ETV Bharat / state

রেলের মেরামতির কাজে শনিবার বাতিল একগুচ্ছ ট্রেন, রইল তালিকা - বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন

Train cancellation on 16 December: শনিবার, 16 ডিসেম্বর বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন ৷ রইল সেই তালিকা ৷

ETV Bharat
শনিবার বাতিল একগুচ্ছ ট্রেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 2:54 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: আগামী 16 ডিসেম্বর অর্থাৎ শনিবার পূর্ব রেল শাখায় আবারও বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন ৷ এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে ৷ কৃষ্ণনগর-লালগোলা সেকশনের দেবগ্রাম বেথুয়াডহরি স্টেশনের মধ্যে রেলের মেরামতির কাজ হবে ৷ সেই জন্য এই ট্রাফিক এবং পাওয়া ব্লক নেওয়া হতে চলেছে ৷

আগামী শনিবার কৃষ্ণনগর ও লালগোলা সেকশনের আপ ও ডাউন লাইনে 10 ঘণ্টার মেগা পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ শনিবার সকাল 9.50 মিনিট থেকে সন্ধ্যা 7.50 মিনিট পর্যন্ত এই মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে ৷ তাই ট্রাফিক ও পাওয়ার ব্লকের সময় একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আগামী শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা এক নজরে:

  • আপ 31819/ডাউন 31822 শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন
  • আপ 03193/ডাউন 03194 কলকাতা টার্মিনাল লালগোলা
  • আপ 31773, 31769, 31771/ ডাউন 31768, 31770, 31774 রানাঘাট লালগোলা
  • আপ 31861/ডাউন 31864 কৃষ্ণনগর সিটি জংশন লালগোলা
  • আপ 03115, 03183/ডাউন 03196, 03190 শিয়ালদহ লালগোলা

শর্ট টার্মিনেশন ও শর্ট অরিজিনেশন

  • 30145 বিবিদি বাগ-কৃষ্ণনগর
  • 31821 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31824 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31825 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31828 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31827 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31830 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31829 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31832 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31831 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31834 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31833 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31836 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31801 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31838 কৃষ্ণনগর-শিয়ালদা

16 ডিসেম্বর রিশিডিউল করা ট্রেনগুলির তালিকা:

  • 13114 লালগোলা-কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস এবং 03189 শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার যথাক্রমে 60 মিনিট ও 40 মিনিটের জন্য রিশিডিউল করা হবে ৷
  • 03192 লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে কৃষ্ণপুর থেকে ছাড়বে এবং ট্রেনটি 210 মিনিটের জন্য রিশিডিউল কর হবে ৷

যাত্রাপথ বদল বা ডাইভারশন: 03184 লালগোলা-শিয়ালদা ৷ এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য 16 ডিসেম্বর লালগোলা এবং দেবগ্রামের মধ্যে চার জোড়া বিশেষ ট্রেন চালানো হবে ৷

ডাউন লাইনে এই বিশেষ ট্রেনগুলি লালগোলা থেকে সকল 9 টা, বেলা 11:15 মিনিট, দুপুর 2টো ও বেলা 3.30 মিনিটে ছেড়ে দেবগ্রাম পৌঁছবে যথাক্রমে 10:35 মিনিটে, 12:50 মিনিটে, 15:35 মিনিটে এবং 17:05 মিনিটে ৷ পাশাপাশি আপ লাইনে দেবগ্রাম থেকে বিশেষ ট্রেন ছাড়বে 11:20 মিনিটে, 13:20 মিনিটে, 16:00 মিনিটে এবং 17:20 মিনিটে ৷ ট্রেনগুলি লালগোলা পৌঁছবে 13:00 মিনিটে, 15:00 মিনিটে, 17:40 মিনিটে এবং 18:50 মিনিটে ৷

আরও পড়ুন:

  1. 19 রকমের পদ সাজিয়ে লোকালের কামরায় বন্ধুকে আইবুড়ো ভাত নিত্যযাত্রীদের
  2. রেললাইনে চলে এল লরি ! ফরাক্কায় রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিনে লাগল আগুন
  3. ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু উত্তরাখণ্ডে, আহত সাত মাসের শাবক; প্রশ্নের মুখে রেলের ভূমিকা

কলকাতা, 15 ডিসেম্বর: আগামী 16 ডিসেম্বর অর্থাৎ শনিবার পূর্ব রেল শাখায় আবারও বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন ৷ এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে ৷ কৃষ্ণনগর-লালগোলা সেকশনের দেবগ্রাম বেথুয়াডহরি স্টেশনের মধ্যে রেলের মেরামতির কাজ হবে ৷ সেই জন্য এই ট্রাফিক এবং পাওয়া ব্লক নেওয়া হতে চলেছে ৷

আগামী শনিবার কৃষ্ণনগর ও লালগোলা সেকশনের আপ ও ডাউন লাইনে 10 ঘণ্টার মেগা পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ শনিবার সকাল 9.50 মিনিট থেকে সন্ধ্যা 7.50 মিনিট পর্যন্ত এই মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে ৷ তাই ট্রাফিক ও পাওয়ার ব্লকের সময় একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আগামী শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা এক নজরে:

  • আপ 31819/ডাউন 31822 শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন
  • আপ 03193/ডাউন 03194 কলকাতা টার্মিনাল লালগোলা
  • আপ 31773, 31769, 31771/ ডাউন 31768, 31770, 31774 রানাঘাট লালগোলা
  • আপ 31861/ডাউন 31864 কৃষ্ণনগর সিটি জংশন লালগোলা
  • আপ 03115, 03183/ডাউন 03196, 03190 শিয়ালদহ লালগোলা

শর্ট টার্মিনেশন ও শর্ট অরিজিনেশন

  • 30145 বিবিদি বাগ-কৃষ্ণনগর
  • 31821 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31824 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31825 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31828 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31827 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31830 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31829 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31832 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31831 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31834 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31833 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31836 কৃষ্ণনগর-শিয়ালদা
  • 31801 শিয়ালদা-কৃষ্ণনগর
  • 31838 কৃষ্ণনগর-শিয়ালদা

16 ডিসেম্বর রিশিডিউল করা ট্রেনগুলির তালিকা:

  • 13114 লালগোলা-কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস এবং 03189 শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার যথাক্রমে 60 মিনিট ও 40 মিনিটের জন্য রিশিডিউল করা হবে ৷
  • 03192 লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে কৃষ্ণপুর থেকে ছাড়বে এবং ট্রেনটি 210 মিনিটের জন্য রিশিডিউল কর হবে ৷

যাত্রাপথ বদল বা ডাইভারশন: 03184 লালগোলা-শিয়ালদা ৷ এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য 16 ডিসেম্বর লালগোলা এবং দেবগ্রামের মধ্যে চার জোড়া বিশেষ ট্রেন চালানো হবে ৷

ডাউন লাইনে এই বিশেষ ট্রেনগুলি লালগোলা থেকে সকল 9 টা, বেলা 11:15 মিনিট, দুপুর 2টো ও বেলা 3.30 মিনিটে ছেড়ে দেবগ্রাম পৌঁছবে যথাক্রমে 10:35 মিনিটে, 12:50 মিনিটে, 15:35 মিনিটে এবং 17:05 মিনিটে ৷ পাশাপাশি আপ লাইনে দেবগ্রাম থেকে বিশেষ ট্রেন ছাড়বে 11:20 মিনিটে, 13:20 মিনিটে, 16:00 মিনিটে এবং 17:20 মিনিটে ৷ ট্রেনগুলি লালগোলা পৌঁছবে 13:00 মিনিটে, 15:00 মিনিটে, 17:40 মিনিটে এবং 18:50 মিনিটে ৷

আরও পড়ুন:

  1. 19 রকমের পদ সাজিয়ে লোকালের কামরায় বন্ধুকে আইবুড়ো ভাত নিত্যযাত্রীদের
  2. রেললাইনে চলে এল লরি ! ফরাক্কায় রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিনে লাগল আগুন
  3. ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু উত্তরাখণ্ডে, আহত সাত মাসের শাবক; প্রশ্নের মুখে রেলের ভূমিকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.