ETV Bharat / state

Train Accident: শিয়ালদায় পাশাপাশি ধাক্কা 2 লোকালের, সাসপেন্ড কারশেডগামী ট্রেনের চালক - শিয়ালদা স্টেশনে লাইনচ্যুত ট্রেন

শিয়ালদা শাখায় দুর্ঘটনা (Train Accident) । পাশাপাশি ধাক্কা দুটি ট্রেনের ৷ বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে এই ঘটনার জেরে বাতিল হয়েছে 18টি লোকাল ট্রেন ৷ চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের ৷ সাসপেন্ড করা হয়েছে কারশেডগামী ট্রেনের চালককে ৷

Train Accident
Train Accident
author img

By

Published : Nov 30, 2022, 1:36 PM IST

Updated : Dec 12, 2022, 10:07 PM IST

শিয়ালদা, 30 নভেম্বর: শিয়ালদা শাখায় দুর্ঘটনা (Train Accident in Sealdah Section) ৷ পাশাপাশি ধাক্কা দুই লোকাল ট্রেনের ৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা ৷ সাময়িকভাবে আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে পড়েছিল ট্রেন চলাচল ।

পূর্ব্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তাদের 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷"

বুধবার বেলা 12টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে । আপ লাইনে ছিল রানাঘাট লোকাল । 8 নম্বর প্লাটফর্ম থেকে রানাঘাট লোকালটি বেরোচ্ছিল ৷ সেই একই সময় 6 নম্বর প্লাটফর্ম ছেড়ে কারশেডের দিকে যাচ্ছিল নৈহাটি মাতৃভূমি লোকাল । ওই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় ৷ এর ফলে পাশ থেকে যাওয়া রানাঘাট লোকালের সঙ্গে ধাক্কা লেগে যায় । এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রানাঘাট লোকালের ইঞ্জিনের জায়গাটি । এরপর আপ ও ডাউন লাইনে একের পর এক দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেনগুলি ।

রেল সূত্রে খবর, 2:05 মিনিটে মাতৃভূমি লোকাল লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৷ এরপর 2:10 আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে । এই ঘটনার জেরে 18টি লোকাল ট্রেন বাতিল হয়েছে ৷ কিন্তু কোনও মেল বা এক্সপ্রেস ট্রেন বাতিল অথবা বিলম্বিত হয়নি ।

Train Accident
শিয়ালদায় লাইনচ্যুত মাতৃভূমি লোকাল

আরও পড়ুন: বিশ্রামাগারে ঢুকে গেল লাইনচ্যুত মালগাড়ি, মৃত 2, বাতিল পুরী যাওয়ার একাধিক ট্রে

রানাঘাট লোকালে থাকা যাত্রীদের কোনও সমস্যা হয়নি । কারণ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রেনটিকে খালি করে দেওয়া হয়েছে । কিন্তু এই ঘটনায় সপ্তাহের ব্যস্ত দিনে দুর্ভোগে পড়েছে যাত্রীরা ৷ রেল লাইন ধরে বেশ কিছুটা হেঁটে প্ল্যাটফর্মের দিকে যেতে দেখা গিয়েছে তাদের ।

শিয়ালদায় পাশাপাশি ধাক্কা 2 লোকাল ট্রেনের

এই ঘটনায় কারশেডগামী মাতৃভূমি লোকালের চালককে সাসপেন্ড করা হয়েছে । জানা গিয়েছে, সিগনালের কোন বিভ্রাট ছিল না । চালক সিগন্যাল থাকা সত্ত্বেও তা এড়িয়ে এগিয়ে চলে গিয়েছিল কারশেডের দিকে ৷ আর এর ফলেই ঘটে এই দুর্ঘটনা । রেল সূত্রে খবর, এর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারতো, যে কারণে তাঁকে সাসপেন্ড করা হয়েছে । তদন্ত কমিটির রিপোর্ট আসতে এখনও এক থেকে দু'দিন সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ।

শিয়ালদা, 30 নভেম্বর: শিয়ালদা শাখায় দুর্ঘটনা (Train Accident in Sealdah Section) ৷ পাশাপাশি ধাক্কা দুই লোকাল ট্রেনের ৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা ৷ সাময়িকভাবে আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে পড়েছিল ট্রেন চলাচল ।

পূর্ব্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তাদের 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷"

বুধবার বেলা 12টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে । আপ লাইনে ছিল রানাঘাট লোকাল । 8 নম্বর প্লাটফর্ম থেকে রানাঘাট লোকালটি বেরোচ্ছিল ৷ সেই একই সময় 6 নম্বর প্লাটফর্ম ছেড়ে কারশেডের দিকে যাচ্ছিল নৈহাটি মাতৃভূমি লোকাল । ওই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় ৷ এর ফলে পাশ থেকে যাওয়া রানাঘাট লোকালের সঙ্গে ধাক্কা লেগে যায় । এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রানাঘাট লোকালের ইঞ্জিনের জায়গাটি । এরপর আপ ও ডাউন লাইনে একের পর এক দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেনগুলি ।

রেল সূত্রে খবর, 2:05 মিনিটে মাতৃভূমি লোকাল লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৷ এরপর 2:10 আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে । এই ঘটনার জেরে 18টি লোকাল ট্রেন বাতিল হয়েছে ৷ কিন্তু কোনও মেল বা এক্সপ্রেস ট্রেন বাতিল অথবা বিলম্বিত হয়নি ।

Train Accident
শিয়ালদায় লাইনচ্যুত মাতৃভূমি লোকাল

আরও পড়ুন: বিশ্রামাগারে ঢুকে গেল লাইনচ্যুত মালগাড়ি, মৃত 2, বাতিল পুরী যাওয়ার একাধিক ট্রে

রানাঘাট লোকালে থাকা যাত্রীদের কোনও সমস্যা হয়নি । কারণ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রেনটিকে খালি করে দেওয়া হয়েছে । কিন্তু এই ঘটনায় সপ্তাহের ব্যস্ত দিনে দুর্ভোগে পড়েছে যাত্রীরা ৷ রেল লাইন ধরে বেশ কিছুটা হেঁটে প্ল্যাটফর্মের দিকে যেতে দেখা গিয়েছে তাদের ।

শিয়ালদায় পাশাপাশি ধাক্কা 2 লোকাল ট্রেনের

এই ঘটনায় কারশেডগামী মাতৃভূমি লোকালের চালককে সাসপেন্ড করা হয়েছে । জানা গিয়েছে, সিগনালের কোন বিভ্রাট ছিল না । চালক সিগন্যাল থাকা সত্ত্বেও তা এড়িয়ে এগিয়ে চলে গিয়েছিল কারশেডের দিকে ৷ আর এর ফলেই ঘটে এই দুর্ঘটনা । রেল সূত্রে খবর, এর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারতো, যে কারণে তাঁকে সাসপেন্ড করা হয়েছে । তদন্ত কমিটির রিপোর্ট আসতে এখনও এক থেকে দু'দিন সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ।

Last Updated : Dec 12, 2022, 10:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.