ETV Bharat / state

বাংলাদেশ সীমান্তে মানব পাচার চক্রের হদিস, পুলিশি হেফাজতে 3 - বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ল 3 জন

বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে ঢুকে পড়েছে তিনজন । জিজ্ঞাসাবাদ করে জানা গেছে মানব পাচার চক্রের 3 পান্ডার নাম। খোঁজ চালাচ্ছে পুলিশ ।

Traces of human trafficking at the Bangladesh border
Traces of human trafficking at the Bangladesh border
author img

By

Published : Aug 5, 2020, 4:48 PM IST

কলকাতা, 5 অগাস্ট : মানব পাচার চক্রের হদিস পেল সীমান্তরক্ষী বাহিনী । গতকাল অভিযোগের ভিত্তিতে তিনজনকে পুলিশি হেপাজতে রাখা হয়েছে । তিনজনেই বাংলাদেশী । তাদের ভারতে পাচার করা হচ্ছিল । জিজ্ঞাসাবাদ করে তিন মানব পাচার চক্রের পাণ্ডার নাম জানা গেছে । ভারতীয় দুই পাচারকারীর নাম কাদের খান এবং মুসা দফাদার। দুজনেই নদিয়ার হাঁসখালির বাসিন্দা । বাংলাদেশী পাচারকারীর নাম আকাশ । তাদের খোঁজ চলছে ।

BSF সূত্রের খবর, কোলকাতা সেক্টরের পাকুরিয়া বর্ডার আউট পোস্টের অ্যাসিসট‍্যান্ট কমান্ডার সন্তোষ কুমার ইন্টেলিজেন্স মারফৎ খবর পান সীমান্ত দিয়ে মানব পাচার হবে । সেইমতো নজরদারি চলছিল । হঠাৎ আজ বাংলাদেশ সীমান্ত দিয়ে 3 জন ভারতে ঢুকে পড়ে । সীমান্তরক্ষী বাহিনী ওই 3 জনকে আটক করে । 1 জন পুরুষ একজন মহিলা সহ 6 বছরের এক শিশু কন্যা । দীপঙ্কর শিকদার, চন্দনা দত্ত ও সারদা দত্ত । প্রত্যেকেই বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জের বাসিন্দা ।

জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সারদা চন্দনার মেয়ে । চন্দনা নদিয়ার আড়ংহাটায় বেআইনিভাবে থাকে । দীপঙ্কর আগে বেঙ্গালুরুতে কাজ করত ।

কলকাতা, 5 অগাস্ট : মানব পাচার চক্রের হদিস পেল সীমান্তরক্ষী বাহিনী । গতকাল অভিযোগের ভিত্তিতে তিনজনকে পুলিশি হেপাজতে রাখা হয়েছে । তিনজনেই বাংলাদেশী । তাদের ভারতে পাচার করা হচ্ছিল । জিজ্ঞাসাবাদ করে তিন মানব পাচার চক্রের পাণ্ডার নাম জানা গেছে । ভারতীয় দুই পাচারকারীর নাম কাদের খান এবং মুসা দফাদার। দুজনেই নদিয়ার হাঁসখালির বাসিন্দা । বাংলাদেশী পাচারকারীর নাম আকাশ । তাদের খোঁজ চলছে ।

BSF সূত্রের খবর, কোলকাতা সেক্টরের পাকুরিয়া বর্ডার আউট পোস্টের অ্যাসিসট‍্যান্ট কমান্ডার সন্তোষ কুমার ইন্টেলিজেন্স মারফৎ খবর পান সীমান্ত দিয়ে মানব পাচার হবে । সেইমতো নজরদারি চলছিল । হঠাৎ আজ বাংলাদেশ সীমান্ত দিয়ে 3 জন ভারতে ঢুকে পড়ে । সীমান্তরক্ষী বাহিনী ওই 3 জনকে আটক করে । 1 জন পুরুষ একজন মহিলা সহ 6 বছরের এক শিশু কন্যা । দীপঙ্কর শিকদার, চন্দনা দত্ত ও সারদা দত্ত । প্রত্যেকেই বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জের বাসিন্দা ।

জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সারদা চন্দনার মেয়ে । চন্দনা নদিয়ার আড়ংহাটায় বেআইনিভাবে থাকে । দীপঙ্কর আগে বেঙ্গালুরুতে কাজ করত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.