ETV Bharat / state

Coromandel Express Accident: করমণ্ডল-দুর্ঘটনার জেরে বাতিল একাধিক ট্রেন, ঘুরপথে চলবে বেশ কিছু - বাতিল হয়েছে একাধিক ট্রেন

বালাসোরের ট্রেন বিপর্যয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 238 জন ৷ আহত হয়েছেন কমপক্ষে 900 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা ৷ তার জেরেই বাতিল হয়েছে একাধিক ট্রেন ৷ বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে ৷

Etv Bharat
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল একাধিক ট্রেন
author img

By

Published : Jun 3, 2023, 9:38 AM IST

কলকাতা, 3 জুন: শালিমার-চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে বাতিল একাধিক ট্রেন ৷ বেশ কিছু ট্রেনকে ঘুরপথে গন্তব্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ দুর্ঘটনার ফলে যাত্রী পরিষেবা বেশ কিছুটা ব্যাহত হতে চলেছে ৷ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এখনও জানা নেই ৷ এই ধরনের বড় দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার কাজ শেষ করার পরেও বেশ কিছু কাজ থাকে ৷ অনেক ক্ষেত্রে রেলের মেরামতি -সহ বেশ কিছু কাজ করতে বেশ খানিকটা সময় লেগে যায় ৷ সব মিলিয়ে বলাই যায় পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা জানতে আরও কিছুটা সময় লাগবে ৷

বাতিল হওয়া ট্রেন:

রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই বাতিল হওয়া ট্রেনর তালিকা প্রকাশ করা হয়েছে ৷ বাতিল হওয়া ট্রেনগুলি হল 08411 বালাসোর-ভুবনেশ্বর, 08415 জলেশ্বর-পুরী, 12891 বাংরিপোসি-পুরী, 18021 খড়গপুর- খুরদা রোড, 08063 খড়গপুর-ভদ্রক, 22895 হাওড়া-পুরী, 12703 হাওড়া-সেকেন্দ্রাবাদ, 12821 শালিমার-পুরী, 12245 হাওড়া-বেঙ্গালুরু, 08031 বালাসোর-ভদ্রক, 18045 শালিমার-হায়দ্রাবাদ, 20889 হাওড়া-তিরুপতি ৷

যাত্রাপথ পরিবর্তন হয়েছে যে সমস্ত ট্রেনের :

এছড়াও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে 5644 কামাখ্যা-পুরী, 12508 শিলচর-তিরুবনন্তপুরম, 22504 ডিব্রুগড়-কন্যাকুমারী, 12820 আনন্দবিহার -ভুবনেশ্বর, 22812 নিউদিল্লি-ভুবনেশ্বর,12876 আনন্দ বিহার-পুরী, 22612 নিউ জলপাইগুড়ি-মাদ্রাজ ও 07047 ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের ৷

আরও পড়ুন : ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 233, ওড়িশায় একদিনের শোক

প্রসঙ্গত, ট্রেন দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় ওড়িশায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 233 জনের, আহত হয়েছেন প্রায় 900 জন ৷ তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ উদ্ধার কার্যের জন্য ইতিমধ্যেই সেনাও নামানো হয়েছে ৷ রেলমন্ত্রেকর পক্ষ থেকে ঘোষণা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে ৷ দুর্ঘটনায় নিহতদের 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের 2 লক্ষ টাকা এবং তূলনামূলক কম জখমদের 50 হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে ৷ পাশাপাশি এই ঘটনায় রেলের তরফে বেশ কয়েকটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কলকাতা, 3 জুন: শালিমার-চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে বাতিল একাধিক ট্রেন ৷ বেশ কিছু ট্রেনকে ঘুরপথে গন্তব্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ দুর্ঘটনার ফলে যাত্রী পরিষেবা বেশ কিছুটা ব্যাহত হতে চলেছে ৷ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এখনও জানা নেই ৷ এই ধরনের বড় দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার কাজ শেষ করার পরেও বেশ কিছু কাজ থাকে ৷ অনেক ক্ষেত্রে রেলের মেরামতি -সহ বেশ কিছু কাজ করতে বেশ খানিকটা সময় লেগে যায় ৷ সব মিলিয়ে বলাই যায় পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা জানতে আরও কিছুটা সময় লাগবে ৷

বাতিল হওয়া ট্রেন:

রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই বাতিল হওয়া ট্রেনর তালিকা প্রকাশ করা হয়েছে ৷ বাতিল হওয়া ট্রেনগুলি হল 08411 বালাসোর-ভুবনেশ্বর, 08415 জলেশ্বর-পুরী, 12891 বাংরিপোসি-পুরী, 18021 খড়গপুর- খুরদা রোড, 08063 খড়গপুর-ভদ্রক, 22895 হাওড়া-পুরী, 12703 হাওড়া-সেকেন্দ্রাবাদ, 12821 শালিমার-পুরী, 12245 হাওড়া-বেঙ্গালুরু, 08031 বালাসোর-ভদ্রক, 18045 শালিমার-হায়দ্রাবাদ, 20889 হাওড়া-তিরুপতি ৷

যাত্রাপথ পরিবর্তন হয়েছে যে সমস্ত ট্রেনের :

এছড়াও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে 5644 কামাখ্যা-পুরী, 12508 শিলচর-তিরুবনন্তপুরম, 22504 ডিব্রুগড়-কন্যাকুমারী, 12820 আনন্দবিহার -ভুবনেশ্বর, 22812 নিউদিল্লি-ভুবনেশ্বর,12876 আনন্দ বিহার-পুরী, 22612 নিউ জলপাইগুড়ি-মাদ্রাজ ও 07047 ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের ৷

আরও পড়ুন : ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 233, ওড়িশায় একদিনের শোক

প্রসঙ্গত, ট্রেন দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় ওড়িশায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 233 জনের, আহত হয়েছেন প্রায় 900 জন ৷ তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ উদ্ধার কার্যের জন্য ইতিমধ্যেই সেনাও নামানো হয়েছে ৷ রেলমন্ত্রেকর পক্ষ থেকে ঘোষণা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে ৷ দুর্ঘটনায় নিহতদের 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের 2 লক্ষ টাকা এবং তূলনামূলক কম জখমদের 50 হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে ৷ পাশাপাশি এই ঘটনায় রেলের তরফে বেশ কয়েকটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.