ETV Bharat / state

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Dec 9, 2020, 7:10 PM IST

  1. মেকানিকেল ভেন্টিলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে মমতা

বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মেকানিকেল ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ সেখানে অক্সিজেনের স্যাচুরেশন 95 শতাংশ বজায় রাখা হয়েছে ৷ তবে তাঁর পালস ও ব্লাড রিপোর্ট স্থিতিশীল আছে ৷ তাঁকে আইভি অ্যান্টিবডি দেওয়া হয়েছে ৷

2. কেন্দ্রের প্রস্তাব খারিজ, বড়সড় আন্দোলনের পথে কৃষকরা
ফের কেন্দ্রের প্রস্তাব খারিজ করে দিল কৃষক সংগঠনগুলি ৷ সঙ্গে আরও বড়সড় আন্দোলনের ডাক দিল তারা ৷

3. মতুয়ারা দেশের নাগরিক , তাদের আলাদা সার্টিফিকেটের দরকার নেই : মমতা

সিএএ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে সিএএ , এনসিআর করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন তিনি ।

4. বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে বিমান-সূর্যরা

হাসপাতালে ভরতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় আজ দুপুরে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁকে দেখতে হাসপাতালে আসেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু ৷ হাসপাতাল থেকে বেরিয়ে তাঁরা জানান, বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা সংকটজনক ।

5. আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকছেন সৌরভ

আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ তাঁরই সঙ্গে সচিব পদে থাকবেন জয় শাহ ৷ আজ সুপ্রিম কোর্টে বিসিসিআইয়ের সংবিধান সংশোধন সহ রাজ্য় ক্রিকেট সংস্থার করা মামলার শুনানি ছিল ৷ সেই শুনানিতে বিসিসিআইয়ের সংবিধান সংশোধনের বিষয়টি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মুলতুবি করে দিয়েছে শীর্ষ আদালত ৷

6.মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক নাম অসহিষ্ণুতা, আক্রমণ নাড্ডার

আজ কলকাতায় দলীয় কর্মীসভায় যোগ দেন জে পি নাড্ডা । সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করেন তিনি ।

7. তুফানগঞ্জে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর দেহ, বিক্ষোভ

ফের ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ ৷ কোচবিহারের তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় এক হাইস্কুল থেকে দেহটি উদ্ধার হয় ৷

8. বাংলায় বেকারত্বের হার 40 শতাংশ কমেছে, দাবি মমতার

সারা দেশে বেকারত্বের হার 40 শতাংশ বেড়েছে । সেখানে বাংলায় বেকারত্বের হার 40 শতাংশ কমেছে । একইসঙ্গে কমেছে দারিদ্রের হার । গোপালনগরের জনসভা থেকে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলায় কাজের জায়গা তৈরি করা হচ্ছে বলে যুব সমাজকে আশ্বস্ত করেন তিনি ।

9. @জনতা : টোটোর দাপটে অতিষ্ঠ দিনহাটাবাসী

টোটোর দাপটে অতিষ্ঠ দিনহাটা শহরের বাসিন্দারা । শহরের প্রতিটি ছোটোবড় রাস্তায় চলাচলের অসুবিধা হচ্ছে । এদের নিয়ন্ত্রণে পৌরসভা কিংবা প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। ইটিভি ভারতের @জনতায় সেই সমস্যার কথাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি শুভংকর সাহা ।

10. "একদিনে রেজিগনেশন দেব", কেন বললেন মমতা ?

"আট বছরে বাংলায় যা উন্নয়ন হয়েছে তা অন্য কোথাও হয়নি । তাই চ্যালেঞ্জ করে বলছি, আমার মতো কেউ কাজ করে দেখাতে পারলে একদিনের মধ্যে রেজিগনেশন পাঠিয়ে দেব ।" গোপালনগরের জনসভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আরও বলেন, "আমাকে দুঃখ দেবেন না । এত কাজ করার পরও আপনাদের থেকে দুঃখ পেলে অভিমান নিয়ে সরে যেতে পারি ।"

  1. মেকানিকেল ভেন্টিলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে মমতা

বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মেকানিকেল ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ সেখানে অক্সিজেনের স্যাচুরেশন 95 শতাংশ বজায় রাখা হয়েছে ৷ তবে তাঁর পালস ও ব্লাড রিপোর্ট স্থিতিশীল আছে ৷ তাঁকে আইভি অ্যান্টিবডি দেওয়া হয়েছে ৷

2. কেন্দ্রের প্রস্তাব খারিজ, বড়সড় আন্দোলনের পথে কৃষকরা
ফের কেন্দ্রের প্রস্তাব খারিজ করে দিল কৃষক সংগঠনগুলি ৷ সঙ্গে আরও বড়সড় আন্দোলনের ডাক দিল তারা ৷

3. মতুয়ারা দেশের নাগরিক , তাদের আলাদা সার্টিফিকেটের দরকার নেই : মমতা

সিএএ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে সিএএ , এনসিআর করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন তিনি ।

4. বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে বিমান-সূর্যরা

হাসপাতালে ভরতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় আজ দুপুরে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁকে দেখতে হাসপাতালে আসেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু ৷ হাসপাতাল থেকে বেরিয়ে তাঁরা জানান, বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা সংকটজনক ।

5. আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকছেন সৌরভ

আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ তাঁরই সঙ্গে সচিব পদে থাকবেন জয় শাহ ৷ আজ সুপ্রিম কোর্টে বিসিসিআইয়ের সংবিধান সংশোধন সহ রাজ্য় ক্রিকেট সংস্থার করা মামলার শুনানি ছিল ৷ সেই শুনানিতে বিসিসিআইয়ের সংবিধান সংশোধনের বিষয়টি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মুলতুবি করে দিয়েছে শীর্ষ আদালত ৷

6.মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক নাম অসহিষ্ণুতা, আক্রমণ নাড্ডার

আজ কলকাতায় দলীয় কর্মীসভায় যোগ দেন জে পি নাড্ডা । সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করেন তিনি ।

7. তুফানগঞ্জে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর দেহ, বিক্ষোভ

ফের ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ ৷ কোচবিহারের তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় এক হাইস্কুল থেকে দেহটি উদ্ধার হয় ৷

8. বাংলায় বেকারত্বের হার 40 শতাংশ কমেছে, দাবি মমতার

সারা দেশে বেকারত্বের হার 40 শতাংশ বেড়েছে । সেখানে বাংলায় বেকারত্বের হার 40 শতাংশ কমেছে । একইসঙ্গে কমেছে দারিদ্রের হার । গোপালনগরের জনসভা থেকে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলায় কাজের জায়গা তৈরি করা হচ্ছে বলে যুব সমাজকে আশ্বস্ত করেন তিনি ।

9. @জনতা : টোটোর দাপটে অতিষ্ঠ দিনহাটাবাসী

টোটোর দাপটে অতিষ্ঠ দিনহাটা শহরের বাসিন্দারা । শহরের প্রতিটি ছোটোবড় রাস্তায় চলাচলের অসুবিধা হচ্ছে । এদের নিয়ন্ত্রণে পৌরসভা কিংবা প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। ইটিভি ভারতের @জনতায় সেই সমস্যার কথাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি শুভংকর সাহা ।

10. "একদিনে রেজিগনেশন দেব", কেন বললেন মমতা ?

"আট বছরে বাংলায় যা উন্নয়ন হয়েছে তা অন্য কোথাও হয়নি । তাই চ্যালেঞ্জ করে বলছি, আমার মতো কেউ কাজ করে দেখাতে পারলে একদিনের মধ্যে রেজিগনেশন পাঠিয়ে দেব ।" গোপালনগরের জনসভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আরও বলেন, "আমাকে দুঃখ দেবেন না । এত কাজ করার পরও আপনাদের থেকে দুঃখ পেলে অভিমান নিয়ে সরে যেতে পারি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.