ছিল ট্রামকার । তবে সময়ের সঙ্গে তাল মেলাতে না পেরে তা ধুঁকছিল । তাই রাজ্য পরিবহন নিগমের উদ্যোগে একাধিক পদক্ষেপ করা হয়েছে । এসেছে পাটরানি ট্রাম, লাইব্রেরি ট্রাম, চিলড্রেন লাইব্রেরি ট্রাম, রেস্টুরেন্ট ট্রাম । এবার সেই তালিকায় যুক্ত হল "ট্রাম ওয়ার্ল্ড কলকাতা" ।
কী এই "ট্রাম ওয়ার্ল্ড কলকাতা" ?
23 ডিসেম্বর থেকে গড়িয়াহাট ট্রাম ডিপোয় সাধারণ মানুষ ও ট্রামপ্রেমীদের জন্য খুলে যাচ্ছে "ট্রাম ওয়ার্ল্ড কলকাতা" । 22 ডিসেম্বর 1880 সালে দা ক্যালকাটা ট্রামওয়েজ় কম্পানি তৈরি হয় ৷ লন্ডনে আজকের দিনেই কম্পানিটির রেজিস্ট্রেশন হয় । চলতি মাসে পূর্ণ হচ্ছে তার 140 তম বছর । সেই উপলক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)- এর উদ্যোগে গড়িয়াহাট ট্রাম ডিপোয় তৈরি হল "ট্রাম ওয়ার্ল্ড কলকাতা" ৷ ট্রামকে বিভিন্ন বয়সি মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য রাজ্য পরিবহন দপ্তরের এই অভিনব চেষ্টা । কাঠের বগির পুরোনো ট্রামকে মেরামত করে নতুন রূপে সাজিয়ে একটি মিউজ়িয়ামের আকারে এখানে রাখা হয়েছে । WBTC-র শিল্পীরা ট্রেনটির বাইরে এবং ভেতরে এই চিত্রগুলি অঙ্কন করেছেন ।
শুধুমাত্র দেশি ট্রামই নয়, এই মিউজ়িয়ামে জায়গা করে নিয়েছে বিদেশের পুরোনো ট্রামকারও । পুরোনো ট্রামের পাশাপাশি এখানে থাকছে পুরোনো চার চাকার গাড়ি বা ভিন্টেজ কার । ক্লাসিক ড্রাইভার্স ক্লাব নামক একটি ক্লাব ভিন্টেজ় গাড়ির অংশটি সাজিয়ে তুলতে সাহায্য করেছে । বাড়তি পাওনা হিসেবে এখানে থাকছে কনসার্ট প্লেস, ফুডকোর্ট, ওয়েটিং রুম, ফটো গ্যালারি আরও অনেক কিছুই । এখানে 1938 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ের ট্রাম রাখা হয়েছে । প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে এই ট্রাম সংগ্রহশালাটি । টিকিটের মূল্য 30 টাকা । ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য লনটি ভাড়া নেওয়া যাবে ।
WBTC-র ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন , "নবীনদের আবার ট্রামের প্রতি আকৃষ্ট করতে আমাদের এই অভিনব উদ্যোগ । এর ফলে যেমন ট্রাম জনপ্রিয়তা পাবে তেমনই যেসব পুরোনো ট্রেনগুলি একেবারে বাতিল হয়ে যেত সেগুলি বাতিল না করে সেগুলিকে নবরূপে শহরবাসীর কাছে তুলে ধরা হয়েছে । "