ETV Bharat / state

পুজোর ছুটিতে ঘুরতে যাবেন ? টিকিট কাটুন কাল থেকেই

দুর্গাপুজোয় আপনার ডেস্টিনেশন যদি হয় পুরি বা দিঘা, তাহলে আগামীকাল থেকেই বুক করতে পারবেন পছন্দমতো ডেস্টিনেশনের আগাম টিকিট ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 8, 2019, 9:19 PM IST

কলকাতা, 8 জুন : দুর্গাপুজোয় আপনার ডেস্টিনেশন পুরি বা দিঘা ? তবে, কাল থেকেই বুক করতে পারবেন পছন্দমতো ডেস্টিনেশনের আগাম টিকিট । আগামী কাল থেকেই বিভিন্ন স্টেশনে খুলে দেওয়া হবে আগাম টিকিটের কাউন্টার ।

টিকিট বুকিংয়ের জন্য আগামী 9, 16 ও 23 জুন শিয়ালদা বিভাগে 16টি প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেম বা PRS খোলা থাকবে । হাওড়া বিভাগের 4টি স্যাটেলাইট রিজ়ার্ভেশন অফিস বা SRO খোলা থাকবে আগামী 9, 16, 23 ও 30 জুন ।

শিয়ালদা বিভাগের কোন স্টেশনে PRS-এর কটা কাউন্টার থাকবে সেগুলি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । সেগুলি হল-

  • এয়ারপোর্ট বুকিং অফিসে একটি কাউন্টার
  • বালিগঞ্জ জংশনে একটি কাউন্টার
  • ব্যারাকপুর স্টেশনে একটি কাউন্টার
  • বহরমপুর কোর্টে দুটি কাউন্টার
  • বারুইপুর স্টেশনে একটি কাউন্টার
  • বসিরহাটে স্টেশনে একটি কাউন্টার
  • হাবরা স্টেশনে একটি কাউন্টার
  • দমদম জংশনে দুটি কাউন্টার
  • কৃষ্ণনগর সিটি জংশনে একটি কাউন্টার
  • কলকাতা স্টেশনে দুটি কাউন্টার
  • নৈহাটি জংশনে একটি কাউন্টার
  • রানাঘাট জংশনে একটি কাউন্টার
  • শিয়ালদা ছটি কাউন্টার ও একটি এনকোয়ারি কাউন্টার
  • সল্টলেকে একটি কাউন্টার
  • সোনারপুর জংশনে একটি কাউন্টার
  • বারাসত জংশনে একটি কাউন্টার

কলকাতা, 8 জুন : দুর্গাপুজোয় আপনার ডেস্টিনেশন পুরি বা দিঘা ? তবে, কাল থেকেই বুক করতে পারবেন পছন্দমতো ডেস্টিনেশনের আগাম টিকিট । আগামী কাল থেকেই বিভিন্ন স্টেশনে খুলে দেওয়া হবে আগাম টিকিটের কাউন্টার ।

টিকিট বুকিংয়ের জন্য আগামী 9, 16 ও 23 জুন শিয়ালদা বিভাগে 16টি প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেম বা PRS খোলা থাকবে । হাওড়া বিভাগের 4টি স্যাটেলাইট রিজ়ার্ভেশন অফিস বা SRO খোলা থাকবে আগামী 9, 16, 23 ও 30 জুন ।

শিয়ালদা বিভাগের কোন স্টেশনে PRS-এর কটা কাউন্টার থাকবে সেগুলি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । সেগুলি হল-

  • এয়ারপোর্ট বুকিং অফিসে একটি কাউন্টার
  • বালিগঞ্জ জংশনে একটি কাউন্টার
  • ব্যারাকপুর স্টেশনে একটি কাউন্টার
  • বহরমপুর কোর্টে দুটি কাউন্টার
  • বারুইপুর স্টেশনে একটি কাউন্টার
  • বসিরহাটে স্টেশনে একটি কাউন্টার
  • হাবরা স্টেশনে একটি কাউন্টার
  • দমদম জংশনে দুটি কাউন্টার
  • কৃষ্ণনগর সিটি জংশনে একটি কাউন্টার
  • কলকাতা স্টেশনে দুটি কাউন্টার
  • নৈহাটি জংশনে একটি কাউন্টার
  • রানাঘাট জংশনে একটি কাউন্টার
  • শিয়ালদা ছটি কাউন্টার ও একটি এনকোয়ারি কাউন্টার
  • সল্টলেকে একটি কাউন্টার
  • সোনারপুর জংশনে একটি কাউন্টার
  • বারাসত জংশনে একটি কাউন্টার
Wb_kol_puja ticket booking railway_copy_papri কলকাতা, 8 জুন: দুর্গাপুজো মানেই ছুটিতে বেরিয়ে পড়া। তাই পুজোর ছুটিতে কোথাও ঘুরতে যেতে চাইলে টিকিট কাটুন কাল থেকেই। যাত্রীদের সুবিধার জন্য আগাম সংরক্ষিত আসনের টিকিট কাটার কাউন্টার খুলছে স্টেশনগুলিতে। পুজোর টিকিট বুকিংয়ের জন্য শিয়ালদহ বিভাগে 16টি প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা পিআরএস খোলা থাকবে। আগামী তিনটি রবিবার- 9, 16 ও 23 জুন পিআরএসগুলি সকাল থেকেই খোলা থাকবে। এছাড়াও হাওড়া বিভাগের সবকটি স্যাটেলাইট রিজার্ভেশন অফিস বা এসআরও খোলা থাকবে। আগামী সবকটি রবিবার -9, 16, 23, ও 30 জুন সকাল থেকেই হাওড়া স্টেশনে 4টি এসআরও খোলা থাকবে। যে জায়গাগুলিতে পিআরএস থাকবার সেই জায়গায়গুলি হল: শিয়ালদহ বিভাগ: এয়ারপোর্ট বুকিং অফিস একটি কাউন্টার বালিগঞ্জ জংশন একটি কাউন্টার ব্যারাকপুর একটি কাউন্টার      বহরমপুর কোট দুটি কাউন্টার    বারুইপুর একটি কাউন্টার       বসিরহাট একটি কাউন্টার    হাবরা একটি কাউন্টার      দমদম জংশন দুটি কাউন্টার      কৃষ্ণনগর সিটি জংশন একটি কাউন্টার        কলকাতা দুটি কাউন্টার Kolkata নৈহাটি জংশন একটি কাউন্টার     রানাঘাট জংশন একটি কাউন্টার     শিয়ালদহ ছটি কাউন্টার ও একটি এনকোয়ারি কাউন্টার     সল্টলেক একটি কাউন্টার     সোনারপুর জংশন একটি কাউন্টার   বারাসাত জংশন একটি কাউন্টার। পাশাপাশি হাওড়া বিভাগে সবকটি এসআরও খোলা থাকবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.