ETV Bharat / state

নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু

author img

By

Published : Dec 23, 2020, 8:45 PM IST

আজ সকাল 10টা 30 মিনিটে নোয়াপাড়া থেকে বরানগর হয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশে যাত্রা করে মেট্রো ৷ ট্রায়াল রানে কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার সহ অন্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন ।

মেট্রোর ট্রায়াল রান
মেট্রোর ট্রায়াল রান

কলকাতা, 23 ডিসেম্বর : কলকাতা মেট্রো প্রকল্পের সম্প্রসারিত অংশ অর্থাৎ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর রুটের আজ প্রথম দিনের ট্রায়াল রান সম্পন্ন হল । কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যে প্রথমদিনের পরীক্ষামূলক দৌড় সফলভাবেই সম্পন্ন হয়েছে । জানা গিয়েছে যে, আগামী দু'থেকে তিন মাস চলবে ট্রায়াল রান । এরপর বাণিজ্যিকভাবে শুরু হয়ে যাবে এই অংশের মেট্রো চলাচল ।

আজ সকাল 10টা 30 মিনিটে নোয়াপাড়া থেকে বরানগর হয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশে যাত্রা করে মেট্রো ৷ ট্রায়াল রানে কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার সহ অন্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন । তাঁরা দক্ষিণেশ্বর পর্যন্ত যান । আবার ওই ট্রেনে করেই নোয়াপাড়া ফিরে আসেন ।

দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে মেট্রো ও রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএলের আধিকারিকরা প্ল্যাটফর্ম, এন্ট্রি, এগজ়িট গেট, সার্কুলেটিং এরিয়া, এস্কেলেটর, লিফট ও যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখেন । ট্রায়ালের জন্য ব্যবহার করা হয়েছে এমআর-412 মেধা রেক । এই লাইনে ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সফটওয়ার নামে একটি অত্যাধুনিক সফটওয়ার ব্যবহার করা হয়েছে । এই সফওয়ারটির সাহায্যে যেকোনও ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব । সফটওয়ারটি জার্মানি থেকে আনা হয়েছে ।

আরও পড়ুন :-মেট্রো স্টেশনের নামের বোর্ডে গুরুত্ব কমেছে বাংলার ? গুঞ্জন শুরু

9 বছর ধরে চলছে এই অংশের কাজ । প্রায় 4 কিমি পথ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর । কলকাতা মেট্রোর প্রধান জনসংযোগ অধকারিক ইন্দ্রাণী বন্দোপাধ্যায় বলেন, "আজ প্রথম দিনের ট্রায়াল সম্পন্ন হল ৷ ভালোভাবেই সম্পন্ন হয়েছে এই ট্রায়াল ৷ আজকের রিপোর্টের উপর নির্ভর করবে এরপরে কবে আবার ট্রায়াল হবে ৷’’

কলকাতা, 23 ডিসেম্বর : কলকাতা মেট্রো প্রকল্পের সম্প্রসারিত অংশ অর্থাৎ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর রুটের আজ প্রথম দিনের ট্রায়াল রান সম্পন্ন হল । কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যে প্রথমদিনের পরীক্ষামূলক দৌড় সফলভাবেই সম্পন্ন হয়েছে । জানা গিয়েছে যে, আগামী দু'থেকে তিন মাস চলবে ট্রায়াল রান । এরপর বাণিজ্যিকভাবে শুরু হয়ে যাবে এই অংশের মেট্রো চলাচল ।

আজ সকাল 10টা 30 মিনিটে নোয়াপাড়া থেকে বরানগর হয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশে যাত্রা করে মেট্রো ৷ ট্রায়াল রানে কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার সহ অন্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন । তাঁরা দক্ষিণেশ্বর পর্যন্ত যান । আবার ওই ট্রেনে করেই নোয়াপাড়া ফিরে আসেন ।

দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে মেট্রো ও রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএলের আধিকারিকরা প্ল্যাটফর্ম, এন্ট্রি, এগজ়িট গেট, সার্কুলেটিং এরিয়া, এস্কেলেটর, লিফট ও যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখেন । ট্রায়ালের জন্য ব্যবহার করা হয়েছে এমআর-412 মেধা রেক । এই লাইনে ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সফটওয়ার নামে একটি অত্যাধুনিক সফটওয়ার ব্যবহার করা হয়েছে । এই সফওয়ারটির সাহায্যে যেকোনও ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব । সফটওয়ারটি জার্মানি থেকে আনা হয়েছে ।

আরও পড়ুন :-মেট্রো স্টেশনের নামের বোর্ডে গুরুত্ব কমেছে বাংলার ? গুঞ্জন শুরু

9 বছর ধরে চলছে এই অংশের কাজ । প্রায় 4 কিমি পথ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর । কলকাতা মেট্রোর প্রধান জনসংযোগ অধকারিক ইন্দ্রাণী বন্দোপাধ্যায় বলেন, "আজ প্রথম দিনের ট্রায়াল সম্পন্ন হল ৷ ভালোভাবেই সম্পন্ন হয়েছে এই ট্রায়াল ৷ আজকের রিপোর্টের উপর নির্ভর করবে এরপরে কবে আবার ট্রায়াল হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.