ETV Bharat / state

Maa Flyover Renovation: শুরু হচ্ছে রাস্তা সংস্কার, আজ থেকে 5 রাত যানচলাচল বন্ধ থাকবে মা ফ্লাইওভারে

Maa Flyover Renovation Work: ট্রাফিক পুলিশের সবুজ সংকেত মেলায় আজ থেকে মা উড়ালপুলের সংস্কারের কাজ শুরু করছে কেএমডিএ ৷ আজ থেকে আগামী 5 রাত মা ফ্লাইওভারে বন্ধ থাকবে যানচলাচল ৷

Maa Flyover Renovation
মা ফ্লাইওভার
author img

By

Published : Aug 8, 2023, 12:22 PM IST

কলকাতা, 8 অগস্ট: আজ থেকে আগামী 5 দিন রাতে সংস্কারের কাজের জন্য মা উড়ালপুলে বন্ধ থাকবে যানচলাচল । প্রতিদিন রাত 10.30টা থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল । সেই সময় মা উড়ালপুলের রাস্তা সারাইয়ের কাজ করবে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি । পুজোর আগেই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মা উড়ালপুলের সংস্কারের কাজ শেষ হবে ।

খানাখন্দে ভরেছে মা: দীর্ঘ দিন ধরে ক্রমশই খানাখন্দে ভরেছে মা উড়ালপুলের রাস্তা । বহু জায়গায় উঠে গিয়েছে পিচের প্রলেপ । ফলে রাস্তার যানজট এড়াতে যে সমস্ত গাড়ি মা উড়ালপুল দিয়ে যাতায়াত করে, তাদের রীতিমতো ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয় । কারণ বিপদ প্রতি পদে পদেই । এই সংস্কারের কাজ করতে মা উড়ালপুলে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রেখে কাজের কথা বলেছিল উড়ালপুলের দায়িত্বে থাকা কলকাতা মেট্রোপলিটন ডেভলপেন্ট অথরিটি (কেএমডিএ)।

মিলেছে ট্রাফিকের অনুমতি: তবে শহরের যান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যস্ততম উড়ালপুল বন্ধ করে কাজ করতে দেওয়ার বিষয়ে আপত্তি ছিল কলকাতা ট্রাফিক পুলিশের । তাতে যান চলাচল বিপর্যস্ত হলে আশপাশের সমস্ত রাস্তায় তার প্রভাব পড়বে বলে লালবাজার ট্রাফিক বিভাগ সবুজ সংকেত দেয়নি । তবে দুই পক্ষের আলোচনায় মিলেছে সমাধান সূত্র । কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফে অনুমতি পাওয়া গিয়েছে । দুই পক্ষের আলোচনায় ঠিক হয়েছে, আজ মঙ্গলবার রাত থেকে সংস্কারের কাজ শুরু হবে ।

আরও পড়ুন: চিনা মাঞ্জায় একাধিক দুর্ঘটনা মা উড়ালপুলে, এবার বিশেষ নজরদারি কলকাতা পুলিশের

প্রথম দফায় কোথায় কাজ: পার্কসার্কাস সেভেন পয়েন্ট সংযোগস্থলের উপরের অংশে মা উড়ালপুলের সঙ্গে যেখানে এজেসি বোস রোড উড়ালপুলের সংযোগ হয়েছে সেই জায়গায় কাজ হবে । কলকাতা পৌরনিগমের থেকে আধুনিক যন্ত্র নেওয়া হয়েছে, যা দিয়ে উড়ালপুলের রাস্তার পিচের আস্তরণ সম্পূর্ণ তুলে ফেলা হবে । তারপর ফের নতুন বিটুমিনের প্রলেপ দেওয়া হবে । প্রথম দফায় 5 রাতে এই কাজ হবে ধাপে ধাপে ।

কেএমডিএ-র বক্তব্য: কলকাতা মেট্রোপলিন ডেভলপমেন্ট অথরিটির এক আধিকারিকের কথায়, "দীর্ঘ দিন ধরে বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ তৈরির জেরে মা উড়ালপুল ক্রমশ দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়ছিল । আমরা সারানোর উদ্যোগ নিলেও যেহেতু এটি যানচলাচলের ক্ষেত্রে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুল, তাই পুলিশের তরফে সবুজ সংকেত পাওয়া যাচ্ছিল না । তবে আলোচনার মধ্যে দিয়েই এই দিনক্ষণ ঠিক হয়েছে । এখন শুধুই রাস্তা সংস্কার হবে । ফলে পুজোর আগে মা উড়ালপুল রাস্তায় নতুন বিটুমিনের প্রলেপ পড়বে । যান চলাচলে সুবিধা হবে । বাকি আরও বেশ কিছু কাজ আছে ৷ সেগুলি পুলিশের সঙ্গে পরবর্তী সময় কথা বলে ধাপে ধাপে করা হবে ।"

কলকাতা, 8 অগস্ট: আজ থেকে আগামী 5 দিন রাতে সংস্কারের কাজের জন্য মা উড়ালপুলে বন্ধ থাকবে যানচলাচল । প্রতিদিন রাত 10.30টা থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল । সেই সময় মা উড়ালপুলের রাস্তা সারাইয়ের কাজ করবে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি । পুজোর আগেই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মা উড়ালপুলের সংস্কারের কাজ শেষ হবে ।

খানাখন্দে ভরেছে মা: দীর্ঘ দিন ধরে ক্রমশই খানাখন্দে ভরেছে মা উড়ালপুলের রাস্তা । বহু জায়গায় উঠে গিয়েছে পিচের প্রলেপ । ফলে রাস্তার যানজট এড়াতে যে সমস্ত গাড়ি মা উড়ালপুল দিয়ে যাতায়াত করে, তাদের রীতিমতো ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয় । কারণ বিপদ প্রতি পদে পদেই । এই সংস্কারের কাজ করতে মা উড়ালপুলে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রেখে কাজের কথা বলেছিল উড়ালপুলের দায়িত্বে থাকা কলকাতা মেট্রোপলিটন ডেভলপেন্ট অথরিটি (কেএমডিএ)।

মিলেছে ট্রাফিকের অনুমতি: তবে শহরের যান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যস্ততম উড়ালপুল বন্ধ করে কাজ করতে দেওয়ার বিষয়ে আপত্তি ছিল কলকাতা ট্রাফিক পুলিশের । তাতে যান চলাচল বিপর্যস্ত হলে আশপাশের সমস্ত রাস্তায় তার প্রভাব পড়বে বলে লালবাজার ট্রাফিক বিভাগ সবুজ সংকেত দেয়নি । তবে দুই পক্ষের আলোচনায় মিলেছে সমাধান সূত্র । কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফে অনুমতি পাওয়া গিয়েছে । দুই পক্ষের আলোচনায় ঠিক হয়েছে, আজ মঙ্গলবার রাত থেকে সংস্কারের কাজ শুরু হবে ।

আরও পড়ুন: চিনা মাঞ্জায় একাধিক দুর্ঘটনা মা উড়ালপুলে, এবার বিশেষ নজরদারি কলকাতা পুলিশের

প্রথম দফায় কোথায় কাজ: পার্কসার্কাস সেভেন পয়েন্ট সংযোগস্থলের উপরের অংশে মা উড়ালপুলের সঙ্গে যেখানে এজেসি বোস রোড উড়ালপুলের সংযোগ হয়েছে সেই জায়গায় কাজ হবে । কলকাতা পৌরনিগমের থেকে আধুনিক যন্ত্র নেওয়া হয়েছে, যা দিয়ে উড়ালপুলের রাস্তার পিচের আস্তরণ সম্পূর্ণ তুলে ফেলা হবে । তারপর ফের নতুন বিটুমিনের প্রলেপ দেওয়া হবে । প্রথম দফায় 5 রাতে এই কাজ হবে ধাপে ধাপে ।

কেএমডিএ-র বক্তব্য: কলকাতা মেট্রোপলিন ডেভলপমেন্ট অথরিটির এক আধিকারিকের কথায়, "দীর্ঘ দিন ধরে বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ তৈরির জেরে মা উড়ালপুল ক্রমশ দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়ছিল । আমরা সারানোর উদ্যোগ নিলেও যেহেতু এটি যানচলাচলের ক্ষেত্রে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুল, তাই পুলিশের তরফে সবুজ সংকেত পাওয়া যাচ্ছিল না । তবে আলোচনার মধ্যে দিয়েই এই দিনক্ষণ ঠিক হয়েছে । এখন শুধুই রাস্তা সংস্কার হবে । ফলে পুজোর আগে মা উড়ালপুল রাস্তায় নতুন বিটুমিনের প্রলেপ পড়বে । যান চলাচলে সুবিধা হবে । বাকি আরও বেশ কিছু কাজ আছে ৷ সেগুলি পুলিশের সঙ্গে পরবর্তী সময় কথা বলে ধাপে ধাপে করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.