ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9 টা - টপ নিউজ়

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ রাত 9 টা
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Dec 26, 2020, 9:00 PM IST

1. অমর্ত্য সেনকে অপমানের অভিযোগ, কাল রাজপথে বুদ্ধিজীবীরা

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অপমান করা হয়েছে বলে মনে করছেন বুদ্ধিজীবীরা । এই অপমানের প্রতিবাদে পথে নামছেন তাঁরা । আগামীকাল দুপুরে বাংলা অ্যাকাডেমির সামনে প্রতিবাদ সভা করবেন তাঁরা । প্রতিবাদে শামিল হবেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, অরিন্দম শীল, যোগেন চৌধুরি, জয় গোস্বামী-সহ অন্য তৃণমূল ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা ।

2. অধিবেশন বসলেই আস্থা ভোটের পরিকল্পনা বিরোধীদের

বিধানসভার অধিবেশন বসানোর জন্য একাধিকবার কংগ্রেস এবং বামফ্রন্ট পরিষদীয় দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। কোরোনা পরিস্থিতির পর লকডাউন এবং আতঙ্কের জেরে বসানো যায়নি বিধানসভার অধিবেশন‌। অল্প কয়েকদিনের জন্য এই পরিস্থিতির মধ্যেও বিধানসভার অধিবেশন বসানো হয়েছিল। স্বল্পকালীন এই অধিবেশনে সন্তুষ্ট নয় বিরোধীরা। বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকতে হবে।'

3. প্রকাশিত মাধ্যমিকের সূচি, 1 জুন শুরু পরীক্ষা

23 ডিসেম্বর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জুন মাসে হবে 2021 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । প্রথমে মাধ্যমিক ও তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে । আগে উচ্চমাধ্যমিকের সূচি প্রকাশিত হয়ে যাওয়ার পর আজ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । এই সূচি অনুযায়ী, 2021 সালের 1 জুন শুরু হবে পরীক্ষা । চলবে 10 জুন পর্যন্ত ।

4. পিছিয়ে গেল উচ্চমাধ্যমিকের শেষ দিনের পরীক্ষা, কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আদিবাসী সম্প্রদায়ের "হুল দিবস"-এর কারণে উচ্চমাধ্যমিকের 30 জুনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

5. অধীরই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, কংগ্রেস বিধায়কের টুইটে ক্ষোভ

বাংলার বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরিকে মুখ্যমন্ত্রীর মুখ করার দাবি তুললেন কংগ্রেস বিধায়করা। বাম কংগ্রেস জোটের সিলমোহর কংগ্রেস হাইকমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো টুইটারে দাবি তোলেন, বাম কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে অধীর চৌধুরিকে সামনে রাখতে হবে।

6. ঠোকাঠুকি : "বাবার কোটায় এমএলএ", শুভেন্দুকে '21 বছরের লজ্জা'-র পালটা কল্যাণের

ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।

7. তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে রাজ্যকে সাহায্যে প্রস্তুত কেন্দ্র

তাজপুর সমুদ্র বন্দর নির্মাণে রাজ্য সরকার সাহায্য চাইলে, তা দিতে কেন্দ্র প্রস্তুত বলে জানালেন মোদী সরকারের মন্ত্রী। আজ এই মন্তব্য করেন বন্দর, জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডবীয়। আজ, শনিবার জেলা বিজেপির সদর দপ্তর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, খুব তাড়াতাড়ি গঙ্গায় প্রায় 1400 কিলোমিটার নৌ-পথ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

8. লম্বা দাড়ি রেখে হলুদ জামা পরলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, মোদিকে আক্রমণ কাকলির

"কোনও রাষ্ট্রনেতা যদি অসদোপায়ে, উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করেন, তাহলে দেশের অকল্যাণ হয় । মনে রাখতে হবে লম্বা দাড়ি রেখে হলুদ জামা পরলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না । " আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে নাম না করে নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার ।

9. সোমেনের জন্মদিনে আমন্ত্রিত সব দলের নেতারা

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক নেতারা তাঁদের বিরোধী দলের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। কোনও কোনও ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক নেতার নাম করেও চলছে আক্রমণ। আর এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের সব দলের রাজনৈতিক নেতাদের দেখা যেতে পারে এক মঞ্চে। এই ঘটনা ঘটার সম্ভাবনা চলতি বছরের শেষ দিনে। কারণ, ডিসেম্বরের শেষ দিন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের জন্মদিন।

10. দুয়ারে সরকারের ধাঁচে জন সংযোগে অশোক ভট্টাচার্য

তৃণমূলের দুয়ারে সরকারের ধাঁচে বাড়ি বাড়ি জন সংযোগে নামলেন শিলিগুড়ির বাম বিধায়ক তথা পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য । পানীয় জল, রাস্তা, নিকাশি, বিভিন্ন ভাতা সহ মূলত নাগরিক পরিষেবা নিয়ে মানুষের সমস্যা, অভাব এবং অভিযোগ জানতে ওয়ার্ড পরিক্রমা করছেন তিনি । শনিবার সকালে শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা পরিদর্শনে যান অশোকবাবু ।

1. অমর্ত্য সেনকে অপমানের অভিযোগ, কাল রাজপথে বুদ্ধিজীবীরা

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অপমান করা হয়েছে বলে মনে করছেন বুদ্ধিজীবীরা । এই অপমানের প্রতিবাদে পথে নামছেন তাঁরা । আগামীকাল দুপুরে বাংলা অ্যাকাডেমির সামনে প্রতিবাদ সভা করবেন তাঁরা । প্রতিবাদে শামিল হবেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, অরিন্দম শীল, যোগেন চৌধুরি, জয় গোস্বামী-সহ অন্য তৃণমূল ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা ।

2. অধিবেশন বসলেই আস্থা ভোটের পরিকল্পনা বিরোধীদের

বিধানসভার অধিবেশন বসানোর জন্য একাধিকবার কংগ্রেস এবং বামফ্রন্ট পরিষদীয় দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। কোরোনা পরিস্থিতির পর লকডাউন এবং আতঙ্কের জেরে বসানো যায়নি বিধানসভার অধিবেশন‌। অল্প কয়েকদিনের জন্য এই পরিস্থিতির মধ্যেও বিধানসভার অধিবেশন বসানো হয়েছিল। স্বল্পকালীন এই অধিবেশনে সন্তুষ্ট নয় বিরোধীরা। বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকতে হবে।'

3. প্রকাশিত মাধ্যমিকের সূচি, 1 জুন শুরু পরীক্ষা

23 ডিসেম্বর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জুন মাসে হবে 2021 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । প্রথমে মাধ্যমিক ও তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে । আগে উচ্চমাধ্যমিকের সূচি প্রকাশিত হয়ে যাওয়ার পর আজ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । এই সূচি অনুযায়ী, 2021 সালের 1 জুন শুরু হবে পরীক্ষা । চলবে 10 জুন পর্যন্ত ।

4. পিছিয়ে গেল উচ্চমাধ্যমিকের শেষ দিনের পরীক্ষা, কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আদিবাসী সম্প্রদায়ের "হুল দিবস"-এর কারণে উচ্চমাধ্যমিকের 30 জুনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

5. অধীরই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, কংগ্রেস বিধায়কের টুইটে ক্ষোভ

বাংলার বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরিকে মুখ্যমন্ত্রীর মুখ করার দাবি তুললেন কংগ্রেস বিধায়করা। বাম কংগ্রেস জোটের সিলমোহর কংগ্রেস হাইকমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো টুইটারে দাবি তোলেন, বাম কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে অধীর চৌধুরিকে সামনে রাখতে হবে।

6. ঠোকাঠুকি : "বাবার কোটায় এমএলএ", শুভেন্দুকে '21 বছরের লজ্জা'-র পালটা কল্যাণের

ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।

7. তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে রাজ্যকে সাহায্যে প্রস্তুত কেন্দ্র

তাজপুর সমুদ্র বন্দর নির্মাণে রাজ্য সরকার সাহায্য চাইলে, তা দিতে কেন্দ্র প্রস্তুত বলে জানালেন মোদী সরকারের মন্ত্রী। আজ এই মন্তব্য করেন বন্দর, জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডবীয়। আজ, শনিবার জেলা বিজেপির সদর দপ্তর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, খুব তাড়াতাড়ি গঙ্গায় প্রায় 1400 কিলোমিটার নৌ-পথ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

8. লম্বা দাড়ি রেখে হলুদ জামা পরলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, মোদিকে আক্রমণ কাকলির

"কোনও রাষ্ট্রনেতা যদি অসদোপায়ে, উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করেন, তাহলে দেশের অকল্যাণ হয় । মনে রাখতে হবে লম্বা দাড়ি রেখে হলুদ জামা পরলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না । " আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে নাম না করে নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার ।

9. সোমেনের জন্মদিনে আমন্ত্রিত সব দলের নেতারা

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক নেতারা তাঁদের বিরোধী দলের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। কোনও কোনও ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক নেতার নাম করেও চলছে আক্রমণ। আর এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের সব দলের রাজনৈতিক নেতাদের দেখা যেতে পারে এক মঞ্চে। এই ঘটনা ঘটার সম্ভাবনা চলতি বছরের শেষ দিনে। কারণ, ডিসেম্বরের শেষ দিন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের জন্মদিন।

10. দুয়ারে সরকারের ধাঁচে জন সংযোগে অশোক ভট্টাচার্য

তৃণমূলের দুয়ারে সরকারের ধাঁচে বাড়ি বাড়ি জন সংযোগে নামলেন শিলিগুড়ির বাম বিধায়ক তথা পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য । পানীয় জল, রাস্তা, নিকাশি, বিভিন্ন ভাতা সহ মূলত নাগরিক পরিষেবা নিয়ে মানুষের সমস্যা, অভাব এবং অভিযোগ জানতে ওয়ার্ড পরিক্রমা করছেন তিনি । শনিবার সকালে শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা পরিদর্শনে যান অশোকবাবু ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.