কলকাতা, 8 জুন : দুর্গাপুজোয় আপনার ডেস্টিনেশন পুরি বা দিঘা ? তবে, কাল থেকেই বুক করতে পারবেন পছন্দমতো ডেস্টিনেশনের আগাম টিকিট । আগামী কাল থেকেই বিভিন্ন স্টেশনে খুলে দেওয়া হবে আগাম টিকিটের কাউন্টার ।
টিকিট বুকিংয়ের জন্য আগামী 9, 16 ও 23 জুন শিয়ালদা বিভাগে 16টি প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেম বা PRS খোলা থাকবে । হাওড়া বিভাগের 4টি স্যাটেলাইট রিজ়ার্ভেশন অফিস বা SRO খোলা থাকবে আগামী 9, 16, 23 ও 30 জুন ।
শিয়ালদা বিভাগের কোন স্টেশনে PRS-এর কটা কাউন্টার থাকবে সেগুলি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । সেগুলি হল-
- এয়ারপোর্ট বুকিং অফিসে একটি কাউন্টার
- বালিগঞ্জ জংশনে একটি কাউন্টার
- ব্যারাকপুর স্টেশনে একটি কাউন্টার
- বহরমপুর কোর্টে দুটি কাউন্টার
- বারুইপুর স্টেশনে একটি কাউন্টার
- বসিরহাটে স্টেশনে একটি কাউন্টার
- হাবরা স্টেশনে একটি কাউন্টার
- দমদম জংশনে দুটি কাউন্টার
- কৃষ্ণনগর সিটি জংশনে একটি কাউন্টার
- কলকাতা স্টেশনে দুটি কাউন্টার
- নৈহাটি জংশনে একটি কাউন্টার
- রানাঘাট জংশনে একটি কাউন্টার
- শিয়ালদা ছটি কাউন্টার ও একটি এনকোয়ারি কাউন্টার
- সল্টলেকে একটি কাউন্টার
- সোনারপুর জংশনে একটি কাউন্টার
- বারাসত জংশনে একটি কাউন্টার